Soch: প্রশংসিত 'সোচ'! ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালনায় পর্দায় ফের জয়া শীল!

Last Updated:
Soch: ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত"সোচ" সপ্তম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। নন্দনে অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্টিভ্যাল।
1/5
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত"সোচ" সপ্তম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। নন্দনে অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্টিভ্যাল।
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত"সোচ" সপ্তম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। নন্দনে অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্টিভ্যাল।
advertisement
2/5
  "সোচ" ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া শীল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায় এবং শর্মিলা সেন।
"সোচ" ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া শীল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায় এবং শর্মিলা সেন।
advertisement
3/5
  জয়া শীল ঘোষকে নৃত্যশিল্পী হিসেবেই ছবিতে দেখা যাচ্ছে। ছবিতে সমাজের একটি দিক তুলে ধরা হয়েছে।
জয়া শীল ঘোষকে নৃত্যশিল্পী হিসেবেই ছবিতে দেখা যাচ্ছে। ছবিতে সমাজের একটি দিক তুলে ধরা হয়েছে।
advertisement
4/5
   "সোচ" অনেক নারীর নিত্যদিনের গল্প বয়ে নিয়ে যাচ্ছে।   ইন্দিরা ধর মুখোপাধ্যায় জানান, "সোচ সকলের প্রশংসা পাচ্ছে, বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি মনোনীত হয়েছে তাতে আমি আপ্লুত। জয়া দি, সাহেব দা এদের ছাড়া কোনও কিছুই সম্ভব হত না। সোচ আরও এগিয়ে যাক, ভালবাসা পাক এটাই চাই। আমার ছবি দ্যা গ্রিন উইন্ডোতেও জয়াদি অভিনয় করেছেন। তিনি অসাধারণ নৃত্যশিল্পী এবং অভিনেত্রী।"
"সোচ" অনেক নারীর নিত্যদিনের গল্প বয়ে নিয়ে যাচ্ছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় জানান, "সোচ সকলের প্রশংসা পাচ্ছে, বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি মনোনীত হয়েছে তাতে আমি আপ্লুত। জয়া দি, সাহেব দা এদের ছাড়া কোনও কিছুই সম্ভব হত না। সোচ আরও এগিয়ে যাক, ভালবাসা পাক এটাই চাই। আমার ছবি দ্যা গ্রিন উইন্ডোতেও জয়াদি অভিনয় করেছেন। তিনি অসাধারণ নৃত্যশিল্পী এবং অভিনেত্রী।"
advertisement
5/5
ছবিতে মিউজিক করেছেন বিক্রম ঘোষ এবং সম্পাদনা করেছেন শুভ্র রায়।
ছবিতে মিউজিক করেছেন বিক্রম ঘোষ এবং সম্পাদনা করেছেন শুভ্র রায়।
advertisement
advertisement
advertisement