Aamir Khan's brother Faisal Khan: 'ভিলেন' দাদা আমির! আটকে রেখে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ, অকালে হারালেন 'মেলা'র নায়ক

Last Updated:
Aamir Khan's brother Faisal Khan: ফয়জল পরিচিতি পেয়েছিলেন 'মেলা'র হাত ধরে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি ফয়জলের সঙ্গে অভিনয় করেছিলেন দাদা আমির। সেই ছবি যদিও বক্স অফিসে সফল হয়নি।
1/7
তাঁর বাবা নামী প্রযোজক, দাদা বলিউডের প্রথম সারির অভিনেতা। এ হেন ব্যক্তির সফল অভিনেতা হয়ে ওঠার পথটা বেশ মসৃণ হওয়ারই কথা ছিল। কিন্তু জীবনের অঙ্ক মিলল না। অকালেই বিস্মৃতির অতলে হারিয়ে গেলেন তিনি। অভিনেতা ফয়জল খান। আমির খানের ভাই।
তাঁর বাবা নামী প্রযোজক, দাদা বলিউডের প্রথম সারির অভিনেতা। এ হেন ব্যক্তির সফল অভিনেতা হয়ে ওঠার পথটা বেশ মসৃণ হওয়ারই কথা ছিল। কিন্তু জীবনের অঙ্ক মিলল না। অকালেই বিস্মৃতির অতলে হারিয়ে গেলেন তিনি। অভিনেতা ফয়জল খান। আমির খানের ভাই।
advertisement
2/7
ফয়জল পরিচিতি পেয়েছিলেন 'মেলা'র হাত ধরে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি ফয়জলের সঙ্গে অভিনয় করেছিলেন দাদা আমির। সেই ছবি যদিও বক্স অফিসে সফল হয়নি। ফলে ফয়জলের কেরিয়ারের অভিমুখও রাতারাতি ঘুরে সাফল্যের পথে এগোয়নি।
ফয়জল পরিচিতি পেয়েছিলেন 'মেলা'র হাত ধরে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি ফয়জলের সঙ্গে অভিনয় করেছিলেন দাদা আমির। সেই ছবি যদিও বক্স অফিসে সফল হয়নি। ফলে ফয়জলের কেরিয়ারের অভিমুখও রাতারাতি ঘুরে সাফল্যের পথে এগোয়নি।
advertisement
3/7
ফয়জল কেরিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। পরবর্তীতে বাবা তাহির হুসেনের প্রযোজনায় ১৯৯৪ সালে 'মাদহোস' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু সেই ছবি দর্শক-মনে ছাপ ফেলতে পারেনি। এর পর ছ'বছর পর্দা থেকে দূরে ছিলেন ফয়জল। এর পরেই 'মেলা'র হাত ধরে প্রত্যাবর্তন তাঁর।
ফয়জল কেরিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। পরবর্তীতে বাবা তাহির হুসেনের প্রযোজনায় ১৯৯৪ সালে 'মাদহোস' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু সেই ছবি দর্শক-মনে ছাপ ফেলতে পারেনি। এর পর ছ'বছর পর্দা থেকে দূরে ছিলেন ফয়জল। এর পরেই 'মেলা'র হাত ধরে প্রত্যাবর্তন তাঁর।
advertisement
4/7
'মেলা'র পরেও একাধিক ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন আমিরের ভাই। কাজ করেছেন টেলিভিশনেও। কিন্তু কোনও কিছুতেই আসেনি কাঙ্ক্ষিত সাফল্য।
'মেলা'র পরেও একাধিক ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন আমিরের ভাই। কাজ করেছেন টেলিভিশনেও। কিন্তু কোনও কিছুতেই আসেনি কাঙ্ক্ষিত সাফল্য।
advertisement
5/7
ব্যক্তিজীবনেও একাধিক ওঠাপড়া দেখেছেন ফয়জল। কয়েক বছর আগে আমির এবং পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন আমিরের ভাই। ফয়জলের অভিযোগ, তাঁর পরিবারের সদস্যরা তাঁকে গৃহবন্দি করে রেখেছিলেন। তাঁদের মনে হয়েছিল, ফয়জল মানসিক ভাবে অসুস্থ।
ব্যক্তিজীবনেও একাধিক ওঠাপড়া দেখেছেন ফয়জল। কয়েক বছর আগে আমির এবং পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন আমিরের ভাই। ফয়জলের অভিযোগ, তাঁর পরিবারের সদস্যরা তাঁকে গৃহবন্দি করে রেখেছিলেন। তাঁদের মনে হয়েছিল, ফয়জল মানসিক ভাবে অসুস্থ।
advertisement
6/7
পরিবারের বিরুদ্ধে আইনি পথেও হেঁটেছিলেন ফয়জল। অভিযোগ, দিনের পর দিন নাকি আমির তাঁকে গৃহবন্দি করে রেখেছিলেন। ভাইকে নাকি ভুল ওষুধও খাইয়ে ছিলেন তিনি।
পরিবারের বিরুদ্ধে আইনি পথেও হেঁটেছিলেন ফয়জল। অভিযোগ, দিনের পর দিন নাকি আমির তাঁকে গৃহবন্দি করে রেখেছিলেন। ভাইকে নাকি ভুল ওষুধও খাইয়ে ছিলেন তিনি।
advertisement
7/7
এক সাক্ষাৎকারে ফয়জল বলেছিলেন, আমিরকে তিনি কখনওই ক্ষমা করবেন না। অতীতের ক্ষত এখনও রয়ে গিয়েছে তাঁর মনে। আপাতত পর্দা থেকে দূরেই ফয়জল। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে ফয়জল বলেছিলেন, আমিরকে তিনি কখনওই ক্ষমা করবেন না। অতীতের ক্ষত এখনও রয়ে গিয়েছে তাঁর মনে। আপাতত পর্দা থেকে দূরেই ফয়জল। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement