Happy Birthday Hrithik Roshan: শুভ জন্মদিন হৃতিক রোশন, বান্ধবী সাবার সঙ্গে বলিউডের 'গ্রিক গড'-এর এই ছবিগুলো না দেখলে বড় মিস

Last Updated:
গত বছরের শুরুর দিক থেকে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
1/9
শুভ জন্মদিন হৃতিক রোশন। রনিস স্কটস জ্যাজ ক্লাবে সাবা সঙ্গে বলিউডের 'গ্রিক গড'
শুভ জন্মদিন হৃতিক রোশন। রনিস স্কটস জ্যাজ ক্লাবে সাবা সঙ্গে বলিউডের 'গ্রিক গড'
advertisement
2/9
হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমকাহিনি নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে! ইদানীং তাঁরা প্রায় সব জায়গাতেই জুটিতে যান। নতুন প্রেমিকাকে কখনই লোকচক্ষুর আড়ালে রাখতে চাননি ডুগ্গু, বরং সাবাকে বরাবরই প্রকাশ্যে এনেছেন।
হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমকাহিনি নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে! ইদানীং তাঁরা প্রায় সব জায়গাতেই জুটিতে যান। নতুন প্রেমিকাকে কখনই লোকচক্ষুর আড়ালে রাখতে চাননি ডুগ্গু, বরং সাবাকে বরাবরই প্রকাশ্যে এনেছেন।
advertisement
3/9
মাস-কয়েক আগে মুম্বইয়ে নিজের রূপটান শিল্পীর এনগেজমেন্ট-এর অনুষ্ঠানে সাবাকে নিয়ে গিয়েছিলেন হৃতিক। সেখানে সকলের সঙ্গে প্রেমিকার আলাপ-ও করিয়ে দেন তিনি
মাস-কয়েক আগে মুম্বইয়ে নিজের রূপটান শিল্পীর এনগেজমেন্ট-এর অনুষ্ঠানে সাবাকে নিয়ে গিয়েছিলেন হৃতিক। সেখানে সকলের সঙ্গে প্রেমিকার আলাপ-ও করিয়ে দেন তিনি
advertisement
4/9
রিচা চড্ডা ও অভিনেতা আলি ফজলের বিয়ের অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে।
রিচা চড্ডা ও অভিনেতা আলি ফজলের বিয়ের অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে।
advertisement
5/9
গতবছর দীপাবলি সুজান নন, বান্ধবী সাবার সঙ্গেই কাটিয়েছেন হৃতিক
গতবছর দীপাবলি সুজান নন, বান্ধবী সাবার সঙ্গেই কাটিয়েছেন হৃতিক
advertisement
6/9
গত বছরের শুরুর দিক থেকে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
গত বছরের শুরুর দিক থেকে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
advertisement
7/9
২০০০ সালে সুজানের সঙ্গে বিয়ে হয়েছিল হৃতিকের। ১৩ বছর সংসার করার পর ২০১৩ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে।
২০০০ সালে সুজানের সঙ্গে বিয়ে হয়েছিল হৃতিকের। ১৩ বছর সংসার করার পর ২০১৩ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে।
advertisement
8/9
মুক্তি পেয়েছে হৃতিকের ‘বিক্রম বেদা’। ছবিটি নিয়ে সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া। আগামীতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে
মুক্তি পেয়েছে হৃতিকের ‘বিক্রম বেদা’। ছবিটি নিয়ে সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া। আগামীতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে
advertisement
9/9
বড়দিন উদযাপনে রোশন পরিবার ও সাবা
বড়দিন উদযাপনে রোশন পরিবার ও সাবা
advertisement
advertisement
advertisement