#কলকাতা : ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা -র জুটি সকলেরই মন কাড়ে৷ দুজনের মধ্যে বন্ডিংও খুব জোরালো ৷ কিন্তু এক মহিলা ক্রিকেটার যাঁর নাম একেবারে বিয়ের কারণে জড়িয়েছিল বিরাট কোহলির সঙ্গে৷ এই গসিপ (Gossip) সব সময়েই থাকে নতুন ৷ English Cricketer Sarah Taylor- Photo- File
2/ 8
একে অপরকে সমর্থণ করা থেকে ভালোবাসার প্রকাশ্য ডিসপ্লে চলতেই থাকে বিরুষ্কার৷ ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট ও অনুষ্কা৷ মহিলা ক্রিকেটারদের মধ্যে বিরাটের চাহিদা কিন্তু তুঙ্গে৷
3/ 8
ইংল্যান্ডের এক মহিলা ক্রিকেটারের সঙ্গে বিরাট কোহলির নাম যুক্ত হয়ে পড়েছে৷ এই মহিলা ক্রিকেটারের সঙ্গে দেখা করবেন বলে বিরাট কোহলি ভোর পাঁচটায় তাঁর ঘরে পৌঁছেছিলেন৷ (AP)
4/ 8
দুজনকে একসঙ্গে বহুবার একসঙ্গে দেখা গেছে৷ এই মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের সারা টেলর৷ (pc:Sarah Taylor instagram)
5/ 8
এমনকি বিষয়টি বিয়ের কথা অবধি পৌঁছে গিয়েছিল৷ সারা টেলর কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন৷ তবে বিষয়টি এর থেকে বেশি আর এগোয়নি৷ (pc:Sarah Taylor instagram)
6/ 8
ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার কেট ক্রোস ২০১৯ সালে পাঁচ বছরের পুরনো ছবি পোস্ট করেছিলেন৷ আর ছবির ট্যাগলাইনে লেখা হয়েছিল পাঁচবছর আগে যখন বিরাট কোহলি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল৷
7/ 8
সারা টেলর এতে উত্তর দিয়েছিলেন ঘুম থেকে তোলার জন্য সবথেকে আজব কল- যেটা আমি পেয়েছিলাম৷ ভোর পাঁচটার সময়ে ব্রেকফাস্ট ৷
8/ 8
সারা টেলর ১০ টি টেস্ট , ১২৬ টি ওয়ানডে, ৯০ টি টোয়েন্টি খেলেছেন ইংল্যান্ডের জার্সিতে৷ (pc:Sarah Taylor instagram)