Sumona Chakravarti : পিঠে ট্যাটু! পায়ে স্ট্রেচ মার্ক স্পষ্ট! বিকিনিতে সাহসী সুমনা চক্রবর্তী! ভাইরাল

Last Updated:
Sumona Chakravarti: নদীর মতো ছুটে চলে এই কন্যে! নিজের মন খারাপ লুকিয়ে, মানুষকে হাসানোর কাজ করেন! বিকিনিতেও নেই লুকোছাপা! সুমনার প্রশংসা নেট দুনিয়ায়!
1/6
সুমনা চক্রবর্তী। এই বাঙালি কন্যেকে চেনেন নিশ্চয়? কপিল শর্মা কমেডি শো-এর মুখ্য চরিত্র তিনি। সেখানে এখন তাঁকে সকলে চেনেন 'ভুড়ি' নামে। মজা করে মানুষকে কী ভাবে হাসাতে হয়, তা সুমনাকে এই শোতে দেখলেই বোঝা যায়।
সুমনা চক্রবর্তী। এই বাঙালি কন্যেকে চেনেন নিশ্চয়? কপিল শর্মা কমেডি শো-এর মুখ্য চরিত্র তিনি। সেখানে এখন তাঁকে সকলে চেনেন 'ভুড়ি' নামে। মজা করে মানুষকে কী ভাবে হাসাতে হয়, তা সুমনাকে এই শোতে দেখলেই বোঝা যায়।
advertisement
2/6
মাত্র ১১ বছর বয়সে সুমনা প্রথম অভিনয় করেন 'মন' ছবিতে। এর পরে বালাজি টেলিফ্লিমসের সিরিয়ালে বড় চরিত্রে তাঁকে দেখা যায় ২০১১ সালে। 'বরফি'-তেও তাঁকে অভিনয় করতে দেখা যায়। তবে সব কিছুকে ছাপিয়ে যায় কপিল শর্মার কমেডি শোতে সুমনার মজার চরিত্রটি। photo source Instagram
মাত্র ১১ বছর বয়সে সুমনা প্রথম অভিনয় করেন 'মন' ছবিতে। এর পরে বালাজি টেলিফ্লিমসের সিরিয়ালে বড় চরিত্রে তাঁকে দেখা যায় ২০১১ সালে। 'বরফি'-তেও তাঁকে অভিনয় করতে দেখা যায়। তবে সব কিছুকে ছাপিয়ে যায় কপিল শর্মার কমেডি শোতে সুমনার মজার চরিত্রটি। photo source Instagram
advertisement
3/6
 সারাক্ষণ মানুষকে হাসানো কাজ সুমনার। কিন্তু জানেন কী, তাঁর মন বা মুড সব সময়েই প্রায় বিগড়ে থাকে। কারণ সুমনা এন্ড্রোমেট্রোসিসের সমস্যায় ভুগছেন বহুদিন ধরেই। আর তাঁর জন্য প্রায় সময় মুড বা মন খারাপ থাকা স্বাভাবিক। তবে শরীর চর্চা ও নিয়ম মেনে অসুখকে হারিয়েছেন তিনি। এ কথা নিজেই জানিয়েছিলেন সুমনা। photo source Instagram
সারাক্ষণ মানুষকে হাসানো কাজ সুমনার। কিন্তু জানেন কী, তাঁর মন বা মুড সব সময়েই প্রায় বিগড়ে থাকে। কারণ সুমনা এন্ড্রোমেট্রোসিসের সমস্যায় ভুগছেন বহুদিন ধরেই। আর তাঁর জন্য প্রায় সময় মুড বা মন খারাপ থাকা স্বাভাবিক। তবে শরীর চর্চা ও নিয়ম মেনে অসুখকে হারিয়েছেন তিনি। এ কথা নিজেই জানিয়েছিলেন সুমনা। photo source Instagram
advertisement
4/6
সম্প্রতি তাঁর কিছু ছবি বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মাধ্যমে। মে মাসের গরমে হিমাচল প্রদেশে যেতে চান সুমনা। photo source Instagram
সম্প্রতি তাঁর কিছু ছবি বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মাধ্যমে। মে মাসের গরমে হিমাচল প্রদেশে যেতে চান সুমনা। photo source Instagram
advertisement
5/6
নিজের পুরনো বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করেছেন সুমনা। হিমাচল প্রদেশেই গিয়েছিলেন তিনি। সেখানে পাহাড়ী ঝরনায় গা ভিজিয়েছেন। photo source Instagram
নিজের পুরনো বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করেছেন সুমনা। হিমাচল প্রদেশেই গিয়েছিলেন তিনি। সেখানে পাহাড়ী ঝরনায় গা ভিজিয়েছেন। photo source Instagram
advertisement
6/6
বিকিনিতে ছবি পোস্ট করেছেন সুমনা। তাঁর পায়ে স্ট্রেচ মার্ক স্পষ্ট। তবে তা নিয়ে একটুও ভাবনা নেই। সাহসের সঙ্গে পোস্ট করেছেন ছবি। একেই তো বলে মনের জোর। এই ছবি দেখে সোশ্যাল মাধ্যমে তাঁর ভক্তরা প্রশংসা করেছেন। photo source Instagram
বিকিনিতে ছবি পোস্ট করেছেন সুমনা। তাঁর পায়ে স্ট্রেচ মার্ক স্পষ্ট। তবে তা নিয়ে একটুও ভাবনা নেই। সাহসের সঙ্গে পোস্ট করেছেন ছবি। একেই তো বলে মনের জোর। এই ছবি দেখে সোশ্যাল মাধ্যমে তাঁর ভক্তরা প্রশংসা করেছেন। photo source Instagram
advertisement
advertisement
advertisement