বিয়ের পর নরকযন্ত্রণা ! স্বামীর বিরুদ্ধে গিয়েই ফের রুপোলি দুনিয়ায় পদার্পণ, হিরোর সঙ্গে ছিল ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য; তবে এই অভিনেত্রীর কামব্যাক ছিল দুর্ধর্ষ

Last Updated:
Rishi Kapoor Movie Saagar Actress: সাগর ছবির মুক্তির পরে চর্চার শিরোনামে উঠে এসেছিলেন ডিম্পল। এর কারণ ছিল অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য। এদিকে পর্দায় চুমু খাওয়ার দৃশ্যের কথা ঋষিও নিজের অভিনেত্রী স্ত্রী নীতুকে জানাননি। প্রিমিয়ারের রাতেই সেই দৃশ্যের কথা জানতে পেরেছিলেন তিনি।
1/7
পরিচালক রমেশ সিপ্পির ‘সাগর’ ছবির হাত ধরে যখন কামব্যাক করেছিলেন, তখন এই অভিনেত্রীর বয়স ছিল ২৫ বছর। সেই ছবিতে সমুদ্রসৈকতে স্যুইমস্যুট পরে শ্যুট করতেও দেখা গিয়েছিল তাঁকে। ওই সময়ে বিষয়টা যথেষ্ট বোল্ড ছিল। যদিও সেই দৃশ্য থেকে একেবারেই ভাল স্মৃতি ছিল না তাঁর। একটি সাক্ষাৎকারে অবশ্য নিজের সাগর ছবির ব্যাপক প্রশংসা করেছিলেন। তিনি এ-ও জানিয়েছিলেন যে, এমনকী দুই সন্তানের মা হয়েও কামব্যাক করা সম্ভব। কথা হচ্ছে, অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়ার।
পরিচালক রমেশ সিপ্পির ‘সাগর’ ছবির হাত ধরে যখন কামব্যাক করেছিলেন, তখন এই অভিনেত্রীর বয়স ছিল ২৫ বছর। সেই ছবিতে সমুদ্রসৈকতে স্যুইমস্যুট পরে শ্যুট করতেও দেখা গিয়েছিল তাঁকে। ওই সময়ে বিষয়টা যথেষ্ট বোল্ড ছিল। যদিও সেই দৃশ্য থেকে একেবারেই ভাল স্মৃতি ছিল না তাঁর। একটি সাক্ষাৎকারে অবশ্য নিজের সাগর ছবির ব্যাপক প্রশংসা করেছিলেন। তিনি এ-ও জানিয়েছিলেন যে, এমনকী দুই সন্তানের মা হয়েও কামব্যাক করা সম্ভব। কথা হচ্ছে, অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়ার।
advertisement
2/7
সাগর ছবির মুক্তির পরে চর্চার শিরোনামে উঠে এসেছিলেন ডিম্পল। এর কারণ ছিল অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য। এদিকে পর্দায় চুমু খাওয়ার দৃশ্যের কথা ঋষিও নিজের অভিনেত্রী স্ত্রী নীতুকে জানাননি। প্রিমিয়ারের রাতেই সেই দৃশ্যের কথা জানতে পেরেছিলেন তিনি। এদিকে বিতর্কিত দৃশ্যের বিষয়ে একটি সাক্ষাৎকারে রেডিফ-এর কাছে ডিম্পল কাপাডিয়া জানিয়েছেন যে, “আমি স্যুইমস্যুট নিয়ে কথা বলতে চাই না। ছবিটা ভাল ছিল।”
সাগর ছবির মুক্তির পরে চর্চার শিরোনামে উঠে এসেছিলেন ডিম্পল। এর কারণ ছিল অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য। এদিকে পর্দায় চুমু খাওয়ার দৃশ্যের কথা ঋষিও নিজের অভিনেত্রী স্ত্রী নীতুকে জানাননি। প্রিমিয়ারের রাতেই সেই দৃশ্যের কথা জানতে পেরেছিলেন তিনি। এদিকে বিতর্কিত দৃশ্যের বিষয়ে একটি সাক্ষাৎকারে রেডিফ-এর কাছে ডিম্পল কাপাডিয়া জানিয়েছেন যে, “আমি স্যুইমস্যুট নিয়ে কথা বলতে চাই না। ছবিটা ভাল ছিল।”
advertisement
3/7
আবার ‘ববি’ ছবির মুক্তির সময় ডিম্পল আর ঋষির সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল বি-টাউনের অন্দরে। বলাবলি হচ্ছিল, ‘ববি’-জুটির সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বেই আটকে নেই। এমনকী এ-ও বলা হয়েছিল যে, ডিম্পলকে যখন রাজেশ খান্না প্রেম প্রস্তাব দিয়েছিলেন, তখন তিনি নিজের আঙুল থেকে ঋষি কাপুুরের থেকে আঙটিটি খুলে ফেলে দিয়েছিলেন।
আবার ‘ববি’ ছবির মুক্তির সময় ডিম্পল আর ঋষির সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল বি-টাউনের অন্দরে। বলাবলি হচ্ছিল, ‘ববি’-জুটির সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বেই আটকে নেই। এমনকী এ-ও বলা হয়েছিল যে, ডিম্পলকে যখন রাজেশ খান্না প্রেম প্রস্তাব দিয়েছিলেন, তখন তিনি নিজের আঙুল থেকে ঋষি কাপুুরের থেকে আঙটিটি খুলে ফেলে দিয়েছিলেন।
