১ বছর পার, ফিরে দেখা বিরাট-অনুষ্কার বিয়ে, অদেখা ছবি পোস্ট করলেন বিরাট !

Last Updated:
1/6
দেখতে দেখতে ১ বছর পার ৷ কোথা দিয়ে যেন সময় কেটে গেল বোঝাই গেল না ৷ এমনই বলছেন এই জুটি ৷ বিরাট কোহলি-অনুষ্কা শর্মার আজ প্রথম বিবাহ বার্ষিকী ৷ বিয়ের না দেখা কিছু ছবি পোস্ট করলেন বিরাট ৷   Photo Courtesy: Twitter
দেখতে দেখতে ১ বছর পার ৷ কোথা দিয়ে যেন সময় কেটে গেল বোঝাই গেল না ৷ এমনই বলছেন এই জুটি ৷ বিরাট কোহলি-অনুষ্কা শর্মার আজ প্রথম বিবাহ বার্ষিকী ৷ বিয়ের না দেখা কিছু ছবি পোস্ট করলেন বিরাট ৷ Photo Courtesy: Twitter
advertisement
2/6
নিজেদের প্রেমের কথা কখনই সেভাবে স্বীকার করেননি তাঁরা ৷ একইভাবে বিয়েও হয়েছিল অনেকটাই গোপনে ৷ দেশের বাইরে বিয়ে করতে যাচ্ছেন বিরাট-অনুষ্কা ৷ এমন জানা যাচ্ছিল, কিন্তু তাঁরা নিজে কিছুই জানাননি ৷ তারপর হল বিয়ে যা নিয়ে তোলপাড় হয়েছিল দেশ ৷ Photo Courtesy: Twitter
নিজেদের প্রেমের কথা কখনই সেভাবে স্বীকার করেননি তাঁরা ৷ একইভাবে বিয়েও হয়েছিল অনেকটাই গোপনে ৷ দেশের বাইরে বিয়ে করতে যাচ্ছেন বিরাট-অনুষ্কা ৷ এমন জানা যাচ্ছিল, কিন্তু তাঁরা নিজে কিছুই জানাননি ৷ তারপর হল বিয়ে যা নিয়ে তোলপাড় হয়েছিল দেশ ৷ Photo Courtesy: Twitter
advertisement
3/6
বিয়ের দুটি মাত্র ছবিই পোস্ট করেছিলেন অনুষ্কা ও বিরাট ৷ পরে আরও কিছু ছবি সামনে এসেছিল ৷ কিন্তু মন ভরেনি ভক্তদের ৷   বিবাহ বার্ষিকীতে ভক্তদের সেই ক্ষোভ দূর করে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করলেন বিরাট ৷ দেখে নিন সিঁদুরদানের ছবি ৷ Photo Courtesy: Twitter
বিয়ের দুটি মাত্র ছবিই পোস্ট করেছিলেন অনুষ্কা ও বিরাট ৷ পরে আরও কিছু ছবি সামনে এসেছিল ৷ কিন্তু মন ভরেনি ভক্তদের ৷ বিবাহ বার্ষিকীতে ভক্তদের সেই ক্ষোভ দূর করে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করলেন বিরাট ৷ দেখে নিন সিঁদুরদানের ছবি ৷ Photo Courtesy: Twitter
advertisement
4/6
এই মুহূর্তে দারুণ মুডে রয়েছেন বিরাট ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের ঐতিহাসিক জয়ের নজির গড়েছেন ৷ অনুষ্কার ছবি জিরো রিলিজের মুখে ৷ শাহরুখের বিপরীতে আবারও দর্শকদের মন জয় করতে আসছেন তিনি ৷ তবে আপাতত দুজনে রয়েছেন দুজনের সঙ্গে ৷ বিরাটের কাছে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন অনুষ্কা ৷ একান্তে সময় কাটাবেন তাঁরা ৷  Photo Courtesy: Twitter
এই মুহূর্তে দারুণ মুডে রয়েছেন বিরাট ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের ঐতিহাসিক জয়ের নজির গড়েছেন ৷ অনুষ্কার ছবি জিরো রিলিজের মুখে ৷ শাহরুখের বিপরীতে আবারও দর্শকদের মন জয় করতে আসছেন তিনি ৷ তবে আপাতত দুজনে রয়েছেন দুজনের সঙ্গে ৷ বিরাটের কাছে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন অনুষ্কা ৷ একান্তে সময় কাটাবেন তাঁরা ৷ Photo Courtesy: Twitter
advertisement
5/6
বিরুষ্কার করবা চৌতের ছবিটি এবছর গোল্ডেন ট্যুইট হয়েছে ৷ পাশাপাশি ফোর্বেসের প্রকাশিত দেশের সেরা ১০ ধনীর তালিকায় রয়েছেন বিরাট ৷ তাছাড়াও পরপর সিরিজ জয় ও ক্যাপ্টেন হিসেবে দলকে এক নম্বরে নিয়ে গিয়েছেন তিনি ৷ তাই বিয়ের বছরটা দারুণ কেটেছে বিরাট ও অনুষ্কার ৷ Photo Courtesy: Twitter
বিরুষ্কার করবা চৌতের ছবিটি এবছর গোল্ডেন ট্যুইট হয়েছে ৷ পাশাপাশি ফোর্বেসের প্রকাশিত দেশের সেরা ১০ ধনীর তালিকায় রয়েছেন বিরাট ৷ তাছাড়াও পরপর সিরিজ জয় ও ক্যাপ্টেন হিসেবে দলকে এক নম্বরে নিয়ে গিয়েছেন তিনি ৷ তাই বিয়ের বছরটা দারুণ কেটেছে বিরাট ও অনুষ্কার ৷ Photo Courtesy: Twitter
advertisement
6/6
আইসিসির সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ৷ এই ঘোষণার পরই আবেগে ভাসেন অনুষ্কা ৷ নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখে দেন হোয়াট আ গাই ! এভাবেই প্রেমে থাকুন জীবনভর, বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা ৷ Photo Courtesy : Instagram
আইসিসির সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ৷ এই ঘোষণার পরই আবেগে ভাসেন অনুষ্কা ৷ নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখে দেন হোয়াট আ গাই ! এভাবেই প্রেমে থাকুন জীবনভর, বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা ৷ Photo Courtesy : Instagram
advertisement
advertisement
advertisement