Mouni Ray Marriage:এই মাসেই বিয়ে 'নাগিন' নায়িকা মৌনী রায়-এর,কোথায় বিয়ের আসর? কারা নিমন্ত্রিত?জানুন অনুষ্ঠানের সমস্ত খুঁটিনাটি

Last Updated:
এবার সাতপাকে বাঁধতে চলেছেন বাঙালি কন্যা ও বলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়! দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ার-এর সঙ্গে এই মাসেই গাটছড়া বাঁধতে চলেছেন মৌনী
1/6
বলিউডে বিয়ের মরশুম চলছে! ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, ভিকি জৈন- অঙ্কিতা লোখান্ডে, রাজকুমার রাও- পত্রলেখার পর এবার সাতপাকে বাঁধতে চলেছেন বাঙালি কন্যা ও বলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়! দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ার-এর সঙ্গে এই মাসেই গাটছড়া বাঁধতে চলেছেন মৌনী।
বলিউডে বিয়ের মরশুম চলছে! ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, ভিকি জৈন- অঙ্কিতা লোখান্ডে, রাজকুমার রাও- পত্রলেখার পর এবার সাতপাকে বাঁধতে চলেছেন বাঙালি কন্যা ও বলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়! দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ার-এর সঙ্গে এই মাসেই গাটছড়া বাঁধতে চলেছেন মৌনী।
advertisement
2/6
সুরজ নাম্বিয়ার পেশায় উদ্যোগপতি, থাকেন দুবাইতে। শোনা যাচ্ছে, গোয়ায় বসবে মৌনী আর সুরজের হেভিওয়েট বিয়ের আসর।
সুরজ নাম্বিয়ার পেশায় উদ্যোগপতি, থাকেন দুবাইতে। শোনা যাচ্ছে, গোয়ায় বসবে মৌনী আর সুরজের হেভিওয়েট বিয়ের আসর।
advertisement
3/6
সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৭ জানুয়ারি বিয়ে করছেন মৌনী আর সুরজ। দুবাই থেকে ইতিমধ্যেই উড়ে এসেছেন মিঞা-বিবি, এখন জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।
সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৭ জানুয়ারি বিয়ে করছেন মৌনী আর সুরজ। দুবাই থেকে ইতিমধ্যেই উড়ে এসেছেন মিঞা-বিবি, এখন জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।
advertisement
4/6
মৌনী আর সুরজের বিয়ের আসর বসবে গোয়ার বিলাসবহুল রিসর্ট ‘W’-এ! ভ্যাগাটর বিচের কাছে অবস্থিত এই রিসর্ট সেলেবদের ভারী পছন্দের! সমুদ্রসৈকতে, খোলা আকাশের নীচে, পাম গাছের মধ্যে সাজানো হবে ছাদনাতলা!
মৌনী আর সুরজের বিয়ের আসর বসবে গোয়ার বিলাসবহুল রিসর্ট ‘W’-এ! ভ্যাগাটর বিচের কাছে অবস্থিত এই রিসর্ট সেলেবদের ভারী পছন্দের! সমুদ্রসৈকতে, খোলা আকাশের নীচে, পাম গাছের মধ্যে সাজানো হবে ছাদনাতলা!
advertisement
5/6
বিয়ের অতিথি তালিকায় কে আছেন? কে নেই? শোনা যাচ্ছে, গোয়ায় নিমন্ত্রিত মৌনীর প্রিয় বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়, প্রযোজক একতা কাপুর, করণ জোহর, মণীষ মালহোত্রা, থাকবেন মৌনীর কাছের বন্ধু আশকা গোরাডিয়া, মন্দীরাও বেদিও।
বিয়ের অতিথি তালিকায় কে আছেন? কে নেই? শোনা যাচ্ছে, গোয়ায় নিমন্ত্রিত মৌনীর প্রিয় বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়, প্রযোজক একতা কাপুর, করণ জোহর, মণীষ মালহোত্রা, থাকবেন মৌনীর কাছের বন্ধু আশকা গোরাডিয়া, মন্দীরাও বেদিও।
advertisement
6/6
বিয়ের পর থাকবে নাচা-গানার আয়োজন, ইতিমধ্যেই 'নাগিন' তারকা শুরু করেছেন রিহার্সাল। বিয়ের থিম রং সাদা। ওইদিন সকলেই সাজবেন সাদা রংয়ের পোশাকে।
বিয়ের পর থাকবে নাচা-গানার আয়োজন, ইতিমধ্যেই 'নাগিন' তারকা শুরু করেছেন রিহার্সাল। বিয়ের থিম রং সাদা। ওইদিন সকলেই সাজবেন সাদা রংয়ের পোশাকে।
advertisement
advertisement
advertisement