RIP Dilip Kumar: ২২ বছরের ছোট সায়রা বানুকে ছেড়ে আবার বিয়ে করেছিলেন, ফিরেও এসেছিলেন প্রেমের টানে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
১২ বছর থেকে দিলীপ কুমারের প্রেমে পাগল সায়রা বানু (Dilip Kumar-Saira Banu), খেয়েছিলেন অনেক আঘাত, আজ সঙ্গীহীন একা...
advertisement
•১২ বছর বয়স থেকেই দিলীপ কুমারের প্রেমে পড়েছিলেন সায়রা বানু৷ নিজেই সেকথা স্বীকার করেছেন অভিনেত্রী৷ ১৬ বছর বয়সে তিনি দিপীল কুমার অভিনীত মুঘল-এ আজাম ছবির প্রিমিয়ারে উপস্থিত হন৷ সায়রা বানু তখন যুবতী, আর দিলীপ কুমার প্রতিষ্ঠিত স্টার! তবে প্রথম সাক্ষাৎ থেকেই সায়রা বানু বিশ্বাস করতেন যে তিনি একদিন দিলীপ ঘরণী হবেনই৷
advertisement
advertisement
•তবে এই বিয়ে থেকে একসময় সরে যান দিলীপ কুমার৷ সায়রা বানুর সঙ্গে বিয়ের ১৬ বছর পর ঘর ত্যাগ করেন দিলীপ কুমার৷ বিয়ে করেন আসমা রেহমানকে৷ এই ঘটনাটি ভুলেই যেতে চান সায়রা বানু৷ এটা যেন তাঁর জীবনের এক অভিশপ্ত সময়৷ তাঁর সিদ্ধান্তেও ভুল ছিল, এক সময় মেনে নেন দিলীপ কুমার৷ তিনি বলেন যে আসমা রেহমানের সঙ্গে দেখা হয়েছিল হায়দরাবাদে, এক ক্রিকেট ম্যাচে৷ তবে তাঁর সঙ্গে জড়িয়ে পড়া ভুল হয়েছিল৷
advertisement
advertisement