হোম » ছবি » বিনোদন » ' বাবা 'ফাদার ফিগার'? অথচ একবারও ফোন করে খোঁজ নিতেন ? ’ গোবিন্দাকে আক্রমণ কাদের পুত্রের

' বাবা 'ফাদার ফিগার'? অথচ একবারও ফোন করে খোঁজ নিতেন ? ’ গোবিন্দাকে আক্রমণ কাদের পুত্রের

  • Bangla Editor

  • 15

    ' বাবা 'ফাদার ফিগার'? অথচ একবারও ফোন করে খোঁজ নিতেন ? ’ গোবিন্দাকে আক্রমণ কাদের পুত্রের

    ২০১৯-এর প্রথম দিনেই বলিউডে নক্ষত্রপতন। চলে গেলেন অভিনেতা কাদের খান। প্রত্যাশিতভাবেই তাঁর মৃত্যুর খবরে তাঁকে নিয়ে ইনস্টাগ্রামে একটি লম্বা লেখা পোস্ট করেছিলেন তাঁর বহু ছবির দোসর গোবিন্দা। সে লেখায় কাদের খানকে শুধু ‘ওস্তাদ’-ই নয়, ‘ফাদার ফিগার’ বলেও অভিহিত করেন।
    Photo Source: Collected

    MORE
    GALLERIES

  • 25

    ' বাবা 'ফাদার ফিগার'? অথচ একবারও ফোন করে খোঁজ নিতেন ? ’ গোবিন্দাকে আক্রমণ কাদের পুত্রের

    সেই পোস্টের পরই গোবিন্দার দিকেই আঙুল তুললেন প্রয়াত অভিনেতার পুত্র সরফরাজ।
    একটি সংবাদমাধ্যমের কাছে কাদের খান পুত্র সরফরাজ় বলেছেন, ‘‘ প্লিজ গোবিন্দাকে এক বার জিজ্ঞেস করুন, ফাদার ফিগারের শরীর কেমন আছে, সে সম্পর্কে কত বার খোঁজ নিয়েছেন? এমনকী বাবা মারা যাওয়ার পরও একটা ফোন করার প্রয়োজন মনে করেননি! বলিটাউন এখন এরকমই হয়ে গিয়েছে! ভারতীয় চলচ্চিত্রে যাঁদের অবদান অনস্বীকার্য, তাঁদের প্রতিই ইন্ডাস্ট্রির লোকজনের মনে কোনও শ্রদ্ধা নেই ।’’
    Photo Source: Instagram

    MORE
    GALLERIES

  • 35

    ' বাবা 'ফাদার ফিগার'? অথচ একবারও ফোন করে খোঁজ নিতেন ? ’ গোবিন্দাকে আক্রমণ কাদের পুত্রের

    ‘হাসিনা মান জায়েগি’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘সাজন চলে শ্বশুরাল’, ‘কুলি নম্বর ওয়ান’-এর মতো বহু সুপার ডুপার হিট ছবিতে একসঙ্গে দেখা মিলেছে গোবিন্দা, কাদের জুটির।
    Photo Source: Collected

    MORE
    GALLERIES

  • 45

    ' বাবা 'ফাদার ফিগার'? অথচ একবারও ফোন করে খোঁজ নিতেন ? ’ গোবিন্দাকে আক্রমণ কাদের পুত্রের


    সুপ্রানিউক্লিয়ার পালসিতে আক্রান্ত ছিলেন কাদের খান৷ এই রোগে মানুষের স্মৃতিভ্রংশ হয়, হাঁটতে পারেন না,শরীরে ভারসাম্যও থাকে না৷ ২০১৫ সালে তাঁকে শেষবার দেখা যায় 'দিমাগ কা দহি' ছবিতে ৷ এরপরই কানাডায় চলে যান ছেলে সরফরাজের কাছে ৷
    Photo Source: News18Network

    MORE
    GALLERIES

  • 55

    ' বাবা 'ফাদার ফিগার'? অথচ একবারও ফোন করে খোঁজ নিতেন ? ’ গোবিন্দাকে আক্রমণ কাদের পুত্রের


    সাক্ষাৎকারে সরফরাজ জানান, শেষের দিনগুলোতে কাদের খান কেবল বন্ধু অমিতাভ বচ্চনের কথাই বলতেন-- ‘‘এই ইন্ডাস্ট্রির বহু মানুষেরই খুব কাছের ছিলেন বাবা। তবে যে মানুষটাকে আমার বাবা সব থেকে বেশি ভালবাসতেন, তিনি অমিতাভ বচ্চন। আমিও বচ্চন সাবকে জানাতে চাই যে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা তাঁর কথাই বলে গিয়েছেন।’’
    Photo Source: Collected

    MORE
    GALLERIES