১৬ বছর বয়সে ধর্ষিত হয়েছিলাম, ৩২ বছর পর মুখ খুললেন সলমন রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মলক্ষ্মী !
Last Updated:
advertisement
ধর্ষণের শিকার হয়ে ৩২ বছর পর মুখ খুললেন পদ্মলক্ষ্মী। মডেল, অভিনেত্রী ও লেখিকা ছাড়াও পদ্মলক্ষ্মীর রয়েছে আরেকটি পরিচয়ও ৷ তিনি জনপ্রিয় লেখক সলমন রুশদির প্রাক্তন স্ত্রী। ১৬ বছর বয়সেই প্রেমিকের কাছে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু পরিবার, বন্ধুবান্ধব কাউকেই তিনি এ ঘটনা সম্পর্কে জানাতে পারেননি। Photo Collected
advertisement
পদ্মলক্ষী জানান, ‘এক রাতে প্রেমিকের অ্যাপার্টমেন্টে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তখনই প্রেমিক তাকে ধর্ষণ করেন। তিনি চিৎকার করেছিলেন ৷ তবুও শোনেনি কেউ-ই ৷ প্রেমিককে জোর হাত করে বলেছিলেন, দয়া করে আমার এই সর্বনাশ করও না । কিন্তু কেউ কথা শোনেনি ৷ ওই ঘটনার পর প্রেমিক নিজেই তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যান। বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে অপরাধবোধে ভুগতে হয়েছে পদ্মলক্ষীকে। তার বয়স ছিল মাত্র ১৬। Photo Collected
advertisement
পদ্মলক্ষী বলেন, মাকে না, বন্ধুদের না, পুলিশকেও না, কাউকেই এ ঘটনা আমি জানাতে পারেনি ৷ ভয় পেয়েছিলাম ৷ ভেবেছিলাম সবাই আমাকে নষ্ট মেয়ে ভাববে । ১৯৮০ এর দশকে ধর্ষণ নিয়ে প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা ছিল না। আর জানালে অভিভাবকরা অবশ্যই বলতেন, তুমি তখন তার অ্যাপার্টমেন্টে কী করছিলে? Photo Collected
advertisement