সারাক্ষণ মানুষকে হাসানো কাজ সুমনার। কিন্তু জানেন কী, তাঁর মন বা মুড সব সময়েই প্রায় বিগড়ে থাকে। কারণ সুমনা এন্ড্রোমেট্রোসিসের সমস্যায় ভুগছেন বহুদিন ধরেই। আর তাঁর জন্য প্রায় সময় মুড বা মন খারাপ থাকা স্বাভাবিক। তবে শরীর চর্চা ও নিয়ম মেনে অসুখকে হারিয়েছেন তিনি। এ কথা নিজেই জানিয়েছিলেন সুমনা। photo source Instagram