Kanchan-Sreemoyee Wedding: '...ড্রাইভার, বর্ডিগার্ড প্রবেশ নিষেধ!' কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে এ কী লেখা! ছিঃ ছিঃ করছে সবাই...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: তবে বুধবারের অনুষ্ঠানে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড দেখে খেপে গিয়েছেন সবাই। বর ও কনের নামের সঙ্গে লেখা বিশেষ একটি নির্দেশ। ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। আর সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার রব।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এর আগেও শ্রীময়ী লেখেন, "আমরা খুব দুঃখিত । আমরা ৬ তারিখে কোনও প্রেস জার্নালিস্ট বন্ধুদের প্রবেশ করাচ্ছি না । কারণ অনেকের সঙ্গেই সুসম্পর্ক । সকলেই বলছেন কভার করব । তাই একজনকে আসতে অনুমতি দিলে আরেকজনের খারাপ লাগতে পারে । কাঞ্চন স্ট্রিক্টলি না বলে দিয়েছে । কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিয়ো, ছবি সব আমি তোমাদের পাঠাব 6 মার্চের পরে । তখন ইন্টারভিউও দেব । প্রতিশ্রুতি না রাখতে পারায় দুঃখিত ।"
advertisement