Saurav Das-Darshana Banik Wedding: বধূবরণের পর দর্শনাকে যা করলেন সৌরভের মা! ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়

Last Updated:
বিয়ে প্রতি মুহূর্তের নানা ছবি ভিডিও শেয়ার করে নিয়েছেন দর্শনা-সৌরভ। বধূবরণের ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী।
1/7
সদ্য বিয়ে সেরেছেন দর্শনা ও সৌরভ! তাঁদের জমকালো বিয়ের ছবি ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া! নজর কেড়েছে দর্শনার গায়ে হলুদ থেকে বিয়ে ও বউ ভাতের সাজ!
সদ্য বিয়ে সেরেছেন দর্শনা ও সৌরভ! তাঁদের জমকালো বিয়ের ছবি ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া! নজর কেড়েছে দর্শনার গায়ে হলুদ থেকে বিয়ে ও বউ ভাতের সাজ!
advertisement
2/7
টলিউডের অনেকেই তাঁদের বিয়েতে শামিল হয়েছিলেন। এমনকী উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও! বিয়ে থেকে গায়ে হলুদ, ভাত কাপড় সবেতেই একেবারে সুপারহিট সৌরভ ও দর্শনা!
টলিউডের অনেকেই তাঁদের বিয়েতে শামিল হয়েছিলেন। এমনকী উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও! বিয়ে থেকে গায়ে হলুদ, ভাত কাপড় সবেতেই একেবারে সুপারহিট সৌরভ ও দর্শনা!
advertisement
3/7
১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
advertisement
4/7
স্বামী সৌরভের সঙ্গে শনিবার ভিন্টেজ রোলস রয়্যালসে করে দর্শনার শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল।
স্বামী সৌরভের সঙ্গে শনিবার ভিন্টেজ রোলস রয়্যালসে করে দর্শনার শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল।
advertisement
5/7
তবে শুধু এই ভিডিও নয়। দর্শনা-সৌরভের ভাত কাপড়ের অনুষ্ঠানে অভিনেত্রীর পা ছুঁয়ে চমক দেন সৌরভও। স্ত্রীকে সম্মান জানানোর জন্য দর্শনার পা ছুঁয়ে প্রণাম করেন তিনি।
তবে শুধু এই ভিডিও নয়। দর্শনা-সৌরভের ভাত কাপড়ের অনুষ্ঠানে অভিনেত্রীর পা ছুঁয়ে চমক দেন সৌরভও। স্ত্রীকে সম্মান জানানোর জন্য দর্শনার পা ছুঁয়ে প্রণাম করেন তিনি।
advertisement
6/7
বিয়ে প্রতি মুহূর্তের নানা ছবি ভিডিও শেয়ার করে নিয়েছেন দর্শনা-সৌরভ। আজ বধূবরণের ভিডিও শেয়ার করে নেন তিনি। সেখানে দেখা যায় দুধে-আলতায় পা ডুবিয়ে গৃহপ্রবেশ হচ্ছে দর্শনার। ফুলের বৃষ্টিতে ভিজে যাচ্ছে তারকা দম্পতির মাথা।
বিয়ে প্রতি মুহূর্তের নানা ছবি ভিডিও শেয়ার করে নিয়েছেন দর্শনা-সৌরভ। আজ বধূবরণের ভিডিও শেয়ার করে নেন তিনি। সেখানে দেখা যায় দুধে-আলতায় পা ডুবিয়ে গৃহপ্রবেশ হচ্ছে দর্শনার। ফুলের বৃষ্টিতে ভিজে যাচ্ছে তারকা দম্পতির মাথা।
advertisement
7/7
অন্যদিকে, বধূবরণের পর ঠিক কী কী হল সে ভিডিও শেয়ার করে নেন সৌরভ। সেখানে দেখা যায় আশীর্বাদের সময় স্নেহের চুম্বনে বউমাকে ভরিয়ে দিচ্ছেন সৌরভের মা।
অন্যদিকে, বধূবরণের পর ঠিক কী কী হল সে ভিডিও শেয়ার করে নেন সৌরভ। সেখানে দেখা যায় আশীর্বাদের সময় স্নেহের চুম্বনে বউমাকে ভরিয়ে দিচ্ছেন সৌরভের মা।
advertisement
advertisement
advertisement