RIP Dilip Kumar: ২২ বছরের ছোট সায়রা বানুকে ছেড়ে আবার বিয়ে করেছিলেন, ফিরেও এসেছিলেন প্রেমের টানে

Last Updated:
১২ বছর থেকে দিলীপ কুমারের প্রেমে পাগল সায়রা বানু (Dilip Kumar-Saira Banu), খেয়েছিলেন অনেক আঘাত, আজ সঙ্গীহীন একা...
1/6
রেশন দোকানের হোর্ডিংয়ে কেন প্রধানমন্ত্রীর ছবি, সরব মুখ্যমন্ত্রী 
রেশন দোকানের হোর্ডিংয়ে কেন প্রধানমন্ত্রীর ছবি, সরব মুখ্যমন্ত্রী 
advertisement
2/6
•১২ বছর বয়স থেকেই দিলীপ কুমারের প্রেমে পড়েছিলেন সায়রা বানু৷ নিজেই সেকথা স্বীকার করেছেন অভিনেত্রী৷ ১৬ বছর বয়সে তিনি দিপীল কুমার অভিনীত মুঘল-এ আজাম ছবির প্রিমিয়ারে উপস্থিত হন৷ সায়রা বানু তখন যুবতী, আর দিলীপ কুমার প্রতিষ্ঠিত স্টার! তবে প্রথম সাক্ষাৎ থেকেই সায়রা বানু বিশ্বাস করতেন যে তিনি একদিন দিলীপ ঘরণী হবেনই৷
•১২ বছর বয়স থেকেই দিলীপ কুমারের প্রেমে পড়েছিলেন সায়রা বানু৷ নিজেই সেকথা স্বীকার করেছেন অভিনেত্রী৷ ১৬ বছর বয়সে তিনি দিপীল কুমার অভিনীত মুঘল-এ আজাম ছবির প্রিমিয়ারে উপস্থিত হন৷ সায়রা বানু তখন যুবতী, আর দিলীপ কুমার প্রতিষ্ঠিত স্টার! তবে প্রথম সাক্ষাৎ থেকেই সায়রা বানু বিশ্বাস করতেন যে তিনি একদিন দিলীপ ঘরণী হবেনই৷
advertisement
3/6
•দিলীপ-সায়রার প্রেমে মক্ষোম ভূমিকা পালন করেছিলেন সায়রা বানুর মা নাসিম বানু৷ মেয়ের কাছাকাছি তিনিই নিয়ে এসেছিলেন নামজাদা স্টার দিলীপ কুমারকে৷ ঝুক গয়া আসমান ছবিতে সায়রা বানুকে প্রোপোজ করেন দিলীপ সাব৷ না বলার তো কোনও প্রশ্নই ছিল না৷ ১৯৬৬-র ১১ অক্টোবর সায়রা বানু ও দিলীপ কুমারের বিয়ে হয়৷
•দিলীপ-সায়রার প্রেমে মক্ষোম ভূমিকা পালন করেছিলেন সায়রা বানুর মা নাসিম বানু৷ মেয়ের কাছাকাছি তিনিই নিয়ে এসেছিলেন নামজাদা স্টার দিলীপ কুমারকে৷ ঝুক গয়া আসমান ছবিতে সায়রা বানুকে প্রোপোজ করেন দিলীপ সাব৷ না বলার তো কোনও প্রশ্নই ছিল না৷ ১৯৬৬-র ১১ অক্টোবর সায়রা বানু ও দিলীপ কুমারের বিয়ে হয়৷
advertisement
4/6
•তবে এই বিয়ে থেকে একসময় সরে যান দিলীপ কুমার৷ সায়রা বানুর সঙ্গে বিয়ের ১৬ বছর পর ঘর ত্যাগ করেন দিলীপ কুমার৷ বিয়ে করেন আসমা রেহমানকে৷ এই ঘটনাটি ভুলেই যেতে চান সায়রা বানু৷ এটা যেন তাঁর জীবনের এক অভিশপ্ত সময়৷ তাঁর সিদ্ধান্তেও ভুল ছিল, এক সময় মেনে নেন দিলীপ কুমার৷ তিনি বলেন যে আসমা রেহমানের সঙ্গে দেখা হয়েছিল হায়দরাবাদে, এক ক্রিকেট ম্যাচে৷ তবে তাঁর সঙ্গে জড়িয়ে পড়া ভুল হয়েছিল৷
•তবে এই বিয়ে থেকে একসময় সরে যান দিলীপ কুমার৷ সায়রা বানুর সঙ্গে বিয়ের ১৬ বছর পর ঘর ত্যাগ করেন দিলীপ কুমার৷ বিয়ে করেন আসমা রেহমানকে৷ এই ঘটনাটি ভুলেই যেতে চান সায়রা বানু৷ এটা যেন তাঁর জীবনের এক অভিশপ্ত সময়৷ তাঁর সিদ্ধান্তেও ভুল ছিল, এক সময় মেনে নেন দিলীপ কুমার৷ তিনি বলেন যে আসমা রেহমানের সঙ্গে দেখা হয়েছিল হায়দরাবাদে, এক ক্রিকেট ম্যাচে৷ তবে তাঁর সঙ্গে জড়িয়ে পড়া ভুল হয়েছিল৷
advertisement
5/6
•শেষে আবার সায়রা বানুর কাছে ফিরে আসেন তাঁর দিলীপ সাব৷ ১৯৭৬ থেকে কাজ বন্ধ করেন সায়রা৷ পুরো সময়টাই তাঁর স্বামীর সেবার নিয়োগ করেন তিনি৷ তিনি জানিয়েছিলেন যে আল্লাহর কাছে তিনি চিরকৃতজ্ঞ কোহিনূর রূপে দিলীপ কুমারকে তাঁর কাছে পাঠানোর জন্য৷
•শেষে আবার সায়রা বানুর কাছে ফিরে আসেন তাঁর দিলীপ সাব৷ ১৯৭৬ থেকে কাজ বন্ধ করেন সায়রা৷ পুরো সময়টাই তাঁর স্বামীর সেবার নিয়োগ করেন তিনি৷ তিনি জানিয়েছিলেন যে আল্লাহর কাছে তিনি চিরকৃতজ্ঞ কোহিনূর রূপে দিলীপ কুমারকে তাঁর কাছে পাঠানোর জন্য৷
advertisement
6/6
•তবে সেই গভীর প্রেমে ইতি পড়ল৷ সায়রা বানুকে রেখে চিরবিদায় নিলেন দিলীপ কুমার৷ দীর্ঘ ভালবাসাকে ছিন্ন করে সায়রাকে একা করেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন কিংবদন্তী অভিনেতা৷ ২২ বছরের বড় দিলীপ সাবকে হারিয়ে সঙ্গীহীন সায়রা বানু হয়ে গেলেন বড্ড একাকী৷ তবে তাঁদের প্রেমের গাঁথা হয়ে রইল অমর৷
•তবে সেই গভীর প্রেমে ইতি পড়ল৷ সায়রা বানুকে রেখে চিরবিদায় নিলেন দিলীপ কুমার৷ দীর্ঘ ভালবাসাকে ছিন্ন করে সায়রাকে একা করেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন কিংবদন্তী অভিনেতা৷ ২২ বছরের বড় দিলীপ সাবকে হারিয়ে সঙ্গীহীন সায়রা বানু হয়ে গেলেন বড্ড একাকী৷ তবে তাঁদের প্রেমের গাঁথা হয়ে রইল অমর৷
advertisement
advertisement
advertisement