Fatima Sana Sheikh: ‘অশ্লীল ভাবে স্পর্শ করেছিল এক ব্যক্তি, তারপরেই…’; অতীতের তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণ করলেন ফতিমা সানা শেখ
- Published by:Salmali Das
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Fatima Sana Sheikh: অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ এবং নেটফ্লিক্সের ‘আপ জ্যায়সা কোই’-র সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। এবার Hauterrfly-এর সঙ্গে এক আলাপচারিতায় অতীতের যন্ত্রণাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন তিনি।
আপাতত অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ এবং নেটফ্লিক্সের ‘আপ জ্যায়সা কোই’-র সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। এবার Hauterrfly-এর সঙ্গে এক আলাপচারিতায় অতীতের যন্ত্রণাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন তিনি। আসলে কয়েক বছর আগে নিগ্রহের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনটাই জানিয়েছেন ওই সাক্ষাৎকারে।
advertisement
ফতিমা সানা শেখ বলেন যে, “একবার এক ব্যক্তি অশ্লীল ও আপত্তিকর ভাবে আমায় স্পর্শ করেছিল। আর আমিও তাকে আঘাত করেছিলাম। কিন্তু ওই ব্যক্তি পাল্টা আমায় এমন আঘাত করেছিল যে, আমি প্রায় পড়েই গিয়েছিলাম। আসলে আমায় অশ্লীল ভাবে স্পর্শ করার জন্যই আমি আঘাতটা করেছিলাম। কিন্তু এতে সে বিরক্ত হয়ে আমায় এমন ভাবে ধাক্কা দিয়েছিল যে, আমি পড়েই গিয়েছিলাম।”
advertisement
অভিনেত্রী আরও বলেন যে, “ওই ঘটনার পর থেকে আমি আরও একটু সতর্ক হয়ে গিয়েছিলাম। আমি অনুভব করেছিলাম যে, এই ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া প্রকাশ করতে হয়, সেই বিষয়টাও আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত। কিন্তু এখানে মজাটা একবার দেখুন... আমাদের সঙ্গেই কোনও ভুল হয়েছে আর আমাদেরকেই প্রতিক্রিয়া প্রকাশ ভেবে করতে হবে।”
advertisement
জুলাই মাসেই ফতিমার দু’টি রোম্যান্টিক ছবি মুক্তি পেয়েছে। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ আর নেটফ্লিক্সের ‘আপ জ্যায়সা কোই’। চরম ব্যস্ততার মধ্যেও নিজের ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ‘দঙ্গল’ তারকা। এদিকে বি-টাউন জুড়ে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে, বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী।
advertisement
যদিও নেটফ্লিক্সের ‘আপ জ্যায়সা কোই’-র ট্রেলার প্রিভিউয়ের সময় অবশ্য প্রেমের এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ফতিমা সানা শেখ। প্রেম-সম্পর্ক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি এবং মতামত ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন যে, “প্রেমের সম্পর্কে সাম্যের বিষয়টা তখনই আসবে, যখন দুটি মানুষ একে অপরকে শ্রদ্ধা এবং সম্মান করবেন। শুধু তা-ই নয়, তাঁরা একে অপরের কথা শুনবেন এবং সেটা কখনওই অস্বীকার করবেন না।"
advertisement