Sara Ali Khan: কেমন জীবনসঙ্গী চান সারা? বিয়ে নিয়ে মুখ খুলতেই তোলপাড় নেটদুনিয়া

Last Updated:
Sara Ali Khan: সম্প্রতি সারাকে প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে তিনিও কি শর্মিলা ঠাকুরের পথ অনুসরণ করতে চলেছেন৷ সারা প্রশ্নের উত্তরে বলেন, পেশা তার কাছে কোনও ব্যাপার নয়।
1/5
 বলিউডের অন্দরে কান পাতলেই সারা আলি খান ও শুভমন গিলের প্রেমের গুঞ্জন শোনা যায়৷ তবে নিজের সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি সারা৷ সম্প্রতি সারাকে প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে তিনিও কি শর্মিলা ঠাকুরের পথ অনুসরণ করতে চলেছেন৷
বলিউডের অন্দরে কান পাতলেই সারা আলি খান ও শুভমন গিলের প্রেমের গুঞ্জন শোনা যায়৷ তবে নিজের সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি সারা৷ সম্প্রতি সারাকে প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে তিনিও কি শর্মিলা ঠাকুরের পথ অনুসরণ করতে চলেছেন৷
advertisement
2/5
সারা প্রশ্নের উত্তরে বলেন, পেশা তার কাছে কোনও ব্যাপার নয়। ক্রিকেটার হোক বা ব্যবসায়ী মানসিক ও বুদ্ধিগতভাবে ভাল হতে হবে। সারা আরও বলেন, আমি মনে করি, আমি যে ধরনের মানুষ কাউকে খুঁজে পেতে তারা যা-ই হোক তাতে কিছু যায় আসেনা। অভিনেতা, ক্রিকেটার, ব্যবসায়ী, ডাক্তার, তারা সবাই পালিয়ে যাবে।
সারা প্রশ্নের উত্তরে বলেন, পেশা তার কাছে কোনও ব্যাপার নয়। ক্রিকেটার হোক বা ব্যবসায়ী মানসিক ও বুদ্ধিগতভাবে ভাল হতে হবে। সারা আরও বলেন, আমি মনে করি, আমি যে ধরনের মানুষ কাউকে খুঁজে পেতে তারা যা-ই হোক তাতে কিছু যায় আসেনা। অভিনেতা, ক্রিকেটার, ব্যবসায়ী, ডাক্তার, তারা সবাই পালিয়ে যাবে।
advertisement
3/5
 মজার ছলে এতকিছু বললেও সারা মনে করেন মানসিক দিক থেকে অবশ্যই মিল থাকতে হবে।  ইন্ডিয়া টিমের ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সারা বলেন, আমি যার সঙ্গে ভবিষ্যতে থাকার প্ল্যান করেছি তার সঙ্গে এখনও দেখা হয়নি।
মজার ছলে এতকিছু বললেও সারা মনে করেন মানসিক দিক থেকে অবশ্যই মিল থাকতে হবে। ইন্ডিয়া টিমের ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সারা বলেন, আমি যার সঙ্গে ভবিষ্যতে থাকার প্ল্যান করেছি তার সঙ্গে এখনও দেখা হয়নি।
advertisement
4/5
 সাক্ষাৎকারে সারাকে  আরও জিজ্ঞাসা করা হয়, 'তিনি কী ধরনের জীবনসঙ্গী খুঁজছেন'? একজন পুরুষ যিনি কিনা জারা হটকে জারা বাচকে? সারা তাঁর উত্তরে সাফ বলেন, 'তিনি উভয়কেই চান'৷ সারার এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
সাক্ষাৎকারে সারাকে আরও জিজ্ঞাসা করা হয়, 'তিনি কী ধরনের জীবনসঙ্গী খুঁজছেন'? একজন পুরুষ যিনি কিনা জারা হটকে জারা বাচকে? সারা তাঁর উত্তরে সাফ বলেন, 'তিনি উভয়কেই চান'৷ সারার এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
advertisement
5/5
রেস্তোরাঁয় প্রথম দুজনকে একসঙ্গে দেখা যায়। তারপর বিমানেও সারা ও শুভমনকে ডিনার করতে দেখা যায়৷ সেখান থেকেই শুরু হয় প্রেমের চর্চা। তবে সূত্রের খবর, সারা ও শুভমন একে অপরকে আনফলো করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া৷
রেস্তোরাঁয় প্রথম দুজনকে একসঙ্গে দেখা যায়। তারপর বিমানেও সারা ও শুভমনকে ডিনার করতে দেখা যায়৷ সেখান থেকেই শুরু হয় প্রেমের চর্চা। তবে সূত্রের খবর, সারা ও শুভমন একে অপরকে আনফলো করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া৷
advertisement
advertisement
advertisement