

বলিউডের তারকাদের মধ্যে ব্র্যান্ডেড জামাকপড়, জুতো নিয়ে যাঁদের সবচেয়ে বেশি আগ্রহ ৷ সেই তালিকায় অবশ্যই পড়বেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ৷ বলিউডে পা দিয়েছেন খুব বেশি বছর হয়নি ৷ কিন্তু পাঞ্জাবি ছবির দুনিয়ায় তিনি অনেক বছর ধরেই সুপারহিট ৷ সঙ্গে তাঁর গানের গলাতেও মুগ্ধ ফ্যানরা ৷ সেই দিলজিতের জীবনে জামা থেকে জুতো সবই ‘হাই-ফাই’ ! ব্যালেনসিয়াগা থেকে শুরু করে গুচি, দিলজিতের ওয়ার্ডরোবে ব্র্যান্ডেড জিনিসের কোনও অভাব নেই ৷ আর একটা বিষয় নিয়ে তাঁর খ্যাতি অনেক বেশি ৷ সেটা হল, তাঁর অসাধারণ সব জুতোর কালেকশন ৷


সম্প্রতি নিজের একটি গান ‘বর্ন টু শাইন’-এর মিউজিক ভিডিওতে বেশ কিছু দুর্দান্ত জুতো এবং জামাকাপড় পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ৷


কিন্তু ফ্যানদের নজর বিশেষভাবে পড়েছে তাঁর জুতোর দিকে ৷ Louis Vuitton-এর ট্রেনার স্নিকার বুট তৈরি হাই-টপ ক্রাফটেড ব্ল্যাক ও গ্রে লেদার দিয়ে ৷