North 24 Parganas News: প্রেয়সীর গালে হাত তুলতেই তুলকালাম, দলবল নিয়ে প্রেমিকের ঘরে চড়াও প্রেমিকার পরিবার! ভয়ে সিঁটিয়ে প্রেমিকের বাবা-মা

Last Updated:

North 24 Parganas News: প্রেমিকাকে চড় মারার অভিযোগে প্রেমিকের বাড়িতে ভাঙচুর। অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।

ঘরের তছনছ অবস্থা
ঘরের তছনছ অবস্থা
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া: প্রেমিকাকে চড় মারার অভিযোগে প্রেমিকের বাড়িতে ভাঙচুর। অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল এলাকা। জানা গিয়েছে, রাগের বসে নাকি প্রেমিকাকে চড় মারেন প্রেমিক। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
অন্যদিকে ঘটনার কথা প্রেমিকার পরিবারে সদস্যরা জানতে পেরে প্রেমিকের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। প্রেমিকের পরিবারের লোকেদের মারধর করা হয় এবং বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার পাঁচপোতা এলাকার ঘটনা।
advertisement
advertisement
এই ঘটনায় ইতিমধ্যে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে প্রেমিকের পরিবার। পরিবারের সদস্যদের দাবি, তাঁরা আতঙ্কে আছেন। সামান্য কারণে প্রেমিকার পরিবার যেভাবে আক্রমণ করেছে, তাতে রীতিমতো অবাক গিয়েছেন আশপাশের মানুষজন। অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।
advertisement
প্রেমিকের বাবার অভিযোগ, প্রেমিকার সঙ্গে তাঁর ছেলের বর্তমানে সম্পর্কজনিত সমস্যা চলছিল। তার মধ্যেই পিকনিকে ডাকা হয় তাঁর ছেলেকে। সেখানেই কথা কাটাকাটি থেকে অশান্তি। আর সেই কারণেই প্রেমিকের বাড়িতে ভাঙচুর চালিয়েছে প্রেমিকার পরিবার, এমনটাই অভিযোগ করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: প্রেয়সীর গালে হাত তুলতেই তুলকালাম, দলবল নিয়ে প্রেমিকের ঘরে চড়াও প্রেমিকার পরিবার! ভয়ে সিঁটিয়ে প্রেমিকের বাবা-মা
Next Article
advertisement
Mahakal Temple at Siliguri: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে? শিল্যান্যাস করে জানালেন মমতা
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে?
  • শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী৷

  • বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে এই মন্দিরে৷

  • ১৭.৪ একর জমির উপরে গড়ে উঠবে মহাকাল মহাতীর্থ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement