Raj Chakraborty-Subhashree Ganguly: 'এত যে টাকা দিলাম...'! রাজকে অচিরেই বলে উঠলেন শুভশ্রী, তা হলে কি বিবাদের শুরু

Last Updated:
Raj Chakraborty-Subhashree Ganguly: অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ থামিয়ে রাখেননি শুভশ্রী। রাজের সঙ্গে পাল্লা দিয়ে 'আবার প্রলয়'-এর প্রচারে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি একটি র‍্যাপিড ফায়ার রাউন্ডও খেলেন তারকা-দম্পতি।
1/6
মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই তিন থেকে চার হতে চলেছেন তাঁরা। আপাতত তারই অপেক্ষায় হবু মা। স্ত্রীর যত্নে কোনও ত্রুটি রাখছেন না রাজ চক্রবর্তীও।
মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই তিন থেকে চার হতে চলেছেন তাঁরা। আপাতত তারই অপেক্ষায় হবু মা। স্ত্রীর যত্নে কোনও ত্রুটি রাখছেন না রাজ চক্রবর্তীও।
advertisement
2/6
অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ থামিয়ে রাখেননি শুভশ্রী। রাজের সঙ্গে পাল্লা দিয়ে 'আবার প্রলয়'-এর প্রচারে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি একটি র‍্যাপিড ফায়ার রাউন্ডও খেলেন তারকা-দম্পতি।
অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ থামিয়ে রাখেননি শুভশ্রী। রাজের সঙ্গে পাল্লা দিয়ে 'আবার প্রলয়'-এর প্রচারে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি একটি র‍্যাপিড ফায়ার রাউন্ডও খেলেন তারকা-দম্পতি।
advertisement
3/6
রাজকে প্রশ্ন করা হয়, স্ত্রী না প্রযোজক, কোন ক্ষেত্রে এগিয়ে শুভশ্রী? একটুও সময় না নিয়েই রাজের স্বতঃস্ফূর্ত উত্তর, "স্ত্রী হিসাবে অবশ্যই।"
রাজকে প্রশ্ন করা হয়, স্ত্রী না প্রযোজক, কোন ক্ষেত্রে এগিয়ে শুভশ্রী? একটুও সময় না নিয়েই রাজের স্বতঃস্ফূর্ত উত্তর, "স্ত্রী হিসাবে অবশ্যই।"
advertisement
4/6
স্বামীর উত্তরে মুগ্ধ শুভশ্রী। কিন্তু মুহূর্তেই পাল্টা প্রশ্ন করেন, "আর প্রোডিউসার হিসাবে? এত টাকা যে দিলাম। সেই বানাব, এই বানাব, ওই বানাব, তাই বানাব।"
স্বামীর উত্তরে মুগ্ধ শুভশ্রী। কিন্তু মুহূর্তেই পাল্টা প্রশ্ন করেন, "আর প্রোডিউসার হিসাবে? এত টাকা যে দিলাম। সেই বানাব, এই বানাব, ওই বানাব, তাই বানাব।"
advertisement
5/6
শুভশ্রীকে তাঁর কথা শেষ না করতে দিয়েই নিজের যুক্তি দিলেন রাজ। আরও একবার স্ত্রীর প্রশংসা করে বললেন, "প্রোডিউসার আমি সহজে পেয়ে যাব। কিন্তু তোমার মতো বউ পাওয়া কঠিন।"
শুভশ্রীকে তাঁর কথা শেষ না করতে দিয়েই নিজের যুক্তি দিলেন রাজ। আরও একবার স্ত্রীর প্রশংসা করে বললেন, "প্রোডিউসার আমি সহজে পেয়ে যাব। কিন্তু তোমার মতো বউ পাওয়া কঠিন।"
advertisement
6/6
স্বামীর কথা শুনে হাসি আটকাতে পারেননি শুভশ্রী। দু'জনের খুনসুটিতে বুঁদ অনুরাগীরাও।
স্বামীর কথা শুনে হাসি আটকাতে পারেননি শুভশ্রী। দু'জনের খুনসুটিতে বুঁদ অনুরাগীরাও।
advertisement
advertisement
advertisement