হিরে ব্যবাসায়ীকে খুনের ঘটনায় জড়িয়েছে নাম , কী বললেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ?

Last Updated:
1/5
•• গত শুক্রবার মুম্বইয়ের পনভেলের জঙ্গলে উদ্ধার হয়েছিল হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানীর পচাগলা দেহ। ছবি: ইনস্টাগ্রাম ৷
•• গত শুক্রবার মুম্বইয়ের পনভেলের জঙ্গলে উদ্ধার হয়েছিল হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানীর পচাগলা দেহ। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
•• ঘাটকোপারের মহালক্ষ্মী সোসাইটির বাসিন্দা, ৫৭ বছর বয়সি রাজেশ্বর ২৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তার পরের দিন উদানীর ছেলে পন্থ নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ছবি: ইনস্টাগ্রাম ৷
•• ঘাটকোপারের মহালক্ষ্মী সোসাইটির বাসিন্দা, ৫৭ বছর বয়সি রাজেশ্বর ২৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তার পরের দিন উদানীর ছেলে পন্থ নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
•• তদন্তে জানা যায়, রহস্যের কেন্দ্রে আছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। রাজেশ্বরের ফোনের কল ডিটেলসে দেখে গিয়েছে, মৃত্যুর আগে তিনি বেশ কয়েক বার দেবলীনা ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন বিজেপি নেতা সচিন পওয়ারের সঙ্গে কথা বলেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম ৷
•• তদন্তে জানা যায়, রহস্যের কেন্দ্রে আছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। রাজেশ্বরের ফোনের কল ডিটেলসে দেখে গিয়েছে, মৃত্যুর আগে তিনি বেশ কয়েক বার দেবলীনা ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন বিজেপি নেতা সচিন পওয়ারের সঙ্গে কথা বলেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
 •• ঘটনার পর থেকেই সচিন ও দেবলীনা মুম্বই ছাড়া। ৩ ডিসেম্বর গুয়াহাটি থেকে ইনস্টাগ্রামে ছবি আপলোড করছিলেন দেবলীনা। পুলিশ জানতে পারে, সচিনও গুয়াহাটিতে রয়েছেন। গত পরশু মুম্বই পুলিশের একটি দল গুয়াহাটি থেকে দেবলীনা ও সচিনকে আটক করে মুম্বই নিয়ে আসে। পরে গ্রেফতার করা হয় সচিনকে। ছবি: ইনস্টাগ্রাম ৷
•• ঘটনার পর থেকেই সচিন ও দেবলীনা মুম্বই ছাড়া। ৩ ডিসেম্বর গুয়াহাটি থেকে ইনস্টাগ্রামে ছবি আপলোড করছিলেন দেবলীনা। পুলিশ জানতে পারে, সচিনও গুয়াহাটিতে রয়েছেন। গত পরশু মুম্বই পুলিশের একটি দল গুয়াহাটি থেকে দেবলীনা ও সচিনকে আটক করে মুম্বই নিয়ে আসে। পরে গ্রেফতার করা হয় সচিনকে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
•• এরপরেই টুইটার ও ইনস্টাগ্রামে এ বিষয়ে মুখ খোলেন দেবলীনা ৷ তিনি লেখেন,‘‘যাঁরা আমার জন্য চিন্তা করছিলেন তাঁদের ধন্যবাদ। আমি ঠিক আছি। বাড়িও ফিরেছি। নিহত ব্যক্তিকে চিনতাম। সেই সূত্রেই পুলিশ কিছু প্রশ্ন করেছে।’’ছবি: ইনস্টাগ্রাম ৷
•• এরপরেই টুইটার ও ইনস্টাগ্রামে এ বিষয়ে মুখ খোলেন দেবলীনা ৷ তিনি লেখেন,‘‘যাঁরা আমার জন্য চিন্তা করছিলেন তাঁদের ধন্যবাদ। আমি ঠিক আছি। বাড়িও ফিরেছি। নিহত ব্যক্তিকে চিনতাম। সেই সূত্রেই পুলিশ কিছু প্রশ্ন করেছে।’’ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement