'বিয়ে' করতে চলেছেন সম্রাট আর কথা? বছরের শুরুতেই বড় ধামাকা

Last Updated:
কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে 'আকাশ কুসুম'। সান বাংলায় আসছে এই নতুন এই মেগা।
1/6
কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে 'আকাশ কুসুম'। সান বাংলায় আসছে এই নতুন এই মেগা। ধারাবাহিকের নায়িকা ছোটপর্দার পরিচিত মুখ।
কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে 'আকাশ কুসুম'। সান বাংলায় আসছে এই নতুন এই মেগা। ধারাবাহিকের নায়িকা ছোটপর্দার পরিচিত মুখ।
advertisement
2/6
তিনি আর কেউ নিন কথা চক্রবর্তী। তাঁকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে গঙ্গার চরিত্রে দেখা গিয়েছিল। নতুন সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ডালি।
তিনি আর কেউ নিন কথা চক্রবর্তী। তাঁকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে গঙ্গার চরিত্রে দেখা গিয়েছিল। নতুন সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ডালি।
advertisement
3/6
তাঁর সঙ্গে এই মেগাতে দেখা যাবে আরও এক অতন্ত্য পরিচিত অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। ‘আকাশ কুসুম’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।
তাঁর সঙ্গে এই মেগাতে দেখা যাবে আরও এক অতন্ত্য পরিচিত অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। ‘আকাশ কুসুম’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।
advertisement
4/6
গ্রেস্কেল এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের সৌমেন হালদার পরিচালিত এই মেগায় দেখা যাবে মুখোপাধ্যায় পরিবারের পরিচারিকার কাজ করত ডালির মা ঝর্ণা। মিথ্যে অপবাদে তাঁকে জেলে যেতে হয়। তখন ঝর্ণা ডালিকে মুখোপাধ্যায় বাড়ির সকলের খেয়াল রাখতে বলে। ফলে সেখানেই বড় হয় ডালি।
গ্রেস্কেল এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের সৌমেন হালদার পরিচালিত এই মেগায় দেখা যাবে মুখোপাধ্যায় পরিবারের পরিচারিকার কাজ করত ডালির মা ঝর্ণা। মিথ্যে অপবাদে তাঁকে জেলে যেতে হয়। তখন ঝর্ণা ডালিকে মুখোপাধ্যায় বাড়ির সকলের খেয়াল রাখতে বলে। ফলে সেখানেই বড় হয় ডালি।
advertisement
5/6
অন্যদিকে পর্দার রক্তিম দেববর্মন অর্থাৎ অভিনেতা সম্রাট এখানে ষড়যন্ত্র করে ডালিকে বিয়ে করে মুখোপাধ্যায় পরিবারের সর্বনাশ করতে চায়।
অন্যদিকে পর্দার রক্তিম দেববর্মন অর্থাৎ অভিনেতা সম্রাট এখানে ষড়যন্ত্র করে ডালিকে বিয়ে করে মুখোপাধ্যায় পরিবারের সর্বনাশ করতে চায়।
advertisement
6/6
ডালি কি পারবে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে ? তাঁর সঙ্গে রক্তিমের সম্পর্কের কী পরিণতি হবে? সব প্রশ্নের উত্তর মিলবে সান বাংলার ‘আকাশ কুসুম’-এ।
ডালি কি পারবে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে ? তাঁর সঙ্গে রক্তিমের সম্পর্কের কী পরিণতি হবে? সব প্রশ্নের উত্তর মিলবে সান বাংলার ‘আকাশ কুসুম’-এ।
advertisement
advertisement
advertisement