কীর্তি সুরেশ এই প্রজন্মের এক জনপ্রিয় নাম। সিক্যুইনড শাড়িতে পারদ চড়ালেন অভিনেত্রী। সিক্যুইন শিয়ার শাড়ির সহ্গে ডিজাইনার ব্লাউজ। হট লুক পারদ চড়াচ্ছে। নীন প্রিন্টেড ব্লাউজের সঙ্গে প্রিন্টেড শাড়ি। সঙ্গে মানানসই গয়না বেছে নিয়েছেন কীর্তি। সাদা নেটের শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ। উষ্ণতা কেবলই বাড়ছে। রাফলড শাড়ি এখনও ফ্যাশনে ইন। সেই শাড়িটিও আত্মবিশ্বাসের সঙ্গে পরেছেন কীর্তি। একেবারে সাবেকি সাজ। সবুজ শাড়ি ও ব্লাউজের সঙ্গে চোকার পরেছেন কীর্তি। সাদা শাড়িতে এথনিক লুক। নজর ঘোরায় এমন সাধ্য কার। একেবারে সাবেকি সাজ। এই সাজে উজ্জ্বল লুক কীর্তির।