Suchitra Sen | Uttam Kumar: বিয়ের বাড়িতে স্ত্রী গৌরীর সঙ্গে উত্তম কুমার, একই ফ্রেমে সুচিত্রা সেনও, কোথায় তোলা হয়েছিল এমন ছবি? দেখুন পুরনো অ্যালবাম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়ই পুরনো ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী রাইমা সেন৷ কখনও সেই ছবিতে থাকেন তাঁর দিদিমা সুচিত্রা সেন, তো কখনও মা মুনমুন সেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একটি বিবাহ অনুষ্ঠানে সপরিবার উত্তম কুমার৷ রয়েছেন স্ত্রী গৌরী দেবী, পুত্র গৌতম ও তরুণ জায়া সুব্রতা চট্টোপাধ্যায়৷ উত্তমের পরিবারের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন সুচিত্রা সেনও৷ ছবিটি উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের বৌভাতের অনুষ্ঠানে৷ সেদিন নববধূ ছিলেন উত্তমের নিজের পছন্দ করে ঘরে আনা বউমা সুমনা চট্টোপাধ্যায়৷
advertisement
advertisement
নববধূর হাতে উপহার তুলে দিয়ে সুচিত্রা বলেছিলেন, ‘শ্বশুরমশাইকে শক্ত করে ধরে রেখো৷’ তবে শোনা যায়, সেদিনের অনুষ্ঠান বাড়িতে আর পাঁচজনের মতো নিমন্ত্রণ খাননি সুচিত্রা৷ কিন্তু, উত্তম-সুচিত্রা একে অপরকে দেখা মাত্রই আনন্দ আলিঙ্গন করেছিলেন৷ যে আলিঙ্গন সে সময় রুপোলি পর্দায় ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল৷ (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)