Money Making Tips: নারকেল চাষে রয়েছে প্রচুর লাভ, পাবেন সরকারি সাহায্যও!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Money Making Tips: নারকেল চাষ কম খরচে শুরু করা গেলেও এর লাভ অনেক বেশি। আধুনিক পদ্ধতি ও সঠিক যত্নে ফলন বাড়ে। সরকারও কৃষকদের ভর্তুকি ও সহায়তা দিচ্ছে, ফলে নারকেল চাষ আজ লাভজনক ব্যবসার অন্যতম পথ হয়ে উঠেছে।
নদিয়া : কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো নারকেল দিবস। আয়োজনে অংশ নেন রাজ্য সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার অধ্যাপকরা এবং কৃষি বিশেষজ্ঞরা। মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যে ক্রমশ হ্রাসমান নারকেল চাষের প্রবণতা ও তার প্রতিকার।
একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি বাড়ির উঠোনে দেখা যেত নারকেল গাছ। কিন্তু বর্তমানে সেই দৃশ্য বিরল। বিশেষজ্ঞদের মতে, নানা কারণে রাজ্যে নারকেল চাষের সংখ্যা ক্রমাগত কমছে। দক্ষিণ ভারতের মতো নারকেল বাগান এখন পশ্চিমবঙ্গে আর নেই বললেই চলে। এর পেছনে কেউ প্রযুক্তিগত উন্নতির প্রভাব, কেউ বা মোবাইল টাওয়ারের রেডিয়েশনকে দায়ী করছেন। ফলে নারকেল চাষ রক্ষা ও সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
এই প্রেক্ষিতে নারকেল উন্নয়ন পর্ষদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতি বছর এই পর্ষদ কৃষকদের মধ্যে নারকেল চারা বিতরণ করে থাকেন এবং বিভিন্ন কর্মশালা ও সচেতনতা শিবিরের মাধ্যমে কৃষকদের নারকেল চাষে উৎসাহিত করেন। মঙ্গলবারের অনুষ্ঠানে নারকেল গাছ প্রতিপালন, রক্ষণাবেক্ষণ ও এর বহুমুখী উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
advertisement
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের উদ্দেশে বলেন, নারকেল শুধুমাত্র খাদ্য ও পানীয় নয়, এর গাছ ও পাতা গ্রামীণ অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই কৃষকদের আরও বেশি করে নারকেল চাষে এগিয়ে আসা প্রয়োজন।
দিনভর চলা এই কর্মসূচি থেকে কৃষকদের কাছে বার্তা পৌঁছায়— সঠিক পরিচর্যা ও সচেতনতার মাধ্যমে আবারও রাজ্যে নারকেল গাছের সংখ্যা বৃদ্ধি সম্ভব। নারকেল উন্নয়ন পর্ষদ জানিয়েছে, আগামী দিনে তারা চারা বিতরণ কর্মসূচি আরও বিস্তৃত করবে, যাতে বাংলায় পুনরায় নারকেল চাষের ঐতিহ্য ফিরিয়ে আনা যায়।
advertisement
এদিন উপস্থিত থাকা কর্মকর্তাদের মধ্যে একজন জানান, নারকেল শুধু ফল হিসেবে বিক্রি নয় নারকেল চাষ করে উপকারিতা রয়েছে একাধিক। প্রথমত নারকেলের সম্পূর্ণ অংশটাই ভীষণ মূল্যবান। নারকেলের খোল দিয়ে কোকোপিট থেকে শুরু করে একাধিক সার ও অন্যান্য সামগ্রী তৈরি হয়ে থাকে। এরপর ভেতরের সাদা অংশটি দিয়ে ভার্জিন কোকোনাট অয়েল এছাড়াও নারকেলের দুধ চড়া দামে বিক্রি করতে পারবেন কৃষকেরা। যার গুণাবলীও রয়েছে ভীষণ। এছাড়াও বাড়ির গৃহস্থালির কাজকর্মের একাধিক জিনিসপত্র বানানো যায় নারকেল গাছের পাতা দিয়ে যার মধ্যে অন্যতম ঝাঁটা কিংবা বারণ।
advertisement
এছাড়াও উপস্থিত থাকা অন্য একজন কর্মকর্তা জানান, অনেক সময় কৃষকদের প্রশ্ন থাকে নারকেল চাষ করার জন্য সরকার থেকে প্রয়োজনীয় সার মিলবে কিনা। সরকার কৃষকদের কথা শুনেছে। বিভিন্ন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে সরাসরি টাকা হাতে পাবেন না তারা পাবেন প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। কৃষকদের জন্য ৪২ হাজার টাকা প্রতি হেক্টর বরাদ্দ রয়েছে নারকেল চাষের ক্ষেত্রে। অর্থাৎ বোঝানো হচ্ছে এখানে গাছ প্রতি 240 টাকা সাবসিটি গাছগুলিকে পরিচর্যা করার জন্য। তবে সেই টাকা প্রযোজ্য চারা গাছের জন্য নয় কমপক্ষে পাঁচ বছরের উর্ধ্বে যেই নারকেল গাছের বয়স সেই গাছের জন্যেই এই টাকা বরাদ্দ করা হয়েছে কৃষকদের জন্যে।
advertisement
এছাড়াও নারকেলের সামগ্রী উৎপাদনের বিভিন্ন কারখানা কেউ যদি খুলতে চান কারখানার আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ মেশিন ইত্যাদি সমস্ত খরচের ৫০ শতাংশ ও সর্বোচ্চ তিন লক্ষ টাকা এই নারকেল পরিষদের বোর্ড সেই খরচের ভার বহন করবেন বলেও জানান তারা।
মৈনাক দেবনাথ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 7:16 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: নারকেল চাষে রয়েছে প্রচুর লাভ, পাবেন সরকারি সাহায্যও!