advertisement
4/7
এদিকে আশির দশকের বেশিরভাগ ছবির তুলনায় ভাল ছিল ‘সাগর’। কারণ সেখানে ছিল আরডি বর্মনের মিউজিকের ম্যাজিক। আর ‘সাগর’ বানানোর জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছিলেন রমেশ সিপ্পি। ৩.২ কোটি টাকায় তৈরি করা হয়েছিল ছবিটি। আসলে ‘শোলে’-র পর সিপ্পির কোনও ছবিই সেভাবে সফল হয়নি।
এদিকে আশির দশকের বেশিরভাগ ছবির তুলনায় ভাল ছিল ‘সাগর’। কারণ সেখানে ছিল আরডি বর্মনের মিউজিকের ম্যাজিক। আর ‘সাগর’ বানানোর জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছিলেন রমেশ সিপ্পি। ৩.২ কোটি টাকায় তৈরি করা হয়েছিল ছবিটি। আসলে ‘শোলে’-র পর সিপ্পির কোনও ছবিই সেভাবে সফল হয়নি।
advertisement
5/7
‘ববি’-র সাফল্যের পরে ডিম্পল আরও ভাল ভাল অফার পেতে শুরু করেছিলেন। কিন্তু তাঁর অভিনেতা স্বামী রাজেশ খান্না চাননি যে, ডিম্পল রুপোলি দুনিয়ায় থাকুন। বাড়িতে থেকে সংসার সামলান ডিম্পল, এমনটাই চেয়েছিলেন সুপারস্টার রাজেশ খান্না। এরপরে এই সম্পর্কে দমবন্ধ হয়ে আসতে শুরু করে অভিনেত্রীর। আসলে ডিম্পলের মনে হয়েছিল যে, তাঁদের সম্পর্কের মধ্যে কোনও সমতা নেই।
‘ববি’-র সাফল্যের পরে ডিম্পল আরও ভাল ভাল অফার পেতে শুরু করেছিলেন। কিন্তু তাঁর অভিনেতা স্বামী রাজেশ খান্না চাননি যে, ডিম্পল রুপোলি দুনিয়ায় থাকুন। বাড়িতে থেকে সংসার সামলান ডিম্পল, এমনটাই চেয়েছিলেন সুপারস্টার রাজেশ খান্না। এরপরে এই সম্পর্কে দমবন্ধ হয়ে আসতে শুরু করে অভিনেত্রীর। আসলে ডিম্পলের মনে হয়েছিল যে, তাঁদের সম্পর্কের মধ্যে কোনও সমতা নেই।
advertisement
6/7
প্রসঙ্গত রাজেশ খান্না হলেন সুপারস্টার। স্ত্রী ডিম্পল কাপাড়িয়া তাঁর থেকে ১৬ বছরের ছোট। এদিকে স্বামী রাজেশ খান্নার উপরেই আর্থিক ভাবে নির্ভর করতে হত ডিম্পলকে। ধীরে ধীরে দাম্পত্যজীবন যেন নরক-সম হয়ে উঠল। তিনবার তিনি মেয়েদের নিয়ে স্বামীর ঘর ছাড়ার চেষ্টাও করেছিলেন।
প্রসঙ্গত রাজেশ খান্না হলেন সুপারস্টার। স্ত্রী ডিম্পল কাপাড়িয়া তাঁর থেকে ১৬ বছরের ছোট। এদিকে স্বামী রাজেশ খান্নার উপরেই আর্থিক ভাবে নির্ভর করতে হত ডিম্পলকে। ধীরে ধীরে দাম্পত্যজীবন যেন নরক-সম হয়ে উঠল। তিনবার তিনি মেয়েদের নিয়ে স্বামীর ঘর ছাড়ার চেষ্টাও করেছিলেন।
advertisement
7/7
অবশেষে ১৯৮২ সালে রাজেশ খান্নার থেকে আলাদা হয়ে যান ডিম্পল কাপাড়িয়া। তখনই ছবির দুনিয়ায় কামব্যাক করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। দুই কন্যাকে সিঙ্গেল মাদার হিসেবেই বড় করেছেন। স্বামীর উপর নির্ভরশীল হতে চাননি। ১৯৮৫ সালে ইন্ডিয়া টুডে-র কাছে এক সাক্ষাৎকারে ডিম্পল বলেছিলেন যে, “রাজেশ খান্নার সঙ্গে বিয়ের পরেই আমার সুখের অবসান ঘটেছিল। আর যেদিন আমি রাজেশের বাসভবন আশীর্বাদ-এ প্রবেশ করেছিলাম, তখনই জানতাম যে, এই বিয়ে বেশিদিন টিকবে না।”
অবশেষে ১৯৮২ সালে রাজেশ খান্নার থেকে আলাদা হয়ে যান ডিম্পল কাপাড়িয়া। তখনই ছবির দুনিয়ায় কামব্যাক করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। দুই কন্যাকে সিঙ্গেল মাদার হিসেবেই বড় করেছেন। স্বামীর উপর নির্ভরশীল হতে চাননি। ১৯৮৫ সালে ইন্ডিয়া টুডে-র কাছে এক সাক্ষাৎকারে ডিম্পল বলেছিলেন যে, “রাজেশ খান্নার সঙ্গে বিয়ের পরেই আমার সুখের অবসান ঘটেছিল। আর যেদিন আমি রাজেশের বাসভবন আশীর্বাদ-এ প্রবেশ করেছিলাম, তখনই জানতাম যে, এই বিয়ে বেশিদিন টিকবে না।”
advertisement
advertisement
advertisement