Shah Rukh Khan Birthday: শাহরুখের সঙ্গেই সারা দিন-রাত, জন্মদিনও একই দিনে! পূজা দাদলানি, নামটা তো শুনেছেন? কে ইনি জানেন?

Last Updated:
Shah Rukh Khan Birthday: শাহরুখ খান যেখানেই যান, সর্বক্ষণ তাঁর পাশে দেখা মেলে পূজা দাদলানির। জন্মদিনও একদিনে, ২ নভেম্বর। শাহরুখের ছায়াসঙ্গী এই মহিলা কে জানেন?
1/10
শাহরুখ খান যেখানেই যান, সর্বক্ষণ তাঁর পাশে দেখা মেলে পূজার। অভিনেতার শিডিউল ম্যানেজ করা ছাড়াও পূজার কাজ দিগন্ত বিস্তৃত। কিং খানের ব্যবসার দিকও তিনিই সামলান, যার মধ্যে আইনি জটিলতাও পড়ে।
শাহরুখ খান যেখানেই যান, সর্বক্ষণ তাঁর পাশে দেখা মেলে পূজার। অভিনেতার শিডিউল ম্যানেজ করা ছাড়াও পূজার কাজ দিগন্ত বিস্তৃত। কিং খানের ব্যবসার দিকও তিনিই সামলান, যার মধ্যে আইনি জটিলতাও পড়ে।
advertisement
2/10
একই দিনে জন্মদিন। পড়াশোনাও করেছেন একই বিষয় নিয়ে। ১২-১৩ বছর ধরে কাজ করছেন শাহরুখ খানের সঙ্গে। রবিবার, ২ নভেম্বর শাহরুখের নতুন ছবির একাধিক প্রোমো সকাল থেকে শেয়ার করে চলেছেন।
একই দিনে জন্মদিন। পড়াশোনাও করেছেন একই বিষয় নিয়ে। ১২-১৩ বছর ধরে কাজ করছেন শাহরুখ খানের সঙ্গে। রবিবার, ২ নভেম্বর শাহরুখের নতুন ছবির একাধিক প্রোমো সকাল থেকে শেয়ার করে চলেছেন।
advertisement
3/10
তবে ম্যানেজার নন, পূজা দাদলানিকে খান পরিবারের সদস্যই মনে করেন বলিউডের বাদশা, কিং, শাহরুখ খান।
তবে ম্যানেজার নন, পূজা দাদলানিকে খান পরিবারের সদস্যই মনে করেন বলিউডের বাদশা, কিং, শাহরুখ খান।
advertisement
4/10
শাহরুখ খানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেনা দল, 'কলকাতা নাইট রাইডার্স' থেকে প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট', সবটাই দেখাশোনা করার দায়িত্ব রয়েছে এই পূজা দাদলানির উপরেই।
শাহরুখ খানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেনা দল, 'কলকাতা নাইট রাইডার্স' থেকে প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট', সবটাই দেখাশোনা করার দায়িত্ব রয়েছে এই পূজা দাদলানির উপরেই।
advertisement
5/10
ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত তারকা ম্যানেজারদের অন্যতম পূজা দাদলানি। শোনা যায়, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ থেকে ৫০ কোটি।
ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত তারকা ম্যানেজারদের অন্যতম পূজা দাদলানি। শোনা যায়, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ থেকে ৫০ কোটি।
advertisement
6/10
বলিউড কিংয়ের কেরিয়ারের তত্ত্বাবধানে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে এই বিপুল পারিশ্রমিক সামঞ্জস্যপূর্ণ বটে।
বলিউড কিংয়ের কেরিয়ারের তত্ত্বাবধানে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে এই বিপুল পারিশ্রমিক সামঞ্জস্যপূর্ণ বটে।
advertisement
7/10
পূজা দাদলানির স্বামী হিতেশ গুরনানি। তিনি 'লিস্টা জুয়েলস'-এর ডিরেক্টর। তাঁদের এক মেয়ে, রেইনা।
পূজা দাদলানির স্বামী হিতেশ গুরনানি। তিনি 'লিস্টা জুয়েলস'-এর ডিরেক্টর। তাঁদের এক মেয়ে, রেইনা।
advertisement
8/10
মুম্বইয়ের ধনীদের বাসস্থান বান্দ্রার এক কোটি টাকার অট্টালিকায় বাস করেন তাঁরা।
মুম্বইয়ের ধনীদের বাসস্থান বান্দ্রার এক কোটি টাকার অট্টালিকায় বাস করেন তাঁরা।
advertisement
9/10
শাহরুখকে ম্যানেজার পূজার বাড়ি নিজে হাতে ডিজাইন করে দিয়েছেন গৌরী খান।
শাহরুখকে ম্যানেজার পূজার বাড়ি নিজে হাতে ডিজাইন করে দিয়েছেন গৌরী খান।
advertisement
10/10
অনবরত পরামর্শ দেওয়ার জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও পান পূজা। বছরে ৭ থেকে ৯ কোটি টাকা আয় করেন তিনি। জানা যায়, পূজার উপরে সম্পূর্ণ ভাবে নির্ভর করেন শাহরুখ। তাই তাঁর ছবি মুক্তির তারিখ, প্রেক্ষাগৃহ সংক্রান্ত বিষয়ও পূজা দেখাশোনা করেন।
অনবরত পরামর্শ দেওয়ার জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও পান পূজা। বছরে ৭ থেকে ৯ কোটি টাকা আয় করেন তিনি। জানা যায়, পূজার উপরে সম্পূর্ণ ভাবে নির্ভর করেন শাহরুখ। তাই তাঁর ছবি মুক্তির তারিখ, প্রেক্ষাগৃহ সংক্রান্ত বিষয়ও পূজা দেখাশোনা করেন।
advertisement
advertisement
advertisement