শ্বশুরের মৃত্যুতে রোশনির 'দ্বিতীয় বিয়ে' পিছিয়ে যায়, 'গোধূলি'র আইবুড়োতে কী মেনু

Last Updated:
রোশনিকে আইবুড়ো ভাত খাওয়ালেন 'গোধূলি আলাপ'-এর শিল্পীরা। ভাত, পোলাও, ডাল, বেগুনি, শুক্তো, ছানার কোফতা, পাতুরি, কষা মাংস, চাটনি, পায়েস, আইসক্রিম খেয়ে পেটপুজো করেছেন রোশনি।
1/10
বিয়ে হয়েছে ২০২১ সালে ১৩ অক্টোবর। খাতায় কলমে। কিন্তু লোক খাইয়ে, আচার অনুষ্ঠান মেনে, বেনারসি পরে বিয়ে করার মজাই আলাদা। আর সে আনন্দ থেকে বঞ্চিত হতে চাইলেন না রোশনি ভট্টাচার্য।
বিয়ে হয়েছে ২০২১ সালে ১৩ অক্টোবর। খাতায় কলমে। কিন্তু লোক খাইয়ে, আচার অনুষ্ঠান মেনে, বেনারসি পরে বিয়ে করার মজাই আলাদা। আর সে আনন্দ থেকে বঞ্চিত হতে চাইলেন না রোশনি ভট্টাচার্য।
advertisement
2/10
তাই 'বিয়ে ২.০'-র সিদ্ধান্ত। চলছে জোর প্রস্তুতি। শেষ মুহূর্তের তোড়জোড় যাকে বলে। ক্যাটারিং, ডেকরেটর, ভেনিউ, ফোটোগ্রাফি, ইত্যাদির ব্যবস্থাপনা নিয়ে প্রবল ব্যস্ত রোশনি এবং তাঁর স্বামী তূর্য্য সেন।
তাই 'বিয়ে ২.০'-র সিদ্ধান্ত। চলছে জোর প্রস্তুতি। শেষ মুহূর্তের তোড়জোড় যাকে বলে। ক্যাটারিং, ডেকরেটর, ভেনিউ, ফোটোগ্রাফি, ইত্যাদির ব্যবস্থাপনা নিয়ে প্রবল ব্যস্ত রোশনি এবং তাঁর স্বামী তূর্য্য সেন।
advertisement
3/10
গত বছর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী। ২০২১ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ে করবেন বলে স্থির করেছিলেন তাঁরা।
গত বছর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী। ২০২১ সালের ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক বিয়ে করবেন বলে স্থির করেছিলেন তাঁরা।
advertisement
4/10
কিন্তু পরিবারে নেমে আসে গভীর শোক। ছেলের আনুষ্ঠানিক বিয়ে দেখার আগেই প্রয়াত হন তূর্য্যর বাবা। আর শ্বশুরের মৃত্যুর পরেই রোশনির বিয়ে পিছিয়ে যায় এক বছর।
কিন্তু পরিবারে নেমে আসে গভীর শোক। ছেলের আনুষ্ঠানিক বিয়ে দেখার আগেই প্রয়াত হন তূর্য্যর বাবা। আর শ্বশুরের মৃত্যুর পরেই রোশনির বিয়ে পিছিয়ে যায় এক বছর।
advertisement
5/10
আগামী ৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন রোশনি আর তূর্য্য। ১০ তারিখ রিসেপশন। ঠিক তার পরেই দু'জনে মিলে থাইল্যান্ডে হানিমুনে চলে যাবেন।
আগামী ৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন রোশনি আর তূর্য্য। ১০ তারিখ রিসেপশন। ঠিক তার পরেই দু'জনে মিলে থাইল্যান্ডে হানিমুনে চলে যাবেন।
advertisement
6/10
খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বিরতি নেবেন রোশনি। বিয়ের জন্য তিনি লম্বা ছুটি নিতে চলেছেন। তাই আর দেরি না করে 'গোধূলি আলাপ'-এর শিল্পীরা এক বেলার মধ্যে তাড়াহুড়ো করে এই আইবুড়ো ভাতের আয়োজন করা হল।
খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বিরতি নেবেন রোশনি। বিয়ের জন্য তিনি লম্বা ছুটি নিতে চলেছেন। তাই আর দেরি না করে 'গোধূলি আলাপ'-এর শিল্পীরা এক বেলার মধ্যে তাড়াহুড়ো করে এই আইবুড়ো ভাতের আয়োজন করা হল।
advertisement
7/10
রোশনিকে আইবুড়ো ভাত খাওয়ালেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, সাহানা সেন, অর্পিতা মুখোপাধ্যায়, মৌ ভট্টাচার্য, সৃষ্টি পাণ্ডেরা।
রোশনিকে আইবুড়ো ভাত খাওয়ালেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, সাহানা সেন, অর্পিতা মুখোপাধ্যায়, মৌ ভট্টাচার্য, সৃষ্টি পাণ্ডেরা।
advertisement
8/10
কী ছিল মেনুতে? নিউজ18 বাংলাকে ভুরিভোজের তালিকা জানালেন রোশনি। ভাত, পোলাও, ডাল, বেগুনি, শুক্তো, ছানার কোফতা, পাতুরি, কষা মাংস, চাটনি, পায়েস, আইসক্রিম খেয়ে পেটপুজো করেছেন রোশনি। আইসক্রিম কিনে এনে খাইয়েছেন রোশনির 'কৌশিকদা'।
কী ছিল মেনুতে? নিউজ18 বাংলাকে ভুরিভোজের তালিকা জানালেন রোশনি। ভাত, পোলাও, ডাল, বেগুনি, শুক্তো, ছানার কোফতা, পাতুরি, কষা মাংস, চাটনি, পায়েস, আইসক্রিম খেয়ে পেটপুজো করেছেন রোশনি। আইসক্রিম কিনে এনে খাইয়েছেন রোশনির 'কৌশিকদা'।
advertisement
9/10
ভাস্বর সেই ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, 'রোশনির আইবুড়ো ভাত। আমার পার্টনার ইন ক্রাইম। দারুণ একটা বিয়ে হোক!' অগ্নি-রোহিনী অর্থাৎ খলনায়ক আর খলনায়িকার এই রসায়নের ছবির নেপথ্যে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির গান বেজে উঠল।
ভাস্বর সেই ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, 'রোশনির আইবুড়ো ভাত। আমার পার্টনার ইন ক্রাইম। দারুণ একটা বিয়ে হোক!' অগ্নি-রোহিনী অর্থাৎ খলনায়ক আর খলনায়িকার এই রসায়নের ছবির নেপথ্যে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির গান বেজে উঠল।
advertisement
10/10
ঠিক কদিন বাদেই বিয়ের সানাই বাজবে কলকাতা শহরেই। সমস্ত রীতি মেনে বিয়ে করবেন রোশনি-তূর্য্য।
ঠিক কদিন বাদেই বিয়ের সানাই বাজবে কলকাতা শহরেই। সমস্ত রীতি মেনে বিয়ে করবেন রোশনি-তূর্য্য।
advertisement
advertisement
advertisement