যতই নম্বর কমুক, সিংহাসন ছাড়েনি মোদক পরিবার। এ বারও প্রথম স্থান অধিকার করেছে জি বাংলার ধারাবাহিক 'মিঠাই'। গত সপ্তাহে নম্বর ছিল ৮.৩। এই সপ্তাহে তা হল ৭.৮। 'রিকি রকস্টার'-এর খোলস ছেড়ে উচ্ছেবাবু সকলের সামনে হাজির হয়েছে। ফের উচ্ছেবাবু আর মিঠাই-এর রসায়ন দেখার সুযোগ মিলেছে। তার পরেও এত কমল কেন টিআরপি?