

•বিখ্যাত ডিজাইনার শর্বরী দত্তের আকস্মিৎ মৃত্যুতে হতবাক ফ্যাশন জগত থেকে শুরু করে তারকারা৷ গোটা একদিন পরিবারের সঙ্গে কথা হয়নি তাঁর, রাতে শৌচাগারের পাশ থেকে উদ্ধার হয় দেহ৷ Photo Courtesy-Facebook


•মৃতদেহের বাঁ পায়ে গোড়ালির উপরে কাটা দাগ দেখতে পাওয়া গিয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তাই বাথরুমের শিঁড়ির কাছে জমাট রক্ত নজরে এসেছে পুলিশের৷তেমন কোনও বড় অসুস্থতা তাঁর ছিল না বলে জানা গিয়েছে। সেকারণে এভাবে মৃত্যুতে অস্বাভাবিকতা নজরে এসেছে পুলিশের৷


•মৃত্যুর খবর পেয়ে বিখ্যাত ডিজাইনারের ব্রড স্ট্রিটের বাড়িতে যায় কড়েয়া থানা ও লাল বাজারের পুলিশ৷ তখন শর্বরী দত্তের দেহ রাখা ছিল তাঁর বেডরুমের কার্পেটে৷ তাঁর শৌচাগারের প্রবেশ পথটি ছিল একটি নীচু৷ একটি শিঁড়ির ধাপ নেমে যেতে হত৷ সেখানেই সম্ভবত তিনি পিছলে পড়েন৷ Photo Courtesy-Facebook


•মৃত্যুর খবর পেয়ে বিখ্যাত ডিজাইনারের ব্রড স্ট্রিটের বাড়িতে যায় কড়েয়া থানা ও লাল বাজারের পুলিশ৷ তখন শর্বরী দত্তের দেহ রাখা ছিল তাঁর বেডরুমের কার্পেটে৷ তাঁর শৌচাগারের প্রবেশ পথটি ছিল একটি নীচু৷ একটি শিঁড়ির ধাপ নেমে যেতে হত৷ সেখানেই সম্ভবত তিনি পিছলে পড়েন৷ Photo Courtesy-Facebook


•নিয়মিত বেশ কিছু ওষুধ খেতেন শর্বরী দত্ত৷ সেই সব ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং পরিবারের থেকে প্রেসক্রিপশনও চাওয়া হয়েছে৷ পাশাপাশি কথা হচ্ছে চিকিৎসকদের সঙ্গেও৷ Photo Courtesy-Facebook


•নিয়মিত বেশ কিছু ওষুধ খেতেন শর্বরী দত্ত৷ সেই সব ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং পরিবারের থেকে প্রেসক্রিপশনও চাওয়া হয়েছে৷ পাশাপাশি কথা হচ্ছে চিকিৎসকদের সঙ্গেও৷ Photo Courtesy-Facebook