সেই পোস্টের পরই গোবিন্দার দিকেই আঙুল তুললেন প্রয়াত অভিনেতার পুত্র সরফরাজ।
একটি সংবাদমাধ্যমের কাছে কাদের খান পুত্র সরফরাজ় বলেছেন, ‘‘ প্লিজ গোবিন্দাকে এক বার জিজ্ঞেস করুন, ফাদার ফিগারের শরীর কেমন আছে, সে সম্পর্কে কত বার খোঁজ নিয়েছেন? এমনকী বাবা মারা যাওয়ার পরও একটা ফোন করার প্রয়োজন মনে করেননি! বলিটাউন এখন এরকমই হয়ে গিয়েছে! ভারতীয় চলচ্চিত্রে যাঁদের অবদান অনস্বীকার্য, তাঁদের প্রতিই ইন্ডাস্ট্রির লোকজনের মনে কোনও শ্রদ্ধা নেই ।’’
Photo Source: Instagram
সাক্ষাৎকারে সরফরাজ জানান, শেষের দিনগুলোতে কাদের খান কেবল বন্ধু অমিতাভ বচ্চনের কথাই বলতেন-- ‘‘এই ইন্ডাস্ট্রির বহু মানুষেরই খুব কাছের ছিলেন বাবা। তবে যে মানুষটাকে আমার বাবা সব থেকে বেশি ভালবাসতেন, তিনি অমিতাভ বচ্চন। আমিও বচ্চন সাবকে জানাতে চাই যে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা তাঁর কথাই বলে গিয়েছেন।’’
Photo Source: Collected