নজর কাড়ল বাংলা ছবির নতুন গোয়েন্দা আর তাঁর দল, প্রিমিয়ারে মন জয় করল ‘রাপ্পা রায় অ্যান্ড ফুল স্টপ ডট কম’

Last Updated:
Rappa Roy & Full Stop Dot Com Premiere: এই সিনেমায় নাম ভূমিকায় অর্থাৎ রাপ্পা রায়ের ভূমিকায় অভিনয়ে করে বিশেষ নজর কেড়েছেন অর্পণ ঘোষাল। একজন ফিল্ম স্টারের ভূমিকায় অভিনয় করেছেন অলিভিয়া সরকার।
1/14
বইয়ের পাতা থেকে চরিত্রকে ছবির পর্দায় ফুটে উঠতে বহুবার দেখা দিয়েছে। ফেলুদা থেকে বোমকেশ, শার্লক হোমসের মতো একাধিক গোয়েন্দা চরিত্রকে দেখা গিয়েছে বড় পর্দায়। এবার আরও একটি কমিক চরিত্র হয়ে উঠেছে জীবন্ত। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক সিরিজের উপর নির্ভর করে তৈরি হয়েছে ‘রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম’ ছবিটি। সম্প্রতি হয়ে গেল ছবির জমজজমাট প্রিমিয়ার ৷
বইয়ের পাতা থেকে চরিত্রকে ছবির পর্দায় ফুটে উঠতে বহুবার দেখা দিয়েছে। ফেলুদা থেকে বোমকেশ, শার্লক হোমসের মতো একাধিক গোয়েন্দা চরিত্রকে দেখা গিয়েছে বড় পর্দায়। এবার আরও একটি কমিক চরিত্র হয়ে উঠেছে জীবন্ত। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক সিরিজের উপর নির্ভর করে তৈরি হয়েছে ‘রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম’ ছবিটি। সম্প্রতি হয়ে গেল ছবির জমজজমাট প্রিমিয়ার ৷
advertisement
2/14
এই সিনেমায় নাম ভূমিকায় অর্থাৎ রাপ্পা রায়ের ভূমিকায় অভিনয়ে করে বিশেষ নজর কেড়েছেন অর্পণ ঘোষাল। সিনেমায় একজন ফিল্ম স্টারের ভূমিকায় অভিনয় করেছেন অলিভিয়া সরকার।
এই সিনেমায় নাম ভূমিকায় অর্থাৎ রাপ্পা রায়ের ভূমিকায় অভিনয়ে করে বিশেষ নজর কেড়েছেন অর্পণ ঘোষাল। সিনেমায় একজন ফিল্ম স্টারের ভূমিকায় অভিনয় করেছেন অলিভিয়া সরকার।
advertisement
3/14
সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক গল্প ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর পাতা থেকে রাপ্পা রায় উঠে আসছেন বড়পর্দায়।
সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক গল্প ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর পাতা থেকে রাপ্পা রায় উঠে আসছেন বড়পর্দায়।
advertisement
4/14
গত মাসে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেলেও ডিসেম্বরের প্রথম শুক্রবারে মাত্র একটি বাংলা ছবি ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ মুক্তি পেয়েছে।
গত মাসে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেলেও ডিসেম্বরের প্রথম শুক্রবারে মাত্র একটি বাংলা ছবি ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ মুক্তি পেয়েছে।
advertisement
5/14
অভিনয় করেছেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, সৌরভ দাস, অলিভিয়া সরকার, সব্যসাচী চৌধুরী ও অর্পণ রায়। গুরুত্বপূর্ণ এক ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, সুজন নীল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। যদিও প্রথমে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল সৌম্য মুখোপাধ্যায়ের। একমাস শুটিং করে বাদ পড়েন সৌম্য। সেই জায়গায় আসেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অর্পণ রায়।
অভিনয় করেছেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, সৌরভ দাস, অলিভিয়া সরকার, সব্যসাচী চৌধুরী ও অর্পণ রায়। গুরুত্বপূর্ণ এক ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, সুজন নীল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। যদিও প্রথমে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল সৌম্য মুখোপাধ্যায়ের। একমাস শুটিং করে বাদ পড়েন সৌম্য। সেই জায়গায় আসেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অর্পণ রায়।
advertisement
6/14
ছোটদের এক বিখ্যাত বাংলা পত্রিকায় সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাপ্পা রায় বহু বছর ধরে পাঠকের মন জয় করেছে। তৈরি করেছে বাংলা সাহিত্যের গোয়েন্দাদের ভিড়ে স্বতন্ত্র এক জায়গা। আর সেটাই এই ছবির আসল চ্যালেঞ্জ।
ছোটদের এক বিখ্যাত বাংলা পত্রিকায় সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাপ্পা রায় বহু বছর ধরে পাঠকের মন জয় করেছে। তৈরি করেছে বাংলা সাহিত্যের গোয়েন্দাদের ভিড়ে স্বতন্ত্র এক জায়গা। আর সেটাই এই ছবির আসল চ্যালেঞ্জ।
advertisement
7/14
অর্পণ ঘোষাল
অর্পণ ঘোষাল
advertisement
8/14
অলিভিয়া সরকার
অলিভিয়া সরকার
advertisement
9/14
পরিচালক ও প্রযোজক ধীমান বর্মন
পরিচালক ও প্রযোজক ধীমান বর্মন
advertisement
10/14
দেবাশীষ রায়
দেবাশীষ রায়
advertisement
11/14
সব্যসাচী চৌধুরী
সব্যসাচী চৌধুরী
advertisement
12/14
সমীধ মুখোপাধ্যায়
সমীধ মুখোপাধ্যায়
advertisement
13/14
দেবলীনা দত্ত
দেবলীনা দত্ত
advertisement
14/14
রানা বসু ঠাকুর
রানা বসু ঠাকুর
advertisement
advertisement
advertisement