Bollywood Father-Daughter: বাবা বলিউডের ব্লকবাস্টার হিরো, তাঁর মেয়ের রূপের আগুনে কাঁপছে নেট দুনিয়া! জন্মদিনে মেয়ের ছবি

Last Updated:
বাবা ফিল্মের জগতে খুবই জনপ্রিয়, তবে মেয়ে একেবারেই লাইমলাইট থেকে দূরে৷
1/13
বাবা বলিউডে নামী হিরো৷ তবে মেয়ে একেবারে অন্য জগতে, ক্যামেরার সামনে তিনি একেবারেই ধরা দিতে পছন্দ করেন না৷
বাবা বলিউডে নামী হিরো৷ তবে মেয়ে একেবারে অন্য জগতে, ক্যামেরার সামনে তিনি একেবারেই ধরা দিতে পছন্দ করেন না৷
advertisement
2/13
তিনি খেলাধূলায় বিশ্বাসী৷ তাতেই মন দিয়েছেন৷
তিনি খেলাধূলায় বিশ্বাসী৷ তাতেই মন দিয়েছেন৷
advertisement
3/13
এই মেয়ে বলিউডের যে কোনও নায়িকাকে পিছনে ফেলে দিতে পারেন৷ কিন্তু তিনি সেই পথেই হাঁটেন না৷
এই মেয়ে বলিউডের যে কোনও নায়িকাকে পিছনে ফেলে দিতে পারেন৷ কিন্তু তিনি সেই পথেই হাঁটেন না৷
advertisement
4/13
নিজের জগতে খুবই আনন্দে রয়েছেন জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফ৷
নিজের জগতে খুবই আনন্দে রয়েছেন জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফ৷
advertisement
5/13
জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ সৌন্দর্য এবং গ্ল্যামারে বড় বড় অভিনেত্রীদেরও হার মানান। গ্ল্যামার জগতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷ তবে তিনি ফিটনেস ফ্রিক৷ শরীরের যত্ন নিতে পছন্দ করেন৷
জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ সৌন্দর্য এবং গ্ল্যামারে বড় বড় অভিনেত্রীদেরও হার মানান। গ্ল্যামার জগতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷ তবে তিনি ফিটনেস ফ্রিক৷ শরীরের যত্ন নিতে পছন্দ করেন৷
advertisement
6/13
তিনি ব্যবসায়ী ও উদ্যোগপতী৷ নিজের ফিটনেস সেন্টার রয়েছে৷ বেড়াতে ভালবাসেন কৃষ্ণা শ্রফ৷ মাঝেমধ্যেই সেই ছবিতে ভরে যায় তাঁর ইনস্টাগ্রামের পেজ৷
তিনি ব্যবসায়ী ও উদ্যোগপতী৷ নিজের ফিটনেস সেন্টার রয়েছে৷ বেড়াতে ভালবাসেন কৃষ্ণা শ্রফ৷ মাঝেমধ্যেই সেই ছবিতে ভরে যায় তাঁর ইনস্টাগ্রামের পেজ৷
advertisement
7/13
জ্যাকি শ্রফের মেয়ে লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন, কিন্তু যখনই তার কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তখনই তা ভাইরাল হয়ে যায়।
জ্যাকি শ্রফের মেয়ে লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন, কিন্তু যখনই তার কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তখনই তা ভাইরাল হয়ে যায়।
advertisement
8/13
কৃষ্ণা শ্রফ আমেরিকান স্কুল অফ বোম্বে থেকে তার স্কুলিং শেষ করেন। এরপর তিনি আরও পড়াশোনার জন্য দুবাই যান। তিনি নির্দেশনা ও চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশুনা করেছেন।
কৃষ্ণা শ্রফ আমেরিকান স্কুল অফ বোম্বে থেকে তার স্কুলিং শেষ করেন। এরপর তিনি আরও পড়াশোনার জন্য দুবাই যান। তিনি নির্দেশনা ও চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশুনা করেছেন।
advertisement
9/13
সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়৷ কৃষ্ণার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১ মিলিয়ান ফলোয়ার ছাড়িয়ে গিয়েছে৷
সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়৷ কৃষ্ণার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১ মিলিয়ান ফলোয়ার ছাড়িয়ে গিয়েছে৷
advertisement
10/13
কৃষ্ণা এখনও বলিউডে প্রবেশ করেননি বা বলিউডে কবে প্রবেশ করবেন সে বিষয়েও কোনও তথ্য দেননি।
কৃষ্ণা এখনও বলিউডে প্রবেশ করেননি বা বলিউডে কবে প্রবেশ করবেন সে বিষয়েও কোনও তথ্য দেননি।
advertisement
11/13
ভাই টাইগার শ্রফের সঙ্গেও তাঁর সম্পর্ক খুব ভাল৷
ভাই টাইগার শ্রফের সঙ্গেও তাঁর সম্পর্ক খুব ভাল৷
advertisement
12/13
আজ জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফের জন্মদিনে জ্যাকি মেয়েকে শুভেচ্ছা জানান৷
আজ জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফের জন্মদিনে জ্যাকি মেয়েকে শুভেচ্ছা জানান৷
advertisement
13/13
তিনি লেখেন, লাভ ইউ৷
তিনি লেখেন, লাভ ইউ৷
advertisement
advertisement
advertisement