Suchitra Sen | Uttam Kumar: বিয়ের বাড়িতে স্ত্রী গৌরীর সঙ্গে উত্তম কুমার, একই ফ্রেমে সুচিত্রা সেনও, কোথায় তোলা হয়েছিল এমন ছবি? দেখুন পুরনো অ্যালবাম

Last Updated:
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়ই পুরনো ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী রাইমা সেন৷ কখনও সেই ছবিতে থাকেন তাঁর দিদিমা সুচিত্রা সেন, তো কখনও মা মুনমুন সেন৷
1/12
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়ই পুরনো ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী রাইমা সেন৷ কখনও সেই ছবিতে থাকেন তাঁর দিদিমা সুচিত্রা সেন, তো কখনও মা মুনমুন সেন৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়ই পুরনো ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী রাইমা সেন৷ কখনও সেই ছবিতে থাকেন তাঁর দিদিমা সুচিত্রা সেন, তো কখনও মা মুনমুন সেন৷
advertisement
2/12
ছোট বোন রিয়া আর নিজের ছোটবেলা বেশ কিছু ছবি শেয়ার করেন রাইমা৷
ছোট বোন রিয়া আর নিজের ছোটবেলা বেশ কিছু ছবি শেয়ার করেন রাইমা৷
advertisement
3/12
 একগুচ্ছ পুরনো দিনের সাদা কালো ছবি শেয়ার করে রাইমা সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘Memories is all you have’
একগুচ্ছ পুরনো দিনের সাদা কালো ছবি শেয়ার করে রাইমা সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘Memories is all you have’
advertisement
4/12
‘স্মৃতিটুকুই যা আছে’৷ একগুচ্ছ সাদা কালো ছবিগুলির ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, উত্তম কুমারকে মজা করে কিছু একটা বলছেন মিসেস সেন৷ উত্তমও ঠোঁটের কোণে তাঁর সেই ভুবন ভোলানো হাসি রেখে মন দিয়ে শুনছেন তাঁর কথা৷
‘স্মৃতিটুকুই যা আছে’৷ একগুচ্ছ সাদা কালো ছবিগুলির ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, উত্তম কুমারকে মজা করে কিছু একটা বলছেন মিসেস সেন৷ উত্তমও ঠোঁটের কোণে তাঁর সেই ভুবন ভোলানো হাসি রেখে মন দিয়ে শুনছেন তাঁর কথা৷
advertisement
5/12
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্রর পাশে বসে রয়েছেন সুচিত্রা সেন৷
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্রর পাশে বসে রয়েছেন সুচিত্রা সেন৷
advertisement
6/12
সত্যজিৎ রায়ের জন্মদিনে, দিদিমার সুচিত্রা সেনের সঙ্গে তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাইমা৷
সত্যজিৎ রায়ের জন্মদিনে, দিদিমার সুচিত্রা সেনের সঙ্গে তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাইমা৷
advertisement
7/12
প্রাক্তন পাক ক্রিকেটার ইমরান খানের দুই পাশে বসে রাইমা ও রিয়া৷ ছবিতে রয়েছেন মুনমুনও৷
প্রাক্তন পাক ক্রিকেটার ইমরান খানের দুই পাশে বসে রাইমা ও রিয়া৷ ছবিতে রয়েছেন মুনমুনও৷
advertisement
8/12
 হিউ গ্রান্টের সঙ্গে ছবিতে রিয়া এবং রাইমা৷
হিউ গ্রান্টের সঙ্গে ছবিতে রিয়া এবং রাইমা৷
advertisement
9/12
রাজীব গান্ধির সঙ্গেও রয়েছে ছবি৷
রাজীব গান্ধির সঙ্গেও রয়েছে ছবি৷
advertisement
10/12
একটি বিবাহ অনুষ্ঠানে সপরিবার উত্তম কুমার৷ রয়েছেন স্ত্রী গৌরী দেবী, পুত্র গৌতম ও তরুণ জায়া সুব্রতা চট্টোপাধ্যায়৷ উত্তমের পরিবারের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন সুচিত্রা সেনও৷ ছবিটি উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের বৌভাতের অনুষ্ঠানে৷ সেদিন নববধূ ছিলেন উত্তমের নিজের পছন্দ করে ঘরে আনা বউমা সুমনা চট্টোপাধ্যায়৷
একটি বিবাহ অনুষ্ঠানে সপরিবার উত্তম কুমার৷ রয়েছেন স্ত্রী গৌরী দেবী, পুত্র গৌতম ও তরুণ জায়া সুব্রতা চট্টোপাধ্যায়৷ উত্তমের পরিবারের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন সুচিত্রা সেনও৷ ছবিটি উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের বৌভাতের অনুষ্ঠানে৷ সেদিন নববধূ ছিলেন উত্তমের নিজের পছন্দ করে ঘরে আনা বউমা সুমনা চট্টোপাধ্যায়৷
advertisement
11/12
শ্বশুর উত্তম পরেছিলেন পাঞ্জাবি এবং ময়ূরপুচ্ছ ধূতি৷ তবে, শাড়ি নয়, প্রিয় উতুর ছেলের বিয়েতে মেখলা পরে গিয়েছিলেন রমাদেবী৷ অনুষ্ঠান বাড়িতে পৌঁছেই নাকি বলেছিলেন, ‘কই আমার হিরো কোথায়?’ (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)
শ্বশুর উত্তম পরেছিলেন পাঞ্জাবি এবং ময়ূরপুচ্ছ ধূতি৷ তবে, শাড়ি নয়, প্রিয় উতুর ছেলের বিয়েতে মেখলা পরে গিয়েছিলেন রমাদেবী৷ অনুষ্ঠান বাড়িতে পৌঁছেই নাকি বলেছিলেন, ‘কই আমার হিরো কোথায়?’ (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)
advertisement
12/12
নববধূর হাতে উপহার তুলে দিয়ে সুচিত্রা বলেছিলেন, ‘শ্বশুরমশাইকে শক্ত করে ধরে রেখো৷’ তবে শোনা যায়, সেদিনের অনুষ্ঠান বাড়িতে আর পাঁচজনের মতো নিমন্ত্রণ খাননি সুচিত্রা৷ কিন্তু, উত্তম-সুচিত্রা একে অপরকে দেখা মাত্রই আনন্দ আলিঙ্গন করেছিলেন৷ যে আলিঙ্গন সে সময় রুপোলি পর্দায় ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল৷ (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)
নববধূর হাতে উপহার তুলে দিয়ে সুচিত্রা বলেছিলেন, ‘শ্বশুরমশাইকে শক্ত করে ধরে রেখো৷’ তবে শোনা যায়, সেদিনের অনুষ্ঠান বাড়িতে আর পাঁচজনের মতো নিমন্ত্রণ খাননি সুচিত্রা৷ কিন্তু, উত্তম-সুচিত্রা একে অপরকে দেখা মাত্রই আনন্দ আলিঙ্গন করেছিলেন৷ যে আলিঙ্গন সে সময় রুপোলি পর্দায় ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল৷ (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)
advertisement
advertisement
advertisement