Bollywood Singer: 'সোনা কিতনা সোনা হ্যায়'-র গায়িকাকে চেনেন? এই ‘বদনামেই’ ডুবল কেরিয়ার! একাধিক হিট গান গেয়েও খ‍্যাতি পেলেন না

Last Updated:
‘সরকাই লো খাটিয়া জাড়া লাগে’, ‘কবুতর বোলে কবুতর সে’, এসব গান আজও সকলের মুখে মুখে। কিন্তু গায়িকাকে চেনেন কী?
1/8
বলিউডে তারকাদের উথ্বান পতনের ক্ষেত্র। অভিনতা অভিনেত্রী থেকে শুরু করে গায়ক গায়িকা, অসংখ‍্য শিল্পী একেবারে শূন‍্য থেকে শুরু করে প্রতিষ্ঠা পেয়েছে বলিউডে। অনেকে আবার খ‍্যাতির চূড়ায় পৌঁছে হারিয়ে গিয়েছে। একসময়ের বিখ‍্যাত এই গায়িকা আজ বিস্মৃত।
বলিউডে তারকাদের উথ্বান পতনের ক্ষেত্র। অভিনতা অভিনেত্রী থেকে শুরু করে গায়ক গায়িকা, অসংখ‍্য শিল্পী একেবারে শূন‍্য থেকে শুরু করে প্রতিষ্ঠা পেয়েছে বলিউডে। অনেকে আবার খ‍্যাতির চূড়ায় পৌঁছে হারিয়ে গিয়েছে। একসময়ের বিখ‍্যাত এই গায়িকা আজ বিস্মৃত।
advertisement
2/8
‘সরকাই লো খাটিয়া জাড়া লাগে’, ‘কবুতর বোলে কবুতর সে’, এসব গান আজও সকলের মুখে মুখে। কিন্তু গায়িকাকে চেনেন কী? গায়িকা একসময় বলিউডে একাধিক ছবিতে হিট গান গেয়েছেন।
‘সরকাই লো খাটিয়া জাড়া লাগে’, ‘কবুতর বোলে কবুতর সে’, এসব গান আজও সকলের মুখে মুখে। কিন্তু গায়িকাকে চেনেন কী? গায়িকা একসময় বলিউডে একাধিক ছবিতে হিট গান গেয়েছেন।
advertisement
3/8
অলকা ইয়াগনিক, অনুরাধা পডওয়াল, সাধনা সরগম এবং কবিতা কৃষ্ণমূর্তিদের মতো একাধিক প্রতিভাবান গায়িকাদের পাশাপাশি নিজের সফল জায়গা করে নিয়েছিলেন তিনি।
অলকা ইয়াগনিক, অনুরাধা পডওয়াল, সাধনা সরগম এবং কবিতা কৃষ্ণমূর্তিদের মতো একাধিক প্রতিভাবান গায়িকাদের পাশাপাশি নিজের সফল জায়গা করে নিয়েছিলেন তিনি।
advertisement
4/8
মাত্র ৯ বছর বয়সে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন পূর্ণিমা। সুষমা শ্রেষ্টা বলিউডে পূর্ণিমা নামেই পরিচিত। তাঁর গাওয়া গানের মধ‍্যে অনেকগুলিই সুপারহিট।
মাত্র ৯ বছর বয়সে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন পূর্ণিমা। সুষমা শ্রেষ্টা বলিউডে পূর্ণিমা নামেই পরিচিত। তাঁর গাওয়া গানের মধ‍্যে অনেকগুলিই সুপারহিট।
advertisement
5/8
'হিরো নাম্বার হ্যায়' ছবির 'সোনা কিতনা সোনা হ্যায়', কিংবা 'তুতু তু..তুতু তারা তোড়ো না দিল হামারা' থেকে ‘সরকাই লো খাটিয়া জাড়া লাগে’ একাধিক গান তখন সকলের মুখে মুখে। তাঁর ছোটবেলাও কেটেছে বিখ‍্যাত শিল্পীদের সংসর্গে।
'হিরো নাম্বার হ্যায়' ছবির 'সোনা কিতনা সোনা হ্যায়', কিংবা 'তুতু তু..তুতু তারা তোড়ো না দিল হামারা' থেকে ‘সরকাই লো খাটিয়া জাড়া লাগে’ একাধিক গান তখন সকলের মুখে মুখে। তাঁর ছোটবেলাও কেটেছে বিখ‍্যাত শিল্পীদের সংসর্গে।
advertisement
6/8
গায়িকার মা ছিলেন আশা ভোঁসলের বন্ধু। ছোটবেলায় তিনি আশা ভোঁসলের কোলে বসে তাঁর গান শুনতেন। কিন্তু তাহলে কেন হারিয়ে গেলেন বিখ‍্যাত গায়িকা?
গায়িকার মা ছিলেন আশা ভোঁসলের বন্ধু। ছোটবেলায় তিনি আশা ভোঁসলের কোলে বসে তাঁর গান শুনতেন। কিন্তু তাহলে কেন হারিয়ে গেলেন বিখ‍্যাত গায়িকা?
advertisement
7/8
মিডিয়ার অন্দরের খবর, পূর্ণিমার গাওয়া হিট গানগুলির মধ‍্যে বেশিরভাগই দ্বৈত অর্থের বা ডাবল মিনিংয়ের গান। যে কারণে হিট হওয়ার পরেও তিনি শিল্পীর সম্মান পাননি। বরঞ্চ তাঁর গান নিয়ে সেসময় বিতর্ক দানা বেঁধেছে।
মিডিয়ার অন্দরের খবর, পূর্ণিমার গাওয়া হিট গানগুলির মধ‍্যে বেশিরভাগই দ্বৈত অর্থের বা ডাবল মিনিংয়ের গান। যে কারণে হিট হওয়ার পরেও তিনি শিল্পীর সম্মান পাননি। বরঞ্চ তাঁর গান নিয়ে সেসময় বিতর্ক দানা বেঁধেছে।
advertisement
8/8
এক সাক্ষাত্‍কারে আফশোসের সূরে পূর্ণিমা জানান, ‘‘এখানকার লোকজন আত্মসম্মানী ব‍্যক্তিদের পছন্দ করে, কিন্ত তাদের সঙ্গে কাজ করতে চায় না।’’
এক সাক্ষাত্‍কারে আফশোসের সূরে পূর্ণিমা জানান, ‘‘এখানকার লোকজন আত্মসম্মানী ব‍্যক্তিদের পছন্দ করে, কিন্ত তাদের সঙ্গে কাজ করতে চায় না।’’
advertisement
advertisement
advertisement