সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৭ জানুয়ারি বিয়ে করছেন মৌনী আর সুরজ। দুবাই থেকে ইতিমধ্যেই উড়ে এসেছেন মিঞা-বিবি, এখন জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।
4/ 6
মৌনী আর সুরজের বিয়ের আসর বসবে গোয়ার বিলাসবহুল রিসর্ট ‘W’-এ! ভ্যাগাটর বিচের কাছে অবস্থিত এই রিসর্ট সেলেবদের ভারী পছন্দের! সমুদ্রসৈকতে, খোলা আকাশের নীচে, পাম গাছের মধ্যে সাজানো হবে ছাদনাতলা!