Shweta Tiwari: স্নানঘরে খোলমেলা পোশাকে ২ সন্তানের মা! ৪২-এর শ্বেতার লাস্যে কুপোকাত অনুরাগীরা

Last Updated:
Shweta Tiwari: 'কসৌটি জিন্দেগি কে'-র হাত ধরে আসে প্রথম সাফল্য। তার পর আর পিছনে ফিরে তাকাননি শ্বেতা তিওয়ারি।
1/5
ছিমছাম শাড়ি, মানানইসই গয়না, সিঁথিতে সিঁদুর, টেলিভিশনে বেশিরভাগ সময়ে এ ভাবেই ধরা দিয়েছেন তিনি। 'কসৌটি জিন্দেগি কে'-র হাত ধরে আসে প্রথম সাফল্য। তার পর আর পিছনে ফিরে তাকাননি শ্বেতা তিওয়ারি।
ছিমছাম শাড়ি, মানানইসই গয়না, সিঁথিতে সিঁদুর, টেলিভিশনে বেশিরভাগ সময়ে এ ভাবেই ধরা দিয়েছেন তিনি। 'কসৌটি জিন্দেগি কে'-র হাত ধরে আসে প্রথম সাফল্য। তার পর আর পিছনে ফিরে তাকাননি শ্বেতা তিওয়ারি।
advertisement
2/5
দু'দশক ধরে রাজত্ব চালাচ্ছেন শ্বেতা। বয়স ৪২। কিন্তু অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই। ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক পোস্ট তাঁরই প্রমাণ।
দু'দশক ধরে রাজত্ব চালাচ্ছেন শ্বেতা। বয়স ৪২। কিন্তু অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই। ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক পোস্ট তাঁরই প্রমাণ।
advertisement
3/5
বেইজ রঙের খোলামেলা পোশাকে তাক লাগালেন শ্বেতা। এক বিলাসবহুল স্নানঘরে লেন্সবন্দি অভিনেত্রী। কখনও বেসিনের উপর বসে, কখনও আবার শাওয়ারে জলকেলি।
বেইজ রঙের খোলামেলা পোশাকে তাক লাগালেন শ্বেতা। এক বিলাসবহুল স্নানঘরে লেন্সবন্দি অভিনেত্রী। কখনও বেসিনের উপর বসে, কখনও আবার শাওয়ারে জলকেলি।
advertisement
4/5
দুই সন্তানের মা শ্বেতার এ হেন সাজগোজে মুগ্ধ নেটিজেনরা। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
দুই সন্তানের মা শ্বেতার এ হেন সাজগোজে মুগ্ধ নেটিজেনরা। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
advertisement
5/5
মেদহীন ছিপছিপে চেহারা বজায় রাখতে কঠিন ডায়েট মেনে চলেন শ্বেতা। তার সঙ্গেই চলে শরীরচর্চা। কাজ এবং পরিবার নিয়ে আপাতত সময় কাটছে অভিনেত্রী।
মেদহীন ছিপছিপে চেহারা বজায় রাখতে কঠিন ডায়েট মেনে চলেন শ্বেতা। তার সঙ্গেই চলে শরীরচর্চা। কাজ এবং পরিবার নিয়ে আপাতত সময় কাটছে অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement