War 2 Movie: হৃতিকের নতুন সঙ্গী কি এবার কিয়ারা? 'ওয়ার ২'-নিয়ে জল্পনা তুঙ্গে বি-টাউনে

Last Updated:
War 2 Movie: দীর্ঘদিন ধরেই হৃতিকের নায়িকার খোঁজ চলছিল৷ এবার শোনা যাচ্ছে সেই জায়গায় দেখা যাবে কিয়ারাকে৷ 'ওয়ার ২' -তে হৃতিকের বিপরীতে দেখা যাবে নায়িকাকে৷
1/6
হৃতিক রোশনের ব্লকব্লাস্টার ছবি 'ওয়ার' -এর সিক্যুয়েল 'ওয়ার ২' নিয়ে চর্চা চলছে জোরকদমে৷  অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে নায়িকার খোজ অনেকদিন ধরেই চলছিল৷
হৃতিক রোশনের ব্লকব্লাস্টার ছবি 'ওয়ার' -এর সিক্যুয়েল 'ওয়ার ২' নিয়ে চর্চা চলছে জোরকদমে৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে নায়িকার খোজ অনেকদিন ধরেই চলছিল৷
advertisement
2/6
এবার সূত্রের খবর, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে পা গলাতে চলেছেন কিয়ারা আদবানি৷ বলিউডের অন্দরে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে৷
এবার সূত্রের খবর, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে পা গলাতে চলেছেন কিয়ারা আদবানি৷ বলিউডের অন্দরে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে৷
advertisement
3/6
দীর্ঘদিন ধরেই হৃতিকের নায়িকার খোঁজ চলছিল৷ এবার শোনা যাচ্ছে সেই জায়গায় দেখা যাবে  কিয়ারাকে৷ 'ওয়ার ২' -তে হৃতিকের বিপরীতে দেখা যাবে নায়িকাকে৷
দীর্ঘদিন ধরেই হৃতিকের নায়িকার খোঁজ চলছিল৷ এবার শোনা যাচ্ছে সেই জায়গায় দেখা যাবে কিয়ারাকে৷ 'ওয়ার ২' -তে হৃতিকের বিপরীতে দেখা যাবে নায়িকাকে৷
advertisement
4/6
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত অ্যাকশন স্পাই ড্রামায় হৃতিকের সঙ্গে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরকে৷ এবার নাম জুড়ল বলিউড নায়িকা কিয়ারা আদবানির৷
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত অ্যাকশন স্পাই ড্রামায় হৃতিকের সঙ্গে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরকে৷ এবার নাম জুড়ল বলিউড নায়িকা কিয়ারা আদবানির৷
advertisement
5/6
 'ওয়ার' -এর সিক্যুয়েল 'ওয়ার ২' -তে হৃতিক থাকলেও নায়িকা যে পরিবর্তন হবে তা বেশ কিছুদিন ধরেই টের পাওয়া যাচ্ছিল৷  'ওয়ার' -এর  বাণী কাপুরের পরিবর্তে 'ওয়ার ২' -তে কিয়ারার এন্ট্রি-তে ভক্তরা সকলেই খুশি৷
'ওয়ার' -এর সিক্যুয়েল 'ওয়ার ২' -তে হৃতিক থাকলেও নায়িকা যে পরিবর্তন হবে তা বেশ কিছুদিন ধরেই টের পাওয়া যাচ্ছিল৷ 'ওয়ার' -এর বাণী কাপুরের পরিবর্তে 'ওয়ার ২' -তে কিয়ারার এন্ট্রি-তে ভক্তরা সকলেই খুশি৷
advertisement
6/6
'ওয়ার ২'-তে কিয়ারাই যে থাকছেন তা নিয়ে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি৷ তবে কিয়ারার ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন৷ স্পাই ইউনিভার্সে কিয়ারার এন্ট্রি নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা৷
'ওয়ার ২'-তে কিয়ারাই যে থাকছেন তা নিয়ে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি৷ তবে কিয়ারার ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন৷ স্পাই ইউনিভার্সে কিয়ারার এন্ট্রি নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা৷
advertisement
advertisement
advertisement