এই প্রথম দীপাবলী কাটালেন স্বামী নিক জোনাসের সঙ্গে (Nick Jonas) ৷ তাই এ বারের আলোর উৎসব প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কাছে ছিল ‘স্পেশাল’৷
2/ 10
লস অ্যাঞ্জেলসে তাঁদের দীপাবলি উদযাপনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন (Nick Jonas and Priyanka Chopra celebrate Diwali together )৷ অনুরাগীরা তাঁদের ছবি দেখে উচ্ছ্বসিত৷
3/ 10
ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‘আমাদের বাড়িতে আমাদের একসঙ্গে কাটানো প্রথম দীপাবলি৷ এটা আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে থাকবে৷’’
4/ 10
যাঁরা এই সন্ধ্যা তাঁদের কাছে ‘বিশেষ’ করে তুলেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জনিয়েছেন প্রিয়াঙ্কা৷ পোস্টে স্বামী নিক জোনাসের প্রতি ভালবাসাও জানিয়েছেন তিনি৷
5/ 10
ঝলমলে সাজগোজ করে দীপাবলি উৎসব পালনের পাশাপাশি এদিন লক্ষ্মীপুজোও করেন নিক ও প্রিয়াঙ্কা৷
6/ 10
দিওয়ালি পার্টির উচ্ছ্বাস ও হুল্লোড় সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিক৷ ভারতীয় ঐতিহ্য এবং উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন অর্ধাঙ্গিনীকে৷
7/ 10
প্রিয়াঙ্কা এবং নিক দু’জনেই সেজেছিলেন সনাতনী ভারতীয় পোশাকে৷ হলুদ শাড়িতে প্রিয়াঙ্কা এবং সাদা পায়জামা পাঞ্জাবীতে নিককে মানিয়েছিলও বেশ৷ বলছেন অনুরাগীরা৷
8/ 10
তারকা দম্পতির নিষ্ঠাপূর্ণ আয়োজনের সারল্যভার রূপ মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের৷
9/ 10
সব রীতি মেনেই এদিন লক্ষ্মীপুজো করেন নিক এবং প্রিয়াঙ্কা৷
10/ 10
নিক-প্রিয়াঙ্কার উদযাপনের ছবি আরও উজ্জ্বল করে তুলেছে অনুরাগীদের আলোর উৎসব৷
Nick Jonas and Priyanka Chopra celebrate Diwali : পঞ্চপ্রদীপে নিষ্ঠাপূর্ণ আরতির পাশাপাশি ফুলডোরে বাঁধা ঝুলনায় দীপাবলি নিক-প্রিয়াঙ্কার
লস অ্যাঞ্জেলসে তাঁদের দীপাবলি উদযাপনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন (Nick Jonas and Priyanka Chopra celebrate Diwali together )৷ অনুরাগীরা তাঁদের ছবি দেখে উচ্ছ্বসিত৷
Nick Jonas and Priyanka Chopra celebrate Diwali : পঞ্চপ্রদীপে নিষ্ঠাপূর্ণ আরতির পাশাপাশি ফুলডোরে বাঁধা ঝুলনায় দীপাবলি নিক-প্রিয়াঙ্কার
দিওয়ালি পার্টির উচ্ছ্বাস ও হুল্লোড় সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিক৷ ভারতীয় ঐতিহ্য এবং উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন অর্ধাঙ্গিনীকে৷
Nick Jonas and Priyanka Chopra celebrate Diwali : পঞ্চপ্রদীপে নিষ্ঠাপূর্ণ আরতির পাশাপাশি ফুলডোরে বাঁধা ঝুলনায় দীপাবলি নিক-প্রিয়াঙ্কার
প্রিয়াঙ্কা এবং নিক দু’জনেই সেজেছিলেন সনাতনী ভারতীয় পোশাকে৷ হলুদ শাড়িতে প্রিয়াঙ্কা এবং সাদা পায়জামা পাঞ্জাবীতে নিককে মানিয়েছিলও বেশ৷ বলছেন অনুরাগীরা৷