Priyanka Chopra: বাজেয়াপ্ত করা হয় জিনস, বাড়ির গাড়িতেই যাতায়াত! প্রিয়াঙ্কার উপর কেন এত বিধিনিষেধ

Last Updated:
Priyanka Chopra: এ হেন স্বাধীনচেতা অভিনেত্রীর উপরও 'ফতোয়া' জারি করেছিলেন তাঁর বাবা অশোক চোপড়া? অতীতের সেই গল্পই ফের মনে করলেন প্রিয়াঙ্কা।
1/5
নিজের শর্তে বাঁচেন তিনি। বলিউডের গণ্ডি পার করে হলিউডে পা রেখেছিলেন কয়েক বছর আগে। বর্তমানে ভিনদেশেও দেদার রাজত্ব চালাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু জানেন কি, এ হেন স্বাধীনচেতা অভিনেত্রীর উপরও 'ফতোয়া' জারি করেছিলেন তাঁর বাবা অশোক চোপড়া? অতীতের সেই গল্পই ফের মনে করলেন প্রিয়াঙ্কা।
নিজের শর্তে বাঁচেন তিনি। বলিউডের গণ্ডি পার করে হলিউডে পা রেখেছিলেন কয়েক বছর আগে। বর্তমানে ভিনদেশেও দেদার রাজত্ব চালাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু জানেন কি, এ হেন স্বাধীনচেতা অভিনেত্রীর উপরও 'ফতোয়া' জারি করেছিলেন তাঁর বাবা অশোক চোপড়া? অতীতের সেই গল্পই ফের মনে করলেন প্রিয়াঙ্কা।
advertisement
2/5
আমেরিকা থেকে পড়াশোনা করে চার বছর পর দেশ ফিরেছিলেন প্রিয়াঙ্কা। মেয়ের পরিবর্তিত চেহারা দেখে খানিক চিন্তায় পড়েছিলেন অশোক। প্রিয়াঙ্কা জানান, সেই সময়ে অনেক ছেলেই অভিনেত্রীর সান্নিধ্য পেতে চেয়ে তাঁর বাড়ি পর্যন্ত চলে আসত।
আমেরিকা থেকে পড়াশোনা করে চার বছর পর দেশ ফিরেছিলেন প্রিয়াঙ্কা। মেয়ের পরিবর্তিত চেহারা দেখে খানিক চিন্তায় পড়েছিলেন অশোক। প্রিয়াঙ্কা জানান, সেই সময়ে অনেক ছেলেই অভিনেত্রীর সান্নিধ্য পেতে চেয়ে তাঁর বাড়ি পর্যন্ত চলে আসত।
advertisement
3/5
প্রিয়াঙ্কা জানান, একবার একটি ছেলে তাঁকে দেখার জন্য বাড়ির ব্যালকনিতে উঠে আসে। ১৬ বছর বয়সী মেয়ের সুরক্ষার জন্য তিনি ব্যালকনিতে বার বসিয়ে দেন প্রিয়াঙ্কার বাবা। শুধু তাই নয়, অভিনেত্রীর জিনসও 'বাজেয়াপ্ত' করেন তিনি।
প্রিয়াঙ্কা জানান, একবার একটি ছেলে তাঁকে দেখার জন্য বাড়ির ব্যালকনিতে উঠে আসে। ১৬ বছর বয়সী মেয়ের সুরক্ষার জন্য তিনি ব্যালকনিতে বার বসিয়ে দেন প্রিয়াঙ্কার বাবা। শুধু তাই নয়, অভিনেত্রীর জিনসও 'বাজেয়াপ্ত' করেন তিনি।
advertisement
4/5
শুধু তাই নয়। মেয়েকে একা বাইরে ছাড়তেও নিরাপদ বোধ করতেন না তিনি। বাড়ির গাড়িতেই  তাই যাতায়াত করতে হত প্রিয়াঙ্কাকে। এর পরেই মডেলিং জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। তার পর বলিউড। পেশাগত ক্ষেত্রের পরিধি বড় হতে থাকে ক্রমশ।
শুধু তাই নয়। মেয়েকে একা বাইরে ছাড়তেও নিরাপদ বোধ করতেন না তিনি। বাড়ির গাড়িতেই তাই যাতায়াত করতে হত প্রিয়াঙ্কাকে। এর পরেই মডেলিং জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। তার পর বলিউড। পেশাগত ক্ষেত্রের পরিধি বড় হতে থাকে ক্রমশ।
advertisement
5/5
জীবনের প্রতি পদক্ষেপেই বাবাকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার জীবনে তাঁর বাবার অবদান কতটা, তা নিয়ে আগাগোড়াই কথা বলেছেন তিনি।
জীবনের প্রতি পদক্ষেপেই বাবাকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার জীবনে তাঁর বাবার অবদান কতটা, তা নিয়ে আগাগোড়াই কথা বলেছেন তিনি।
advertisement
advertisement
advertisement