Thalaivi: 'থালাইভি' কঙ্গনা মাঠে নামছেন কবে? জয়ললিতার বায়োপিক মুক্তির অপেক্ষায়

Last Updated:
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজেই এই ছবির মুক্তির দিন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটি ছোট্ট টিজার পোস্ট করে নায়িকা লিখেছেন, 'জয়া আম্মাকে, তাঁর জন্মবার্ষিকীতে।
1/6
বহু প্রতীক্ষিত কঙ্গনা রানাওয়াতের 'থালাইভি' জনপ্রিয় নেত্রী জয়ললিতার বায়োপিক। লকডাউনের সময় ছবির শ্যুটিং দৃশ্যও নজর কেড়েছিল সোশ্যাল মিডিয়ার। এবার সেই ছবির মুক্তির দিন ঘোষণা করল নির্মাতারা। স্বাভাবিক ভাবেই বিশেষ ছবির জন্য বাছা হয়েছে বিশেষ দিন। জয়ললিতার ৭৩তম জন্মদিনেই মুক্তি পাওয়ার কথা ছবির।
বহু প্রতীক্ষিত কঙ্গনা রানাওয়াতের 'থালাইভি' জনপ্রিয় নেত্রী জয়ললিতার বায়োপিক। লকডাউনের সময় ছবির শ্যুটিং দৃশ্যও নজর কেড়েছিল সোশ্যাল মিডিয়ার। এবার সেই ছবির মুক্তির দিন ঘোষণা করল নির্মাতারা। স্বাভাবিক ভাবেই বিশেষ ছবির জন্য বাছা হয়েছে বিশেষ দিন। জয়ললিতার ৭৩তম জন্মদিনেই মুক্তি পাওয়ার কথা ছবির।
advertisement
2/6
বুধবার বিকেলে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজেই এই ছবির মুক্তির দিন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটি ছোট্ট টিজার পোস্ট করে নায়িকা লিখেছেন, 'জয়া আম্মাকে, তাঁর জন্মবার্ষিকীতে। সিনেমা থেকে রাজ্য, জয়া আম্মা বহু মানুষের ভাগ্য বদলেছিলেন। লেজেন্ডের জীবনের সাক্ষী থাকুন'। এর পরেই রয়েছে ছবির মুক্তির দিন।
বুধবার বিকেলে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজেই এই ছবির মুক্তির দিন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটি ছোট্ট টিজার পোস্ট করে নায়িকা লিখেছেন, 'জয়া আম্মাকে, তাঁর জন্মবার্ষিকীতে। সিনেমা থেকে রাজ্য, জয়া আম্মা বহু মানুষের ভাগ্য বদলেছিলেন। লেজেন্ডের জীবনের সাক্ষী থাকুন'। এর পরেই রয়েছে ছবির মুক্তির দিন।
advertisement
3/6
'থালাইভি' ছবিতে মারুথুর গোপালা রামচন্দ্রন (এমজিআর)-এর চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী। কয়েক মাস আগেই নিজের লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। এমন এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে গর্বিত অভিনেতা ধন্যবাদ জানিয়েছিলেন ছবির পরিচালক এ এল বিজয় এবং প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরিকে।
'থালাইভি' ছবিতে মারুথুর গোপালা রামচন্দ্রন (এমজিআর)-এর চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী। কয়েক মাস আগেই নিজের লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। এমন এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে গর্বিত অভিনেতা ধন্যবাদ জানিয়েছিলেন ছবির পরিচালক এ এল বিজয় এবং প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরিকে।
advertisement
4/6
করোনাভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনের সময় দীর্ঘদিন ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল। আনলকের গাইডলাইন মেনেই পরে শ্যুটিং শুরু করা হয়।
করোনাভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনের সময় দীর্ঘদিন ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল। আনলকের গাইডলাইন মেনেই পরে শ্যুটিং শুরু করা হয়।
advertisement
5/6
সেই সময় মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছবির শ্যুটিংয়ের দৃশ্য শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। দর্শকের প্রতীক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছেন তিনি তাঁর লুক শেয়ার করে।
সেই সময় মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছবির শ্যুটিংয়ের দৃশ্য শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। দর্শকের প্রতীক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছেন তিনি তাঁর লুক শেয়ার করে।
advertisement
6/6
ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছে আগামী ২৩ এপ্রিল, ২০২১। বড় পর্দাতেই মুক্তি পাবে এই বায়োপিক। থালাইভি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।
ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছে আগামী ২৩ এপ্রিল, ২০২১। বড় পর্দাতেই মুক্তি পাবে এই বায়োপিক। থালাইভি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।
advertisement
advertisement
advertisement