একজন দু'জন নয়, একসঙ্গে ৫ জনের প্রেমে! অবশেষে বিয়ে করলেন 'হার্টথ্রব' নায়িকা! স্বামীও বলিউডের জনপ্রিয় অভিনেতা
- Published by:Tias Banerjee
Last Updated:
স্কুলে পড়ার সুযোগই পাননি তিনি। পারিবারিক সমস্যার কারণে বাড়িতেই চলেছে পড়াশোনা। তার পরও হাল না ছেড়ে নিজেই গড়ে নিয়েছেন নিজের ভবিষ্যৎ। প্রথম ছবি ফ্লপ করার পরেও থেমে যাননি। দীর্ঘ গোপন সম্পর্কের পর বিয়ে করলেন বয়সে ছোট এক প্রেমিককে! কেন?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১৯৮৩ সালের ১৬ জুলাই, হংকং-এ জন্মগ্রহণ করেন ক্যাটরিনা। তাঁর বাবা মোহাম্মদ কাইফ, কাশ্মীরি মুসলিম। মা সুজান টারকোট, ব্রিটিশ নাগরিক এবং সমাজসেবী। খুব ছোটোবেলাতেই ক্যাটরিনার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। মা-ই তাঁকে বড় করে তোলেন। মা ছিলেন সমাজসেবী, বিভিন্ন দেশে ঘুরে কাজ করতেন। সেই সূত্রে ছোটোবেলায় ক্যাটরিনাকে থাকতে হয়েছে একের পর এক নতুন দেশে। মোট ১৮টি দেশের ভেতর তাঁর শৈশব কেটেছে। ঠিকমতো স্কুলে যাওয়ার সুযোগও পাননি। বাড়িতে থেকেই চলেছে পড়াশোনা।
advertisement
advertisement
advertisement
‘অল্লারি পিডুগু’ ছবিতে বালাকৃষ্ণার সঙ্গে অভিনয় করলেও, ছবিটি সফল হয়নি। তবে পরের বছর সালমান খানের সঙ্গে করা 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া' (২০০৫) ছবির মাধ্যমে বলিউডে প্রথম হিট পান তিনি। তারপর ‘নমস্তে লন্ডন’ (২০০৭), ‘রেস’ (২০০৮), ‘রাজনীতি’ (২০১০), ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (২০১১), ‘এক থা টাইগার’ (২০১২), ‘ধুম ৩’ (২০১৩)-এর মতো একের পর এক সফল ছবিতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেন ক্যাটরিনা।
advertisement
advertisement
advertisement