Nusrat Jahan Sister: সৌন্দর্যের নিরিখে দিদিকে গোল দেবেন! নুসরতের বোনের জীবনযাত্রা জানলে অবাক হবেন

Last Updated:
Nusrat Jahan Sister: দিদির পদক্ষেপ অনুসরণ করে অভিনয় জগতে আসেননি নুজহত। থেকেছেন পর্দার পিছনেই।
1/6
সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার জন্য প্রায়ই শিরোনামে উঠে আসে তাঁর নাম। তবে জানেন কি, অভিনেত্রীর ছোট বোন নুজহত জাহানকে নিয়েও নেহাত চর্চা কম নয়।
সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার জন্য প্রায়ই শিরোনামে উঠে আসে তাঁর নাম। তবে জানেন কি, অভিনেত্রীর ছোট বোন নুজহত জাহানকে নিয়েও নেহাত চর্চা কম নয়।
advertisement
2/6
দিদির পদক্ষেপ অনুসরণ করে অভিনয় জগতে আসেননি নুজহত। থেকেছেন পর্দার পিছনেই। তবে অভিনেত্রীর অনুরাগীদের দাবি, সৌন্দর্যের নিরিখে নুসরতের চেয়ে কোনও অংশে কম নন তাঁর বোন।
দিদির পদক্ষেপ অনুসরণ করে অভিনয় জগতে আসেননি নুজহত। থেকেছেন পর্দার পিছনেই। তবে অভিনেত্রীর অনুরাগীদের দাবি, সৌন্দর্যের নিরিখে নুসরতের চেয়ে কোনও অংশে কম নন তাঁর বোন।
advertisement
3/6
নুজহত পেশায় ফ্যাশন ডিজাইনার। কানাডার টরন্টোতে পড়াশোনা করেন তিনি। নুজহতের সাজপোশাক, তাঁর জীবনযাত্রা নুসরতের তুলনায় কোনও অংশে কম বিলাসবহুল নয়।
নুজহত পেশায় ফ্যাশন ডিজাইনার। কানাডার টরন্টোতে পড়াশোনা করেন তিনি। নুজহতের সাজপোশাক, তাঁর জীবনযাত্রা নুসরতের তুলনায় কোনও অংশে কম বিলাসবহুল নয়।
advertisement
4/6
বোনের সঙ্গে বন্ধুর মতোই মেশেন নুসরত। মাঝেমধ্যেই নেটমাধ্যমে ছবি দেন তাঁর সঙ্গে। তবে নিজেকে আগাগোড়াই প্রচারের আড়ালে রেখেছেন নুজহত।
বোনের সঙ্গে বন্ধুর মতোই মেশেন নুসরত। মাঝেমধ্যেই নেটমাধ্যমে ছবি দেন তাঁর সঙ্গে। তবে নিজেকে আগাগোড়াই প্রচারের আড়ালে রেখেছেন নুজহত।
advertisement
5/6
নুসরতকে শেষ দেখা গিয়েছিল 'স্বস্তিক সংকেত'-এ। তবে বক্স অফিসে বিশেষ ছাপ ফেলতে পারেনি ছবিটি।
নুসরতকে শেষ দেখা গিয়েছিল 'স্বস্তিক সংকেত'-এ। তবে বক্স অফিসে বিশেষ ছাপ ফেলতে পারেনি ছবিটি।
advertisement
6/6
আপাতত নুসরতের হাতে একাধিক কাজ। অভিনয়, রাজনৈতিক দায়িত্ব, সংসার- সব একা হাতে সামলাচ্ছেন তিনি।
আপাতত নুসরতের হাতে একাধিক কাজ। অভিনয়, রাজনৈতিক দায়িত্ব, সংসার- সব একা হাতে সামলাচ্ছেন তিনি।
advertisement
advertisement
advertisement