

• বেজে গিয়েছে বিয়ের সানাই ৷ তোড়তোড় শুরু হয়ে গিয়েছে পুরোদমে ৷ বলিউডের অন্যতম জনপ্রিয় সেলেব জুটির বিয়ে বলে কথা ৷ উৎসাহ-উদ্দীপনায় যেন টগবগ করে ফুটছে গোটা দেশ ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷


• দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহ ৷ গ্ল্যামার, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতায় এ বলে আমায় দেখ, ও বলে আমায় ৷ সুতরাং সেই বিয়ে ঘিরে যে উৎসাহের পারদ চড়চড় করে চড়বে সে তো জানা কথা ৷


• শোনা যাচ্ছে, এ বছরের ২০ নভেম্বর চার হাত এক হবে বাজিরাও-মস্তানির ৷ তবে দেসের মাটিতে নয় ৷ ইতিলির লেক কোমোর ধারে বসবে এই রাজকীয় বিয়ের আসর ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷


• কিন্তু সেই বিয়ে মোড়া থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ৷ সমস্ত রকম অপ্রিয় ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থাও নেওয়া হচ্ছে ৷ শুধু তাই নয়, পাত্রপাত্রীর ইচ্ছে মতো এই বিয়েকে সবদিক থেকেই গোপন রাখতে প্রথম থেকেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷


• শোনা গিয়েছে, মোবাইল ফোনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন দীপ-বীর ৷ সমস্ত অতিথিদের মোবাইল ফোন না নিয়ে আসার অনুরোধ করেছেন নায়ক-নায়িকা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷


• বিয়ের আর মাত্র তিন মাস বাকি ৷ দুই পরিবারে তাই প্রস্তুতিও তুঙ্গে ৷ ইতিমধ্যেই কেনাকাটা শুরু করে দিয়েছেন তাঁরা ৷ মুম্বইয়ের অভিজাত দোকানে এর আগে মা আর বোনের সঙ্গে শপিং করতে দেখা গিয়েছিল দীপসকে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷


• এবার হবু বরের সঙ্গে শপিংয়ে গেলেন ‘পদ্মাবতী’ ৷ আর প্রথমেই কী কিনলেন জানেন ? ভারতীয় বিয়ের অত্যাবশ্যকীয় জিনিসটিই আগে ব্যাগবন্দী করলেন দীপ-বীর ৷ ঠিকই ধরেছেন গয়নার কথাই হচ্ছে ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