Sushant Singh Rajput: বি-টাউনে পা দিয়েই সুপারহিট ছবি উপহার, বিনা পারিশ্রমিকে আমির খানের ছবিতে অভিনয়; সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে স্মৃতিতে ভাসছেন ভক্তরা

Last Updated:
Sushant Singh Rajput Birth Anniversary: ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিহারের পটনায় তাঁর জন্ম। চার বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। শৈশবকাল থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন অভিনেতা। পড়াশোনা আর খেলাধূলার প্রতি ছিল সুশান্তের গভীর আগ্রহ। তবে অভিনেতা হওয়ারই স্বপ্ন ছিল তাঁর দুচোখে। আর সেটা পূরণও করেছিলেন তিনি।
1/5
বি-টাউনের সবথেকে সম্ভাবনাময় এবং দক্ষ অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিহারের পটনায় তাঁর জন্ম। চার বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। শৈশবকাল থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন অভিনেতা। পড়াশোনা আর খেলাধূলার প্রতি ছিল সুশান্তের গভীর আগ্রহ। তবে অভিনেতা হওয়ারই স্বপ্ন ছিল তাঁর দুচোখে। আর সেটা পূরণও করেছিলেন তিনি।
বি-টাউনের সবথেকে সম্ভাবনাময় এবং দক্ষ অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিহারের পটনায় তাঁর জন্ম। চার বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। শৈশবকাল থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন অভিনেতা। পড়াশোনা আর খেলাধূলার প্রতি ছিল সুশান্তের গভীর আগ্রহ। তবে অভিনেতা হওয়ারই স্বপ্ন ছিল তাঁর দুচোখে। আর সেটা পূরণও করেছিলেন তিনি।
advertisement
2/5
টিভি ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ দিয়েই সুশান্তের কেরিয়ারের জয়যাত্রা শুরু হয়েছিল। আর এই ধারাবাহিকের কারণেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। আসলে ‘মানব’ হিসেবে যেন সারা দেশের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি! তবে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে সুশান্তের অভিনয় দেখে বোঝা গিয়েছিল যে, তিনি লম্বা রেসের ঘোড়া! এরপর ২০১৩ সালে কাই পো চে ছবির হাত ধরে বি-টাউনে পদার্পণ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। আর প্রথম ছবিতেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘পিকে’ এবং ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’-র মতো ছবিতে অভিনয় করে গিয়েছেন।
টিভি ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ দিয়েই সুশান্তের কেরিয়ারের জয়যাত্রা শুরু হয়েছিল। আর এই ধারাবাহিকের কারণেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। আসলে ‘মানব’ হিসেবে যেন সারা দেশের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি! তবে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে সুশান্তের অভিনয় দেখে বোঝা গিয়েছিল যে, তিনি লম্বা রেসের ঘোড়া! এরপর ২০১৩ সালে কাই পো চে ছবির হাত ধরে বি-টাউনে পদার্পণ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। আর প্রথম ছবিতেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘পিকে’ এবং ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’-র মতো ছবিতে অভিনয় করে গিয়েছেন।
advertisement
3/5
