Raj Kundra Shilpa Shetty: রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির আরও কুকীর্তির অভিযোগ রাজের প্রথম স্ত্রীর গলায়!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
রাজের স্ত্রী শিল্পার (Shilpa Shetty) দিকেও আঙুল তুলেছেন রাজের প্রথম স্ত্রী৷
•সোমবার গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-র স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra)৷ পর্নোগ্রাফি তৈরি করে বিভিন্ন অ্যাপের তা ছড়িয়ে দিত বলেই রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ(Raj Kundra Arrest)৷ শিল্পার স্বামী এবং হাই প্রোফাইল ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই চাঞ্চল্য তৈরি হয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
•শিল্পা জানিয়েছিলেন যে রাজের বিয়ের ডিভোর্সের পরই তাঁরা একে অপরের কাছাকাছি এসেছিলেন৷ কিন্তু রাজের প্রথম স্ত্রী অন্য অভিযোগ করেন৷ রাজের প্রথম স্ত্রী কবিতার বয়ান অনুযায়ী শিল্পার হাতছানিতে রাজ তাঁকে ছেড়েছিলেন৷ শুধু তাঁকে ছাড়েননি, তাঁদের সদ্যোজাত কন্যা সন্তানের থেকেও শিল্পার জন্য মুখ ফিরিয়ে নিয়েছিলেন রাজ৷ রাজ-শিল্পার বিয়ে হয় ২২ নভেম্বর ২০০৯-এ৷
advertisement