Cancer Survivor Nafisa Ali : পেটে গভীর ক্ষতচিহ্ন, সুন্দরী নাফিসা কীভাবে লড়াই করেছেন মারণরোগ ক্যানসারের সঙ্গে, ভয়াবহ ছবি!

Last Updated:
Cancer Survivor Nafisa Ali : ২০২০ সালে নাফিসা প্রথমবার তাঁর ভক্তদের জানিয়েছিলেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা। তিনি লেখেন, ‘কেমোথেরাপি শুরু হতেই আমি গলার কাছে দাগ লক্ষ করি।’
1/8
পেরিটোনিল ক্যানসারের করাল গ্রাস। ২০১৯ সাল থেকে মৃত্যুভয়ে দিন কেটেছে তাঁর। সেই নাফিসা আলি সোধি সম্প্রতি সেই সব দিনের ছবি দিয়ে চোখে জল আনলেন ভক্তদের।
পেরিটোনিল ক্যানসারের করাল গ্রাস। ২০১৯ সাল থেকে মৃত্যুভয়ে দিন কেটেছে তাঁর। সেই নাফিসা আলি সোধি সম্প্রতি সেই সব দিনের ছবি দিয়ে চোখে জল আনলেন ভক্তদের।
advertisement
2/8
পেটে অস্ত্রোপচারের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী। কঠিন দিনগুলিতে কীভাবে তাঁর কাছের মানুষেরা তাঁকে মনোবল জুগিয়ে চলেছেন, সেটাও ফুটে উঠল ছবিতে।
পেটে অস্ত্রোপচারের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী। কঠিন দিনগুলিতে কীভাবে তাঁর কাছের মানুষেরা তাঁকে মনোবল জুগিয়ে চলেছেন, সেটাও ফুটে উঠল ছবিতে।
advertisement
3/8
পাঁচটি ছবির সঙ্গে দীর্ঘ এক লেখা লিখলেন নাফিসা। তাঁর লেখা,  ‘২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে আমার ছবি। যখন পেরিটোনাল ক্যানসারের অস্ত্রোপচার হয়েছিল।’
পাঁচটি ছবির সঙ্গে দীর্ঘ এক লেখা লিখলেন নাফিসা। তাঁর লেখা, ‘২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে আমার ছবি। যখন পেরিটোনাল ক্যানসারের অস্ত্রোপচার হয়েছিল।’
advertisement
4/8
‘আমি আমার স্বামী এবং ছেলেমেয়ে আরমানা, পিয়া এবং অজিতের কাছে কৃতজ্ঞ। আমার মনোবল বাড়ানো এবং সুন্দর রাখতে তাঁরা সবরকম ভাবে সাহায্য করেছে।’
‘আমি আমার স্বামী এবং ছেলেমেয়ে আরমানা, পিয়া এবং অজিতের কাছে কৃতজ্ঞ। আমার মনোবল বাড়ানো এবং সুন্দর রাখতে তাঁরা সবরকম ভাবে সাহায্য করেছে।’
advertisement
5/8
‘এই জীবনের প্রতি ভালবাসা রয়েছে অগাধ। সকলের সুস্বাস্থ্যের জন্য কামনা করি।’ পরিচালক শেখর কাপুর, অভিনেত্রী পূজা বেদীর মতো তারকারা অভিনেত্রীর প্রতি ভালবাসা জানালেন সেই পোস্টের তলায়।
‘এই জীবনের প্রতি ভালবাসা রয়েছে অগাধ। সকলের সুস্বাস্থ্যের জন্য কামনা করি।’ পরিচালক শেখর কাপুর, অভিনেত্রী পূজা বেদীর মতো তারকারা অভিনেত্রীর প্রতি ভালবাসা জানালেন সেই পোস্টের তলায়।
advertisement
6/8
২০২০ সালে নাফিসা জানান, তিনি আরও একটি ক্যানসার, লিউকোডার্মায় আক্রান্ত হয়েছেন। তিনি লেখেন, ‘কেমোথেরাপি শুরু হতেই আমি গলার কাছে দাগ লক্ষ করি।’
২০২০ সালে নাফিসা জানান, তিনি আরও একটি ক্যানসার, লিউকোডার্মায় আক্রান্ত হয়েছেন। তিনি লেখেন, ‘কেমোথেরাপি শুরু হতেই আমি গলার কাছে দাগ লক্ষ করি।’
advertisement
7/8
‘কিন্তু এই ঘটনাকে আমি এভাবে দেখতে শুরু করি, সমুদ্রের ধারে থাকি, তাই ট্যান তো পড়বেই। কিছু পেতে গেলে কিছু হারাতে তো হয়। লিউকোডার্মা ধরা পড়েছে আমার।’
‘কিন্তু এই ঘটনাকে আমি এভাবে দেখতে শুরু করি, সমুদ্রের ধারে থাকি, তাই ট্যান তো পড়বেই। কিছু পেতে গেলে কিছু হারাতে তো হয়। লিউকোডার্মা ধরা পড়েছে আমার।’
advertisement
8/8
এখন সুন্দরা বর্ষীয়ান নায়িকা অনেকটাই সুস্থ। কঠিন লড়াইয়ে পরিবারের সঙ্গে মিলে মোকাবিলা করে জয়ী হয়েছেন তিনি। আগামী দিনেও তাঁর সুস্বাস্থ্যের জন্য কামনা করলেন ভক্তরা।
এখন সুন্দরা বর্ষীয়ান নায়িকা অনেকটাই সুস্থ। কঠিন লড়াইয়ে পরিবারের সঙ্গে মিলে মোকাবিলা করে জয়ী হয়েছেন তিনি। আগামী দিনেও তাঁর সুস্বাস্থ্যের জন্য কামনা করলেন ভক্তরা।
advertisement
advertisement
advertisement