প্রসেনজিৎকে ফুচকা খেতে দেখে চোখ কপালে নেটিজেনদের। এক ব্যক্তি লিখেছেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফুচকাও খান’। অন্য এক নেটিজেন লেখেন, ‘বুম্বা দা.. বাঙালি যুবকদের ঈর্ষা.. ৬০ এও চির তরুণ.. আপনি সত্যিই ফুচকা খেয়েছেন কিনা জানিনা তবে খেলে আমরা বেজায় খুশি’। সবমিলিয়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বাংলার সুপারস্টারের ফুচকা খাওয়ার মজাদার ছবি।