1/ 5


যত দিন এগোচ্ছে, ততই জমে উঠেছে বিগ বস এর খেলা। বেশ কিছু প্রতিযোগী ভাঙছেন বাড়ির নিয়ম। তাই বিগ বস, ক্যাপ্টেন কবিতা কৌশিককে কড়া ব্যবস্থা নিতে বলেন।
2/ 5


বাড়ির নিয়ম ভাঙার জন্য বিগ বস শাস্তি দেন। যাঁরা নিয়ম মানছেন না, বিগ বস তাঁদের জিনিস কবিতাকে নিয়ে নিতে বলেন।
3/ 5


এই সব জিনিস জায়েন্ট বক্সে রেখে আসতে বলেন বিগ বস। পবিত্রকে একটি চকোলেটের বার দিয়েছেন অ্যালি, এই খবর কবিতাকে দেন নিক্কি।
4/ 5


কবিতা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে অ্যালির জিনিস বিগ বস এর দেওয়া বাক্সে ফেলে দেন। এই নিয়ে কবিতা ও অ্যালির বিবাদ হয়।