Bangla News: কম খরচে রাজকীয় ছোঁয়া, বিয়ের জন্য আগেই করে রাখুন বুকিং! বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Bangla News: অনেকেই আছেন, যাঁরা নিজেদের বিয়েকে একটু অন্যরকম করে তুলতে চান। তাঁদের জন্য এই পরিষেবা হতে পারে অভিনব ভাবনা।
পালকিতে চড়ে বিয়ে করতে গিয়েছেন, এমন দৃশ্য আজকের দিনে খুব একটা দেখা যায় না। তবে একেবারেই যে অচল এই প্রথা, তা-ও নয়। গ্রামবাংলার নানা প্রান্তে এখনও রয়েছে এমন কিছু চিত্র, যা গল্প-কথার মতো মনে হলেও বাস্তবে দেখা যায়। আর তেমনই এক ঐতিহ্য হল পালকি। বিয়ের দিনে পালকিতে চড়ে বরের আগমন শুনতে অবিশ্বাস্য হলেও, আজও সম্ভব। তাও আবার কম খরচেই! তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
শুরু হতে চলেছে বিয়ের মরসুম। একের পর এক বিয়ের তারিখ ঘনিয়ে আসছে। আজকের দিনে অধিকাংশই নামীদামি গাড়িতে চেপে বিয়ে করতে যান। কিন্তু সেই আধুনিকতার ভিড়েও বাজারে ফিরে আসছে পুরোনো ঐতিহ্য। অনেকেই আছেন, যাঁরা নিজেদের বিয়েকে একটু অন্যরকম করে তুলতে চান। তাঁদের জন্য পালকি হতে পারে এক অভিনব মাধ্যম। তবে পালকি ভাড়া নিতে হলে আগে থেকেই বুকিং করে রাখা ভাল, নাহলে বিয়ের তারিখে আর পাওয়া নাও যেতে পারে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বাউরা গ্রামে আজও বেঁচে রয়েছে এই ঐতিহ্য। এখানে রয়েছেন মিহির ঘোষ নামের এক ব্যক্তি, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রেখেছেন পালকির ব্যবসা। আধুনিকতার ঢেউতেও তিনি ধরে রেখেছেন পুরোনো সংস্কৃতিকে। আজও তাঁর কাছে ভাড়া পাওয়া যায় পালকি, যা বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা হয়। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement