Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! খবর পেয়েই তড়িঘড়ি বাঁকুড়ায় ছুটে এলেন সায়ন্তিকা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ায়৷ ওন্দা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারল অপর একটি চলন্ত মালগাড়ি৷ খবর পেয়েই রবিবার ঘটনাস্থলে পৌঁছে গেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ায়৷ ওন্দা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারল অপর একটি চলন্ত মালগাড়ি৷ দুই ট্রেনের সংঘর্ষের জেরে চলন্ত মালগাড়ির ইঞ্জিন অপর একটি মালগাড়ির উপরে উঠে পড়ে৷ খবর পেয়েই রবিবার ঘটনাস্থলে পৌঁছে গেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
বেশ অনেকদিন ধরেই টলিউড থেকে কিছুটা সরে নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন সায়ন্তিকা৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দেন৷ বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে টিকিট পান তিনি, তবে পরাজিত হন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে৷ হেরে গিয়ে বাঁকুড়ার মানুষের পাশে রয়েছেন তিনি৷ এখনও নিয়মিত বাঁকুড়ায় গিয়ে সকলের সুবিধা-অসুবিধা দেখেন৷ ট্রেন দুর্ঘটনার খবর পেয়েও ছুটে এলেন নায়িকা৷