Saurav Das-Darshana Banik Wedding: যেন দুই বন্ধুর বিয়ে! নিয়মনিষ্ঠার মাঝেই চলল খুনসুটি, দর্শনার হাত ধরে রইলেন সৌরভ

Last Updated:
Saurav Das-Darshana Banik Wedding: কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে সম্পন্ন হল সৌরভ-দর্শনার। সব নিয়মনিষ্ঠার মাঝেও নজর কাড়ল বর-কনের খুনসুটি।
1/5
শুধু যেন প্রেমিক-প্রেমিকা নয়। মিলন হল দুই বন্ধুর। সাতপাক ঘুরলেন সৌরভ দাস-দর্শনা বণিক।
শুধু যেন প্রেমিক-প্রেমিকা নয়। মিলন হল দুই বন্ধুর। সাতপাক ঘুরলেন সৌরভ দাস-দর্শনা বণিক।
advertisement
2/5
কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে সম্পন্ন হল সৌরভ-দর্শনার। সব নিয়মনিষ্ঠার মাঝেও নজর কাড়ল বর-কনের খুনসুটি।
কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে সম্পন্ন হল সৌরভ-দর্শনার। সব নিয়মনিষ্ঠার মাঝেও নজর কাড়ল বর-কনের খুনসুটি।
advertisement
3/5
কখনও পান পাতায় মুখ ঢেকে বলিউডি গানে, কখনও আবার বিয়ের মণ্ডপেই স্ত্রীর গালে চুমু এঁকে দিলেন সৌরভ।
কখনও পান পাতায় মুখ ঢেকে বলিউডি গানে, কখনও আবার বিয়ের মণ্ডপেই স্ত্রীর গালে চুমু এঁকে দিলেন সৌরভ।
advertisement
4/5
নতুন সংসার শুরুর পালা। সৌরভ এবং দর্শনার মুখে উজ্জ্বল হাসি। সারা জীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করে একে অপরের হাত ধরে রইলেন তাঁরা।
নতুন সংসার শুরুর পালা। সৌরভ এবং দর্শনার মুখে উজ্জ্বল হাসি। সারা জীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করে একে অপরের হাত ধরে রইলেন তাঁরা।
advertisement
5/5
প্রেমিক-প্রেমিকা থেকে এখন তাঁরা নবদম্পতি। সকলের সামনেই নির্দ্বিধায় স্ত্রীকে কাছে টেনে নিলেন সৌরভ। নবদম্পতির রসায়নে বুঁদ সকলেই।
প্রেমিক-প্রেমিকা থেকে এখন তাঁরা নবদম্পতি। সকলের সামনেই নির্দ্বিধায় স্ত্রীকে কাছে টেনে নিলেন সৌরভ। নবদম্পতির রসায়নে বুঁদ সকলেই।
advertisement
advertisement
advertisement