প্রেম করছেন অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলে, চিনে নিন তাঁকে

Last Updated:
1/9
ঠিকই শুনছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলে প্রেম করছেন ৷ আসুন জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছে ৷ জানা যাক অর্পিতার এই ছেলের জীবনের আসল গল্প ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
ঠিকই শুনছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের ছেলে প্রেম করছেন ৷ আসুন জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছে ৷ জানা যাক অর্পিতার এই ছেলের জীবনের আসল গল্প ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
advertisement
2/9
এই তো গত বছরের ডিসেম্বরে দিল্লি থেকে কলকাতায় এসে থাকতে শুরু করেছেন তিনি ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
এই তো গত বছরের ডিসেম্বরে দিল্লি থেকে কলকাতায় এসে থাকতে শুরু করেছেন তিনি ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
advertisement
3/9
আদি বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় ৷ সেখান থেকে এক্কেবারে ছোটবেলাতেই দিল্লিতে পাড়ি দেওয়া ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
আদি বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় ৷ সেখান থেকে এক্কেবারে ছোটবেলাতেই দিল্লিতে পাড়ি দেওয়া ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
advertisement
4/9
রক্তেই রয়েছে সংস্কৃতি চর্চা ৷ আর তাই ছোট থেকে  তাঁরও  স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
রক্তেই রয়েছে সংস্কৃতি চর্চা ৷ আর তাই ছোট থেকে তাঁরও স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
advertisement
5/9
সেই কারণে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক হয়েই অভিনয় জগতে এসে পড়া ৷ এর আগে নিয়ম করে থিয়েটারে অভিনয় করে গিয়েছেন তিনি ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
সেই কারণে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক হয়েই অভিনয় জগতে এসে পড়া ৷ এর আগে নিয়ম করে থিয়েটারে অভিনয় করে গিয়েছেন তিনি ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
advertisement
6/9
এর আগে কাজ করেছেন ‘গুমরাহ’তে ৷ তারপর ‘আবার বসন্তবিলাপ’ ছবিতে এক্কেবারে নায়কের চরিত্রে দেখা গিয়েছে  তাঁকে ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
এর আগে কাজ করেছেন ‘গুমরাহ’তে ৷ তারপর ‘আবার বসন্তবিলাপ’ ছবিতে এক্কেবারে নায়কের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ ছবি: অনুভব কাঞ্জিলালের ফেসবুক হ্যান্ডেলের সৌজন্যে ৷
advertisement
7/9
এবার তিনি অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন ছেলে ৷ পরিচালক অর্জুন দত্ত’র ছবি ‘অব্যক্ত’তে অর্পিতার ছেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ নাম অনুভব কাঞ্জিলাল ৷ ছবি: অ্যাডভার্ব ৷
এবার তিনি অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের অনস্ক্রিন ছেলে ৷ পরিচালক অর্জুন দত্ত’র ছবি ‘অব্যক্ত’তে অর্পিতার ছেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ নাম অনুভব কাঞ্জিলাল ৷ ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
8/9
২৩ বছরের অনুভব জানিয়েছেন, অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল ৷ আর তাঁর সঙ্গে এক ফ্রেম শেয়ার করাটা ঠিক যেন স্বপ্নের মতো ৷ ছবি: অ্যাডভার্ব ৷
২৩ বছরের অনুভব জানিয়েছেন, অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল ৷ আর তাঁর সঙ্গে এক ফ্রেম শেয়ার করাটা ঠিক যেন স্বপ্নের মতো ৷ ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
9/9
ছবিতে অনুভবের লাভ ইন্টরেস্ট হিসেবে দেখা যাবে অভিনেত্রী খেয়া চট্টোপাধ্যায়কে ৷ অর্থাৎ এই ছবিতে অনুভবের অনস্ক্রিন গার্লফ্রেন্ড হলেন ‘খেয়া’৷ আর ‘অব্যক্ত’তে খেয়ার সঙ্গেই প্রেম করতে দেখা যাবে অর্পিতার অনস্ক্রিন ছেলে অনুভবকে ৷ ছবি: অ্যাডভার্ব ৷
ছবিতে অনুভবের লাভ ইন্টরেস্ট হিসেবে দেখা যাবে অভিনেত্রী খেয়া চট্টোপাধ্যায়কে ৷ অর্থাৎ এই ছবিতে অনুভবের অনস্ক্রিন গার্লফ্রেন্ড হলেন ‘খেয়া’৷ আর ‘অব্যক্ত’তে খেয়ার সঙ্গেই প্রেম করতে দেখা যাবে অর্পিতার অনস্ক্রিন ছেলে অনুভবকে ৷ ছবি: অ্যাডভার্ব ৷
advertisement
advertisement
advertisement