Prosenjit Chatterjee: 'দই-শশা' নয়, খিচুড়ি, লুচিও নয়...! সরস্বতী পুজোর সন্ধ্যায় কিনা 'এইসব' খেলেন প্রসেনজিৎ? দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদের!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
ষাট বছরেও নিজেকে তিরিশের তরুণ রাখা প্রসেনজিতের সিক্রেট নিয়ে টলিপাড়ায় কান পাতা দায়। অনুরাগীদের অনেকেরই দাবি, শুধুই নাকি দই-শসা খেয়ে ৬০ বছরে ৩০ মনে হয় প্রসেনজিৎকে। যদিও একথা অস্বীকার করেছেন খোদ প্রসেনজিৎ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসেনজিৎকে ফুচকা খেতে দেখে চোখ কপালে নেটিজেনদের। এক ব্যক্তি লিখেছেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফুচকাও খান’। অন্য এক নেটিজেন লেখেন, ‘বুম্বা দা.. বাঙালি যুবকদের ঈর্ষা.. ৬০ এও চির তরুণ.. আপনি সত্যিই ফুচকা খেয়েছেন কিনা জানিনা তবে খেলে আমরা বেজায় খুশি’। সবমিলিয়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বাংলার সুপারস্টারের ফুচকা খাওয়ার মজাদার ছবি।
advertisement