Bobby Deol: বদলে গেছেন ববি দেওল, সামনে আনলেন গোপন সত্য, জীবনের মতো ছেড়ে দিলেন কাকে?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Bobby Deol: বম্বে টাইমসের সঙ্গে এক আড্ডায় ববি জানান যে, তিনি সম্পূর্ণরূপে মদ্যপান ছেড়ে দিয়েছেন এবং এটি তাঁর জীবনকে আরও ভাল দিকে বদলে দিয়েছে।
আশ্রম-এর পর থেকে পেশাদার জীবনে ঘুরে দাঁড়িয়েছেন, ববি দেওল তাঁর অভিনয় দিয়ে আবার সবার মন জয় করে চলেছেন। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ছবিতে অভিনয় করে তিনি আবারও ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। ইন্ডাস্ট্রিতে ববি তিন দশক উদযাপন করার সময় ব্যক্তিগত বৃদ্ধি, সংযম এবং তাঁর জীবনের নতুন ভারসাম্য সম্পর্কে মুখ খুলেছেন।
বম্বে টাইমসের সঙ্গে এক আড্ডায় ববি জানান যে, তিনি সম্পূর্ণরূপে মদ্যপান ছেড়ে দিয়েছেন এবং এটি তাঁর জীবনকে আরও ভাল দিকে বদলে দিয়েছে। ‘হ্যাঁ, আমি করেছি এবং এটি আমাকে সত্যিই সাহায্য করেছে। প্রত্যেকেই জিনগতভাবে আলাদা, কেউ বুঝতে পারে না যে কোন ধরনের নেশা তাঁকে কীভাবে প্রভাবিত করতে পারে। কিছু লোকের এমন জিন থাকে যেখানে সেই জিনিসগুলিতে আসক্ত হয়ে পড়ে’, তিনি ব্যাখ্যা করেন।
advertisement
আরও পড়ুন-১১০ কিমি বেগে তেড়ে আসছে…! শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’র ‘ল্যান্ডফল’ কখন? আগামী ৩ দিনের জন্য বন্ধ স্কুল-কলেজ, জারি সতর্কতা
এই পরিবর্তনকে একটি গভীর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে অভিহিত করে অভিনেতা আরও বলেন, ‘জীবনে আপনি এই ধরনের সুযোগ এমনি এমনি পাবেন না। সেই তাগিদ ভেতর থেকে আসতে হবে। আমি মনে করি আমি মদ্যপান ছেড়ে দেওয়ার পর থেকে একজন ভাল মানুষ হয়েছি এবং আমার মনে হয় আমার পরিচিত সকলের সঙ্গে আমার সম্পর্ক শতগুণ ভাল হয়ে গিয়েছে।’
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! ভগবান শিবের কৃপায় ৫ রাশি ‘রাজা’, অঢেল টাকার ফোয়ারা, বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব
ববি আরিয়ান খানের প্রশংসাও করেছেন, যিনি দ্য ব্যাডস অফ বলিউডে তাঁর অভিনয় পরিচালনা করেছিলেন। তিনি আরিয়ানকে একজন প্রতিভাবান, মনোযোগী এবং সুশৃঙ্খল চলচ্চিত্র নির্মাতা হিসেবে বর্ণনা করেছেন। ‘ও আমার নিজের ছেলের মতো, ও আমাকে বলেছে, ‘আমি এটা চাই, আমি চাই তুমি এটা এভাবে করো। দ্য ব্যাডস অফ বলিউড হিট হয়েছে আরিয়ানের কারণেই। সে বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করেছে’, ববি বলেন।
advertisement
অভিনেতা সুপারস্টার বাবা শাহরুখ খানের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আরিয়ানের সাহসের প্রশংসা করেন। ‘যে চাপের মধ্যে ও ছিল, তার মধ্যে থেকে বেরিয়ে এসে পরিচালক হিসেবে নিজের কণ্ঠস্বর তৈরি করার সাহস ছিল- ওকে অভিনন্দন জানাই। আমি ওর জন্য খুব গর্বিত’, তিনি বলেন।
অ্যানিম্যাল এবং দ্য ব্যাডস অফ বলিউডের অসাধারণ সাফল্যের পর ববি সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত অ্যানিম্যাল পার্ক-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবির সিক্যুয়েলে কী চমক আনবেন তিনি, সকলেই তার অপেক্ষায়!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2025 9:16 PM IST










