বুধবার বিকেলে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজেই এই ছবির মুক্তির দিন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটি ছোট্ট টিজার পোস্ট করে নায়িকা লিখেছেন, 'জয়া আম্মাকে, তাঁর জন্মবার্ষিকীতে। সিনেমা থেকে রাজ্য, জয়া আম্মা বহু মানুষের ভাগ্য বদলেছিলেন। লেজেন্ডের জীবনের সাক্ষী থাকুন'। এর পরেই রয়েছে ছবির মুক্তির দিন।
'থালাইভি' ছবিতে মারুথুর গোপালা রামচন্দ্রন (এমজিআর)-এর চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী। কয়েক মাস আগেই নিজের লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। এমন এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে গর্বিত অভিনেতা ধন্যবাদ জানিয়েছিলেন ছবির পরিচালক এ এল বিজয় এবং প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরিকে।