Gehraiyaan Screening: দীপিকার বহূল চর্চিত ছবি 'গেহরাইয়া'-র স্ক্রিনিংয়ে চাঁদের হাট, দেখুন অ্যালবাম

Last Updated:
স্ক্রিনিংয়ে উপচে পড়েছিল বলিউড
1/9
অবশেষে প্রতীক্ষার অবসান! ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিও-এ মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনী, শকুনা বাত্রা পরিচালিত বহূল চর্চিত ছবি 'গেহরাইয়া'! ছবি মুক্তির আগে আয়োজিত হয়েছিল স্পেশাল স্ক্রিনিং! হাজির হয়েছিলেন বলিটাউনের বিগি-রা!
অবশেষে প্রতীক্ষার অবসান! ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিও-এ মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনী, শকুনা বাত্রা পরিচালিত বহূল চর্চিত ছবি 'গেহরাইয়া'! ছবি মুক্তির আগে আয়োজিত হয়েছিল স্পেশাল স্ক্রিনিং! হাজির হয়েছিলেন বলিটাউনের বিগি-রা!
advertisement
2/9
স্ক্রিনিংয়ে এসেছিলেন কালকি। পরিচালকের ভাষায় এই ছবি, 'mirror into modern adult relationships'! অর্থাৎ, আজকের জেনারেশনের কাছে সম্পর্কের মানে বদলেছে, আর সেই বাস্তব প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলতে চেয়েছেন ‘কাপুর অ্যান্ড সনস’-এর পরিচালক শকুন বাত্রা
স্ক্রিনিংয়ে এসেছিলেন কালকি। পরিচালকের ভাষায় এই ছবি, 'mirror into modern adult relationships'! অর্থাৎ, আজকের জেনারেশনের কাছে সম্পর্কের মানে বদলেছে, আর সেই বাস্তব প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলতে চেয়েছেন ‘কাপুর অ্যান্ড সনস’-এর পরিচালক শকুন বাত্রা
advertisement
3/9
সাদা কালোয় নকরকাড়া অনন্যা পাণ্ডে! এই ছবিতে দীপিকা-সিদ্ধান্ত ছাড়াও রয়েছেন তিনি ও  ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ধৈর্য্য কারওয়ার
সাদা কালোয় নকরকাড়া অনন্যা পাণ্ডে! এই ছবিতে দীপিকা-সিদ্ধান্ত ছাড়াও রয়েছেন তিনি ও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ধৈর্য্য কারওয়ার
advertisement
4/9
ব্ল্যাকবিউটি সানিয়া মালহোত্রা! বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার। ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও।
ব্ল্যাকবিউটি সানিয়া মালহোত্রা! বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার। ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও।
advertisement
5/9
বড় মেয়ে শাহিন ভাট-এর সঙ্গে এসেছিলেন সোনি রাজদান।  ‘গেহরাইয়া’র ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানান, '' এতটা বোল্ড দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ নয়, এখানে যৌনতাকে যে আঙ্গিকে তুলে ধরা হয়েছে, এরকমটা এর আগে কোনও ভারতীয় সিনেমায় হয়নি।''
বড় মেয়ে শাহিন ভাট-এর সঙ্গে এসেছিলেন সোনি রাজদান। ‘গেহরাইয়া’র ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানান, '' এতটা বোল্ড দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ নয়, এখানে যৌনতাকে যে আঙ্গিকে তুলে ধরা হয়েছে, এরকমটা এর আগে কোনও ভারতীয় সিনেমায় হয়নি।''
advertisement
6/9
রজত কাপুর এই ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ। দীকিপা একবার সাক্ষাৎকারে বলেছিলেন, '' স্রেফ দর্শক টানার জন্য নয়, চিত্রনাট্যের প্রয়োজনেই ছবিতে যৌন দৃশ্য রেখেছেন পরিচালক! তিনি সেট-এ এতটাই সাবলীল পরিবেশ তৈরি করেছিলেন, যে শ্যুট-টা স্বাভাবিকভাবে করতে পেরেছি!''
রজত কাপুর এই ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ। দীকিপা একবার সাক্ষাৎকারে বলেছিলেন, '' স্রেফ দর্শক টানার জন্য নয়, চিত্রনাট্যের প্রয়োজনেই ছবিতে যৌন দৃশ্য রেখেছেন পরিচালক! তিনি সেট-এ এতটাই সাবলীল পরিবেশ তৈরি করেছিলেন, যে শ্যুট-টা স্বাভাবিকভাবে করতে পেরেছি!''
advertisement
7/9
   নীল ডেনিম-এর ওভারকোট-এ সোনাক্ষী সিনহা-র অ্যাটিট্যুড-ই আলাদা! ছবির ট্রেলারের শুরুতেই দেখা যায় আলিশা (দীপিকা) এবং করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্যের ফ্রেম। আলিশা খুশি নয়, বাইরে থেকে দেখলে আর পাঁচ জনের কাছে হয়তো তার বিয়েটা পারফেক্ট, কিন্তু মনের ভিতরে ডুকরে ডুকরে মরছে আলিশা! কিন্তু আচমকাই বদলে গেল জীবনের ছন্দ! দমবন্ধ জীবনে দমকা বাতাস হয়ে এল জায়েন (সিদ্ধান্ত), আলিশার তুতো বোন টিয়া (অনন্যা)-র হবু বর। ঘি আর আগুনের মিশেলে বিস্ফোরণ! তার পর? আলিশা কী পারবে জায়েনের হতে? ভালবাসার খোঁজে গুমরে ওঠা জীবনটা কি সহজ হয়ে উঠবে? না কি উলটোটা হবে?
নীল ডেনিম-এর ওভারকোট-এ সোনাক্ষী সিনহা-র অ্যাটিট্যুড-ই আলাদা! ছবির ট্রেলারের শুরুতেই দেখা যায় আলিশা (দীপিকা) এবং করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্যের ফ্রেম। আলিশা খুশি নয়, বাইরে থেকে দেখলে আর পাঁচ জনের কাছে হয়তো তার বিয়েটা পারফেক্ট, কিন্তু মনের ভিতরে ডুকরে ডুকরে মরছে আলিশা! কিন্তু আচমকাই বদলে গেল জীবনের ছন্দ! দমবন্ধ জীবনে দমকা বাতাস হয়ে এল জায়েন (সিদ্ধান্ত), আলিশার তুতো বোন টিয়া (অনন্যা)-র হবু বর। ঘি আর আগুনের মিশেলে বিস্ফোরণ! তার পর? আলিশা কী পারবে জায়েনের হতে? ভালবাসার খোঁজে গুমরে ওঠা জীবনটা কি সহজ হয়ে উঠবে? না কি উলটোটা হবে?
advertisement
8/9
এসেছিলেন কৃতী খারবান্দা
এসেছিলেন কৃতী খারবান্দা
advertisement
9/9
স্ক্রিনিংয়ে সস্ত্রীক আরশাদ ওয়ারসি
স্ক্রিনিংয়ে সস্ত্রীক আরশাদ ওয়ারসি
advertisement
advertisement
advertisement