1/ 5


দিতিপ্রিয়া রায়। এই নাম শুনলেই সকলের সামনে ভেসে ওঠে মিষ্টি এক মেয়ের মুখ। বয়সে অনেকটাই ছোট এই মেয়ে অভিনয়ে টেক্কা দিতে পারেন যে কোনও অভিনেতাকে। photo source Instagram
2/ 5


সদ্যই উচ্চমাধ্যমিক পাশ করেছেন তিনি। একদিকে 'রানি রাসমণি' সিরিয়ালের শ্যুটিং আর একদিকে পড়াশুনো। দুটোকেই দক্ষ হাতে সামলেছেন তিনি। photo source Instagram
3/ 5


'রানি রাসমণি' সিরিয়ালের জন্য দিতিপ্রিয়া পৌঁছে গিয়েছেন মানুষের ঘরে ঘরে। জায়গা করে নিয়েছেন সকলের মনে। এই ছোট্ট বয়সেই তিনি অভিনয় করছেন রানি রাসমণির চরিত্রে। এবং তাঁকে দেখলে কে বলবে এই মেয়ে সবে ১২ ক্লাস পাশ করেছে ! এতটাই দক্ষ তাঁর অভিনয়।photo source collected
4/ 5


তবে সিরিয়ালে সাদা শাড়ি আর গেরুয়া বসনে তাঁকে দেখা গেলেও, পর্দার বাইরে কিন্তু একেবারে অন্যরকম তিনি। photo source collected