কেরিয়ারের গতিপথ বদলে দিয়েছিল ‘এমএস ধোনি’: ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্ত সিং রাজপুতের কেরিয়ারের মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল। ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ছবিটি। ধোনির ভূমিকায় দুর্ধর্ষ অভিনয় করে সকলের মনে নিজের গভীর ছাপ রেখেছিলেন অভিনেতা। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ২৫০ কোটি টাকারও বেশি উপার্জন করেছিল। এরপর ‘কেদারনাথ’, ‘সোনচিড়িয়া’ এবং ‘ছিছোড়ে’-র মতো ছবিতে অভিনয় করে নিজের একটা অনন্য পরিচয় তৈরি করতে সফল হয়েছিলেন সুশান্ত। আর বিশেষ বিষয় হল, প্রত্যেকটা চরিত্রকে জীবন্ত করে ফুটিয়ে তোলার জন্য নিজের সবটুকু দিয়ে দিতেন তিনি।
কেরিয়ারের গতিপথ বদলে দিয়েছিল ‘এমএস ধোনি’: ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্ত সিং রাজপুতের কেরিয়ারের মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল। ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ছবিটি। ধোনির ভূমিকায় দুর্ধর্ষ অভিনয় করে সকলের মনে নিজের গভীর ছাপ রেখেছিলেন অভিনেতা। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ২৫০ কোটি টাকারও বেশি উপার্জন করেছিল। এরপর ‘কেদারনাথ’, ‘সোনচিড়িয়া’ এবং ‘ছিছোড়ে’-র মতো ছবিতে অভিনয় করে নিজের একটা অনন্য পরিচয় তৈরি করতে সফল হয়েছিলেন সুশান্ত। আর বিশেষ বিষয় হল, প্রত্যেকটা চরিত্রকে জীবন্ত করে ফুটিয়ে তোলার জন্য নিজের সবটুকু দিয়ে দিতেন তিনি।
advertisement
4/5
‘পিকে’ ছবির জন্য নেননি পারিশ্রমিক: সুশান্তের শুধু বড় প্রতিভা ছিল, এমনটা নয়। তাঁর মনটাও ছিল অনেক বড়। ‘পিকে’ ছবিতে মাত্র ১৫ মিনিটের ছোট্ট একটা চরিত্র করেছিলেন তিনি। কিন্তু তার জন্য একটা পয়সাও পারিশ্রমিক নেননি। রাজকুমার হিরানি তাঁকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মাত্র ২১ টাকা দিয়েছিলেন। আর আনন্দের সঙ্গে সেটাই গ্রহণ করেছিলেন সুশান্ত।
‘পিকে’ ছবির জন্য নেননি পারিশ্রমিক: সুশান্তের শুধু বড় প্রতিভা ছিল, এমনটা নয়। তাঁর মনটাও ছিল অনেক বড়। ‘পিকে’ ছবিতে মাত্র ১৫ মিনিটের ছোট্ট একটা চরিত্র করেছিলেন তিনি। কিন্তু তার জন্য একটা পয়সাও পারিশ্রমিক নেননি। রাজকুমার হিরানি তাঁকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মাত্র ২১ টাকা দিয়েছিলেন। আর আনন্দের সঙ্গে সেটাই গ্রহণ করেছিলেন সুশান্ত।
advertisement
5/5
২০২০ সালে চিরবিদায়: ২০২০ সালে দুনিয়াকে চিরবিদায় জানান সুশান্ত। যেন এক নক্ষত্রের পতন ঘটল। সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছিল ওটিটি-তে। যা সকলের ভালবাসা কুড়িয়ে নিয়েছে। প্রত্যেকেই এই ছবিতে সুশান্তের অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তিনি হয়তো আজ সশরীরে উপস্থিত নেই, তবে তাঁর স্মৃতি দেশবাসীর মনে এখনও তাজা। ২১ জানুয়ারি সুশান্তের জন্মবার্ষিকী উপলক্ষে সকলেই তাঁর স্মৃতিচারণ করছেন। যাঁরা বড় স্বপ্ন দেখেন এবং তা পূরণ করার সাহস রাখেন, তাঁদের সকলকে অনুপ্রেরণা জোগাবে সুশান্ত সিং রাজপুতের কাহিনি।
২০২০ সালে চিরবিদায়: ২০২০ সালে দুনিয়াকে চিরবিদায় জানান সুশান্ত। যেন এক নক্ষত্রের পতন ঘটল। সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছিল ওটিটি-তে। যা সকলের ভালবাসা কুড়িয়ে নিয়েছে। প্রত্যেকেই এই ছবিতে সুশান্তের অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তিনি হয়তো আজ সশরীরে উপস্থিত নেই, তবে তাঁর স্মৃতি দেশবাসীর মনে এখনও তাজা। ২১ জানুয়ারি সুশান্তের জন্মবার্ষিকী উপলক্ষে সকলেই তাঁর স্মৃতিচারণ করছেন। যাঁরা বড় স্বপ্ন দেখেন এবং তা পূরণ করার সাহস রাখেন, তাঁদের সকলকে অনুপ্রেরণা জোগাবে সুশান্ত সিং রাজপুতের কাহিনি।
advertisement
advertisement
advertisement