'বিয়ে' করতে চলেছেন সম্রাট আর কথা? বছরের শুরুতেই বড় ধামাকা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে 'আকাশ কুসুম'। সান বাংলায় আসছে এই নতুন এই মেগা।
কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে 'আকাশ কুসুম'। সান বাংলায় আসছে এই নতুন এই মেগা। ধারাবাহিকের নায়িকা ছোটপর্দার পরিচিত মুখ।
advertisement
তিনি আর কেউ নিন কথা চক্রবর্তী। তাঁকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে গঙ্গার চরিত্রে দেখা গিয়েছিল। নতুন সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ডালি।
advertisement
তাঁর সঙ্গে এই মেগাতে দেখা যাবে আরও এক অতন্ত্য পরিচিত অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। ‘আকাশ কুসুম’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।
advertisement
গ্রেস্কেল এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের সৌমেন হালদার পরিচালিত এই মেগায় দেখা যাবে মুখোপাধ্যায় পরিবারের পরিচারিকার কাজ করত ডালির মা ঝর্ণা। মিথ্যে অপবাদে তাঁকে জেলে যেতে হয়। তখন ঝর্ণা ডালিকে মুখোপাধ্যায় বাড়ির সকলের খেয়াল রাখতে বলে। ফলে সেখানেই বড় হয় ডালি।
advertisement
অন্যদিকে পর্দার রক্তিম দেববর্মন অর্থাৎ অভিনেতা সম্রাট এখানে ষড়যন্ত্র করে ডালিকে বিয়ে করে মুখোপাধ্যায় পরিবারের সর্বনাশ করতে চায়।
advertisement